![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু দুর আকাশে চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মন হয়ে চঞ্চল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে।
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালবাসা সময়কেই হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে।
একদিন তুমি এসেছিলে
একদিন ভালোবেসেছিলে
ভালোবেসেছিলে-হেসেছিলে
তারপরে টা কি যে হোল জানি না....
পর দিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপ্নেই
দেখি তোমাকে বাস্তবে না।
তবু দুর আকাশে চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মন হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে।
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালবাসা সময়কেই হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে।
©somewhere in net ltd.