নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

আদমের কিছু অর্থহীন কথামালা, হাতে প্রচুর অলস সময় থাকলেই কেবল মাত্র প্রবেশ করুন।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

১.ঢাকার বাড়িওলারা ভাড়াটিয়াদের ভাবে বানের জলে ভেসে আসা কিছু জন্জাল, যাদের নেহায়েত দয়াপরবশ হয়ে, অতি অল্পমূল্যে থাকতে দেয়া হয়েছে। আর ভাড়াটিয়ারা বাড়িওলাদের ভাবে শয়তানের মানবীয় ভার্সন, যাদের মরার সাথে সাথে ডাইরেক্ট জাহান্নামে যাওয়া উচিত।এক পক্ষ সদা-সর্বদা অবিশ্বাস-সন্দেহ-কুসর্ম্পকের চাবুক ঘুরিয়ে বেড়ায়, আরেক পক্ষ সুযোগ পেলেই ছাদে উঠে কিছুটা মনের ঝাল মিটায়। টাকার বিনিময়ে উভয় পক্ষই যেন দ্বন্দ্বের সংসার পেতেছে।
২. সবকিছুতেই যেন বৃদ্ধদের অবিশ্বাস। কেনো? অভিজ্ঞতার ফসল নাকি তরুনদের অকারণ উৎসাহের গুড়ে বালি প্রদান করা? দুনিয়ার ফাকিবাজিতে বৃদ্ধরা ক্লান্ত এবং তরুণরা মুগ্ধ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


বাসস্হান মানুষের মৌলিক অধিকার।

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১

আদম_ বলেছেন: হাই চাদগাজী, কেমন আছেন?

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩২

মহান অতন্দ্র বলেছেন: হুম

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুনিয়ার ফাকিবাজিতে বৃদ্ধরা ক্লান্ত এবং তরুণরা মুগ্ধ।

এযে দিল্লিকা লাড্ডু!
যে খায় সেও পস্তায়- যে না খায় সেও পস্তায় (আফসোস করে ) ;)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.