![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে
নেই কোন তারা।
তুমি নেই বলে
আজ ফুল ফোটেনি বাগানে
ঝোরে গেছে পাতা।
তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে
নেই কোন তারা।
কারা যেন হায় কানে বলে গেল
তুমি আর আজ আসবেনা
গোধুলীর কালো সাগরের তীরে
খুঁজোনা তাকে পাবেনা।
অবুঝ এ মন তবু তোমায়
খুঁজে বেড়ায় এলোমেলো চোঁখে।
ঝরে যায় ফুল ঝরে দুনয়ন
ঝর উঠেছে মনে
ঝরে না নয়ন থেমে যায় ঝর
তুমি এলে এ জীবনে।
খোজে তারা আসে যে চাঁদ
ফিরে আবার মনেরই আকাশে।
তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে
নেই কোন তারা।
তুমি নেই বলে
আজ ফুল ফোটেনি বাগানে
ঝোরে গেছে পাতা।
তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে
নেই কোন তারা।
©somewhere in net ltd.