নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

রিক্সাআলার কেনো ইনকাম ট্যাক্স দিবেনা? কেনো?

০৮ ই জুন, ২০২০ রাত ১০:২০



২০ টাকার নিচে ভাড়া নাই। উঠলে নামলেই ২০ টাকা। যদি প্রতিদিন গড়ে ৫০ টা যাত্রীও পায় তাহলে প্রতিদিন ১০০০ টাকা, মাসে ৩০০০০, বছরে ৩,৬০,০০০। তাহলে ব্যাপারটা কি দাড়ালো; ২৫০,০০০ উপরে ১ টাকা ক্রস করলেই আইন অনুসারে তার মিনিমাম ট্যাক্স দেবার কথা………
ইনকাম ট্যাক্সের ফিলোসুফি হলো ইনকাম করলেই আপনাকে ট্যাক্স দিতে হবে। সে ইনকামে কি আপনার সংসার চলে কি চলেনা, মাস শেষে আপনার সঞ্চয় হয় কি হয়না, দিনে বৌয়ের সাথে কতবার ঝগড়া হয় তা দেখার সময়-প্রয়োজন ইনকাম ট্যাক্সের নাই।

একজন নির্মাণশ্রমিকের দৈনিক মজুরি কতো-৫০০-৭০০ টাকা; যা অনেক মাস্টার্স পাশ চারকিজীবি বাবুমশাইদের ইনকামের চাইতে অনেক বেশি।

একজন কৃষি শ্রমিক, মোটরসাইকেল-গাড়ির মেকানিক সহ বহু পেশাজীবি আছে যারা শুধু মিনিমাম নয় বরং ভালো পরিমাণে ট্যাক্স দেবার উপযুক্ত; অশিক্ষিত, গরিব ইত্যাদি সাইনবোর্ডের আড়ালে তারা ঢাকা পড়ে আছে।

হয়তো বলবেন দেশে কতো বড়লোক ট্যাক্স ফাকি দেয়, দুর্নীতি করে তাদের কিছু না আর আপনে বলছেন রিক্সাআলাদের উপর ট্যাক্স বসাতে।
আমার জবাব হলো, তাদের ইনকাম যদি সেই পরিমাণে হয় তাহলে তো আইন অনুযায়ী ট্যাক্স বসেই আছে এবার মেহেরবানি করে আদায় করার ব্যবস্থা করুন।

আর যদি বলেন তাদের জীবনযাপনের মান, রক্তপানি করা ঘাম, গরিব মানুষ….. তাহলে আমি বলবো ট্যাক্সদেনেয়লা ছোটো-মাঝারি-বড়ো চাকরিজীবির কোন সুবিধাটা বেশি পায় শুনি, উপার্জন করতে তাদের কি কষ্ট হয়না? বরং প্রাপ্য ও প্রাপ্তি নামক চকমকি পাথরের ঘষায় তাদের কলিজা পোড়া গন্ধ কেউ টের পায়না….

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিরাট চিন্তার বিষয়ে।
আসলেই তো এটা ভেবে দেখা দরকার।

২| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ইনকাম ট্যাক্স যেন দিতে না হয় তার জন্য ধনী লোকেরা বড় বড় আইনজীবী পালেন।

দরিদ্র শ্রেমী ইনকাম ট্যাক্স কি দিবে? ধনীরাই তো দেয় না।

৩| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ট্যাক্স দিক বা নাদিক তাদের টিন নাম্বার থাকতে হবে।

৪| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: রিক্সাওয়ালার ১০০০ টাকা ইনকাম দেখলেন, কত টাকা দৈনিক জমা দিতে হয় সেটা জানেন? সাপ্তাহে কয় দিন রিক্সার প্যাডেল চাপার শক্তি থাকে সেই খবর রাখেন? অফিসে যেয়ে ৮ ঘন্টা শ্রম দিয়ে বাবুগিরি দেখান, তাদেরকে ১২/১৪ ঘন্টা রিক্সা চালাইতে হয়।

~মাসিক বেতনে কোনো সিস্টেম লস থাকে না, কিন্তু দিনমজুরিতে সিস্টেম লস থাকে।

~ধনীরা সুযোগ বেশি পায় কি না সেটা কাঠের চশমা খুললেই দেখতে পাবেন।

~একটা বিচ্ছিন্ন নিউজে দেখলাম করোনার সময়েই প্রায় ৬৮ হাজার কুটি টাকা টেক্স মউকুফ করা হয়েছে। বোয়াল মাছ ছেড়ে দিয়ে চুনুপুঁটি শিকারে আসছেন?

