![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে একজন মুক্তিযোদ্ধার গল্প বলব।
নাম ফজর। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তর্তিপুর গ্রামে তাঁর জন্ম। তিনি ছিলেন বাবা-মার একমাত্র সন্তান। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় আর সবার মত দেশের টানে, মায়ের মান বাঁচাতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বীরত্বের সাথে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধের সময় তাঁর মায়ের কথা খুব মন পরত। তিনি প্রায় তাঁর মায়ের হাতের গুঁড়ের পিঠা খেতে চাইতেন। ছেলের একথা শুনে তাঁর মা গুঁড় কিনে এনে বাসায় রাখলেন আর ছেলের পথ চেয়ে বসে থাকলেন, ছেলে আসলে পিঠা বানিয়ে খাওয়াবেন।
ফজরের জন্য যে শুধু যে তাঁর বৃদ্ধ মা পথ চেয়ে থাকতেন, তা নয় কিন্তু, রাজাকার নামের একদল হিংস্র রক্তচোষা জানোয়ারও পথ চেয়ে থাকতো । দিনে ২-৩ বার করে রাজাকার নামের রক্তচোষা জানোয়াররা তাঁর খোঁজে আসত। তাঁর বৃদ্ধ মাকে নানা ভাবে নির্যাতন করত। কিন্তু মা কিছুই বলতেন না।
একদিন ফজর তাঁর মাকে গোপনে দেখতে আসলেন। বৃদ্ধ মাকে তিনি বললেন, যে তিনি না খেয়ে আছেন। মা তাঁর জন্য মনের আনন্দে গুঁড়ের পিঠা বানাতে গেলেন। ফজর ঘরের ভিতর ঘুমাতে গেলেন। এমন সময় রাজাকার আর পাক হানাদার বাহিনী ফজরের আগমনের খবর পেয়ে তাঁকে ধরতে তাঁদের বাসায় ঢুকে পড়ে। জানোয়ারদের আগমনের শব্দ পেয়ে ফজর ঘরের ছাদের উপর লুকিয়ে পড়েন।
রাজাকার আর পাক হানাদার বাহিনী তাঁর বৃদ্ধ মাকে নানান ভাবে ধমকাতে লাগল - শাসাতে লাগল- বলল “এই বুড়িয়া তোর ব্যাটা কাহা পার হায়”
কিন্তু ফজরের বৃদ্ধ মা ছেলের প্রাণ বাঁচাতে মুখ খুলেন নি। ফজর লুকিয়ে লুকিয়ে তা দেখছিলেন।
যখন জানোয়ারগুলো দেখল, ফজরের বৃদ্ধ মা কিছু বলছেনা, তখন জানোয়ারগুলো তাঁর বৃদ্ধ মাকে মারতে শুরু করল, ফজর তা সহ্য করতে না পেরে ছাদ থেকে নেমে এসে ধরা দিলেন।
মায়ের মান বাঁচাতে নিজের দেহটাকে রক্তচোষা হিংস্র জানোয়ারদের হাতে দিয়ে দিলেন।
রাজাকার আর পাক হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে গেল, দু’দিন নির্মম প্রহারের পর তাঁর দেহকে টুকরো টুকরো করে মাংস বানিয়ে তাঁর মায়ের কাছে পাঠিয়ে দিল।
আর এভাবে মায়ের মান বাঁচাতে আমাদের মহান মুক্তিযোদ্ধা ফজর শহীদ হয়েছেন।
(গল্পটা আমার মায়ের মুখে শোনা। যেটুকু শুনেছি , সেটুকুই লিখলাম।
আর লেখার মাঝে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।)
০১ লা মার্চ, ২০১২ রাত ১০:৫৩
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০১ লা মার্চ, ২০১২ রাত ১০:২৪
শায়মা বলেছেন: এমন লেখা পড়ে কিছু লেখার ভাষা খুঁজে পাইনা ভাইয়া।
০১ লা মার্চ, ২০১২ রাত ১০:৫৫
রাতুল_শাহ বলেছেন: হুম................
