![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরনী তোমাকে বলে দিয়েছে বাচতে হবে
আমার মাথার ওপরে
গ্রাভিটির ট্যাক্স তোমাকে দিতে হবে ....শুধু তোমাকে।
ভগবান দয়াবান নাকি দারোয়ান
ধুসর মগজ জানে তিনি আরো আরো চান
বাধোনের নিয়ম নাকি তারি বরদান
দরি বেধে নাও।
তার বদলে অমর হব,চির কুমার হব
বাচতে বল,
দোকান খালি নাকি,ছার আমার সাথে
বাচতে চল।
শৃঙ্খল পড়েছি কেন বল
অমর হব নাকি
বুজেছি সব ছল।
সরনী তোমাকে বলে দিয়েছে নড়তে হবে
নেড়ে নাও এটাই তো সময়
সৃস্টিকে পেকেজ করে বেচতে হবে
বাকি সব ভুলে যাও।
তার বদলে শীতলতা.....দেবে স্বাধীনতা
ভিজতে চল।
হঠাৎ অসুখ হলে জানি
মৃত্যু ভয় নিস্ফল।
বিষফল খেয়েছি কেন বল
অমর হব নাকি
বুজেছি সব ছল।
©somewhere in net ltd.