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

আদম_ বলেছেন: কতো টাকা খরচ সেটা দেখা ইনকম ট্যাক্সের কাজ নয়; ইনকামের আওতা যদি আইনে পড়ে তাহলে ট্যাক্স দিতে হবে।
এখন ৯৯% রিকশা মোটরচালিত, স্যার মনে হয় রিকশায় উঠেননা তাই জানেন না।
কোন অফিসে বরাবর ৮ ঘন্টা কাজ করায়? অফিসে বাবুগিরি দেখিয়ে পয়সা কামাই করার জায়াগা নয়, পুলিশ-বিক্রয় প্রতিনিধি সহ হাজারো চাকরিজীবি আছে যাদের ডিউটির শুরু আছে শেষ নাই ( মনে হয় চাকরী সর্ম্পকে আপনার আইডিয়া নাই অথবা আপনি একজন বাবুগার)
সিস্টেমলস? গার্মেন্টসআলারা প্রতিবছর ঈদের আগে আগে বেতন-বোনাসের জন্য রাস্তায় নামে সেটা দেখেছেন?
ধনীদের সুবিধার কথা কোথায় বললাম? আগে ভালো করে পড়েন, বোঝার চেষ্টা করেন তারপর লিখুন।
চুনোপুটি শিকারের মাসআলা পোস্টেই দেয়া আছে।

৫| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৪৫

মীর আবুল আল হাসিব বলেছেন: ২০ টাকার নিচে ভাড়া নেই আপনাকে কে বললো?

দৈনিক ৫০টা ভাড়া পায় আপনি নিশ্চিত? একজন রিক্সাওয়ালা যদি ১০ ঘন্টা রিক্সা চালায় তাহলে ৫০ টা যাত্রী নিতে গেলে তাকে ঘন্টা প্রতি ৫ টা যাত্রী নিতে হবে। ১ ঘন্টায় ৫ জন যাত্রী নেওয়া সম্ভব?

নির্মানশ্রমিকের কথা বলেছেন ৫০০-৭০০ ইনকাম। আমি ৬০০ করে ধরে দেখলাম মাসে দুই লাখ ১৬ হাজার টাকা করে পড়ে। তার মানে তারা ট্যাক্সমুক্ত।



০৯ ই জুন, ২০২০ সকাল ১১:২৯

আদম_ বলেছেন: যদি আইনে ট্যাক্সমুক্ত হয় তাহলে ট্যাক্সমুক্ত যদি আইনে ট্যাক্সমুক্ত না হয় তাহলে ট্যাক্স দিতে হবে। আমি কি বলছি জোর করে ধরে ট্যাক্স আদায় করার জন্য? একজন টাইলস মিস্তিরির দৈনিক মজুরি কতো জানেন কিনা? ২০ টাকার নিচে ভাড়া নেই এর সাক্ষী দেখতে ৯ নং কমেন্টটি পড়ুন।

৬| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: আদম_




এতোদিন পরে এমন কথা মনে হোল কেন ? সত্যি বলতে কি, আমার মাথায়ও এমন চিন্তা অনেকদিন থেকেই আছে।

