নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

মুখের কথা বনাম মনের কথা।

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭



** সর্ম্পুন কাল্পনিক লেখা, কারো সাথে মিলে গেলে সরি।**





সাধারণ জনগনের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
(ধুউউউর!! দামী গাড়ি, সুন্দর সরকারি বাড়ি, সামনে পিছে পুলিশ, আরো কতো কি।)

যুব সমাজই আমাদের ভবিষ্যত। যুব সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে ঝাপিয়ে পড়ার আহ্ববান জানাচ্ছি।
(উফফফ!! আল্লহ বাচাইছে, আমার পোলাডারেতো আগেই জার্মানি পাঠাইছি, এদেশের কোনো ফিউচার আছে!!! এদেশের স্কুল-কলেজে পড়াশোনা হয়!!!)

গনতন্ত্র ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন।
( হায়রে!! কি যে সুন্দর আছিলো দিনগুলান। কে জানত এমন হবে!!)

আমরা খুব তাড়তাড়িই পদত্যাগ করবো।
(হুমম!! কইছে আপনেগরে। পদত্যাগ কইরা যামু কই? জেলে?)

আমরা একটি নতুন জোটের ঘোষণা দিলাম।
( তবে এটাই শেষ নয়। পরে আরো নতুন জোট হতে পারে)

বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, আমাদের ব্যাপারে অন্য কারো নাক গলানোর অধিকার নেই।
(হ্যালো স্যার, হ্যালো, পিলিজ সে সামথিং অর কাম। কাম কুইক। উই ডাই দে কিল।)

নাশকতা মোকাবেলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ততপর আছে।
(বাংলা ছবি দেখেননি জীবনে, ঘটনার পরে আসবেন, তারপর ক্যামরার সামনে দাড়ায়া ছবি উঠাবেন।)


দশ লেন রাস্তার কাজ চলছে, ঈদের আগেই দ্রুত কাজ শেষ হবে।
(আল্লায় জানে কবে শেষ হবে।)

এখন থেকে নির্বাচিত পাতার পোস্ট নির্বাচনে আমরা মনযোগী হবো।
( যে কোনো কবিতা অব্যশই নির্বাচিত পাতায় যাবে।)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:




হা হা হা ... ভালোই বলেছেন :)

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

আদম_ বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

নিলু বলেছেন: লিখে যান , নির্বাচিত হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

আদম_ বলেছেন: আমি কই কি আর আমার গিটারে কয় কি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.