একটি রাষ্ট্রে প্রত্যেক উপার্জনকারীদেরই আয়কর দেয়া নাগরিক দায়িত্ব, তা সে রিক্সাওয়ালা আর দিনমজুরই হোক না কেন। আমাদের দেশে কেন যে এ ব্যবস্থাটি এখনও বাস্তবায়ন করা হয়ে ওঠেনি, অবাক লাগে। কম করে হলেও বছরে সর্বনিম্ন ১০০টাকা আয়কর দিলেও দিতে হবে রিক্সাচালক, ভ্যান চালক ইত্যাদিদের । এতে কারো গায়ে লাগার কথা নয় মোটেও। এভাবে সব্জীওয়ালা, মাছওয়ালা ইত্যাদিদের বছরে ১৫০ থেকে ২০০ টাকা। এভাবেই তাদের অধিক উপার্জনকারীদের বাড়বে আয়করের হার। অর্থাৎ আয় করলেই তা যে ভাবেই হোক আয়কর দিতে হবে।
সরকার বছরে কয়েক লক্ষ কোটি টাকা এভাবে রাজস্বখাতে পেতে পারেন অনায়াসেই। এর জন্যে নিম্ন আয়ের মানুষ যারা কারো চাকুরী করেন না তাদের প্রত্যেকেরই আয়কর স্মার্টকার্ড সরবরাহ করতে হবে ( এসব পলিসিগত ব্যাপার) যাতে কেউ ফাঁকি দিতে না পারে। যারা কারো না কারো চাকুরী করেন তাদের আয়কর চাকুরীদাতা সরাসরি সরকারের রাজস্বখাতে জমা করতে বাধ্য থাকবেন। সরকারের কাছে অবশ্যই ক্ষুদ্র থেকে বৃহৎ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেরই নাম ঠিকানা থাকতে হবে।
যাক এ নিয়ে অনেক কথা বলতে হয় কিন্তু সব শেষে এটুকুই বলি, একটি সুচারু পরিকল্পনার আওতায় দেশের প্রতিটি উপার্জনকারী মানুষকে, দরিদ্র থেকে শুরু করে ধনাঢ্যব্যক্তি পর্যন্ত; আয়করের আওতায় নিয়ে আসতেই হবে। এতে নিজের রাষ্ট্রীয় দায়িত্বে অংশীদার হতে পারলে প্রত্যেকেই সু নাগরিক হয়ে উঠতে পারবেন।

ভালো লিখেছেন।

৭| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২১

নেওয়াজ আলি বলেছেন: রিক্সা গরীব মানুষ । থাক ট্যাক্স কি লাভ হবে । সব চোর খাবে

৮| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: দৈনিক জমা, ট্রাফিক পুলিস, আর চাঁদাবাজদের দিয়ে কত থাকে ?
আপনার তথ্যসূত্র কি ?

৯| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৫

কল্পদ্রুম বলেছেন: ২০ টাকার ব্যাপারটা সহীহ বলেছেন।তবে তারা যা আয় করে তার অনেক টাকাই অন্যকে দিয়ে দিতে হয়।তারা নিজেরা আয়কর না দিলেও তারা যে গ্যারেজে কাজ করে তার মালিক তো ট্যাক্স দেয়।তার বাড়ির বাড়িওয়ালা তো ট্যাক্স দেয়।সেই টাকা তো পরোক্ষভাবে রিকশাওয়ালার পকেট থেকেই আসে।

১০| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:২৬

মীর আবুল আল হাসিব বলেছেন: হ্যাটস অফ + স্যান্ডিং অ্যাভিয়েশন + স্যালুট আপনাকে!!!

এখন ৯৯% রিকশা মোটরচলিত? আল্লাহর দোহায় লাগে এরকম জরিপ এবং তার প্রতিবেদন প্রকাশ করবেননা।

০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

আদম_ বলেছেন: হ্যাটস অন......... তা কয় পার্সেন্ট রিকশা মোটরচালিত নয় জ্বনাব? বহুত খুজে-মুজে যা একটা প্রশ্ন করেছেন!

১১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:২১

মীর আবুল আল হাসিব বলেছেন: আপনি চোখ থেকে চশমা খুলেন তাহলে দেখতে পারবেন কয় পার্সেন্ট রিকশা মোটরচালিত নয়।

বহুজ খোঁজা লাগেনি। ওটা এমনিতেই চোখে পড়েছিল।

আপনার এমন আবালীয় পোস্টে মন্তব্য করলে মন্তব্য শেষ হবেনা।

এত মন্তব্যের উত্তর দেওয়ার ইচ্ছে তো অন্যদের প্রশ্নগুলো ফেলে রেখেছেন কেন?

৫ নং প্রশ্নের দুটো উত্তর এখনো পাইনি। কিভাবে পাব?? প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তো পেট থেকে কথার বদলে নাড়ি-ভুড়ি বের হয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.