আমিও গল্পটি লেখার কোন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তারপরও কেমন করে যেন লিখে ফেললাম।
মুক্তিযুদ্ধের গল্প শুনতেই বেশি ভাল লাগে।
৩| ০১ লা মার্চ, ২০১২ রাত ১০:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোন ভাষা নেই মন্তব্য দেবার।
লেখাটা ছুয়ে গেলো।
রাজাকার ও তাদের সাথীদের বিচার চাই।
০১ লা মার্চ, ২০১২ রাত ১১:০০
রাতুল_শাহ বলেছেন: গল্পটি লেখার কোন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তারপরও লিখলাম।
রাজাকার ও তাদের সাথীদের বিচার চাই ।
সহমত।
৪| ০১ লা মার্চ, ২০১২ রাত ১১:১৯
ঈষাম বলেছেন: হৃদয়ে গিয়ে ঠেকলো লিখাটা ++
০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৪৬
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:৪০
তন্ময় ফেরদৌস বলেছেন: েয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৪৯
রাতুল_শাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন।
৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:৪৯
মামুন হতভাগা বলেছেন: এমন লাখো ফজরের ত্যাগে অর্জিত স্বাধীনতার মান রাখবই
০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৫৩
রাতুল_শাহ বলেছেন: মামুন হতভাগা বলেছেন: এমন লাখো ফজরের ত্যাগে অর্জিত স্বাধীনতার মান রাখবই
ইনশাল্লাহ । আমাদের মাঝে তাঁরা বেঁচে থাকবেন।
মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন।
৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ২:৩৬
আলআমিন মিরাজ বলেছেন: কোন ভাষা নেই মন্তব্য দেবার।
০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৫৯
রাতুল_শাহ বলেছেন: রাজাকার -পাক হানাদার বাহিনীর এমন কর্মকান্ডে ভাষা হারিয়ে যায়। কিছুই বলার থাকেনা। শুধু মনে প্রতিশোধের আগুণ জ্বলে উঠে।
যাহোক মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন।
৮| ০২ রা মার্চ, ২০১২ রাত ২:৫৬
শোশমিতা বলেছেন: আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের বিষাদময় বর্ণনা শুনলে গা শিউরে ওঠে, চোখ ঝাপসা হয়ে যায়
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৩১
রাতুল_শাহ বলেছেন: মুক্তিযুদ্ধের গল্পশোনার পর যখন আশে পাশের রাজাকারদের রাজত্ব দেখি, তখন ক্ষোভে তাদের দেহকে টুকরো টুকরো ইচ্ছে করে।
জানোয়ার গুলো এখনও সমাজে প্রভাব বিস্তার করে আছে। কবে যে এই থেকে মুক্তি পাওয়া যাবে?
যাহোক মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন ।
৯| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:০১
আকাশ০৭ বলেছেন: ফজর এর মতো অনেক সাহসী মানুষ ছিল বলেই আমরা আজ স্বাধীন। ধন্যবাদ তার কথা আমাদের কাছে শেয়ার করার জন্য।
০২ রা মার্চ, ২০১২ রাত ১১:২৭
রাতুল_শাহ বলেছেন: তাঁরা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকুক।
যাহোক মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন ।
১০| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:৫৫
আবু সালেহ বলেছেন: বলার ভাষা নেই.............
০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৪১
রাতুল_শাহ বলেছেন: সত্যি তাই।
ভাল থাকবেন ।
আর হ্যা মুক্তিযুদ্ধের উপর আপনার কোন গল্প জানা থাকলে শেয়ার করেন ।
১১| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:৫৮
েমা আশরাফুল আলম বলেছেন: তাঁরা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে।
০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৪৭
রাতুল_শাহ বলেছেন: ইনশাল্লাহ।
১২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১:৩৬
যন্ত্রনাকৌশলের স্টুডেন্ট বলেছেন: মন্তব্য লেখার কোন ভাষা নাই।
গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫১
রাতুল_শাহ বলেছেন: গল্পটা পড়ার জন্য তোকেও ধন্যবাদ।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৪৬
কামরুল হাসান শািহ বলেছেন: শায়মা বলেছেন: এমন লেখা পড়ে কিছু লেখার ভাষা খুঁজে পাইনা ভাইয়া।
ঠিক
০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০০
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
তাদের জন্য ভালবাসা আর শ্রদ্ধা দেখালেই হবে।
ভাল থাকবেন ভাই।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:৩৭
তিথির অনুভূতি বলেছেন: +++++
০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৮
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: রাজাকার ও তাদের সাথীদের বিচার চাই।
০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১০
রাতুল_শাহ বলেছেন: সহমত।
১৬| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১:৪৫
রাফা বলেছেন: এই ফজরদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সশ্রদ্ধ সালাম জানাই ফজরের প্রতি।
০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৫
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
সশ্রদ্ধ সালাম রইল ফজরের প্রতি।
১৭| ০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:১৩
জোবায়ের নিয়ন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++
০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৭
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৭
শিশিরের শব্দ বলেছেন: আসলেই কিছু বলার ভাষা পাচ্ছিনা....
শুধু +++++++
০৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৪
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
তাদের জন্য আছে হৃদয়ে ভালবাসা আর শ্রদ্ধা ।
১৯| ০৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সকাল রয় বলেছেন:
খুব খুব ভালো লাগলো
০৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৭
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৫৫
আশাদুজ্জামান রােসল বলেছেন: +++++++++++++++++++++++
০৮ ই মার্চ, ২০১২ রাত ১:০১
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
২১| ০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০৪
লেখোয়াড় বলেছেন:
শেষ বৃন্তে এই হৃদয়ের,
ওহ! আমি জানি আমার ভীষণ আলোড়ন দিয়ে গেল।
আরো কি এমন লিখবেন রাতুল??
০৮ ই মার্চ, ২০১২ রাত ১:১০
রাতুল_শাহ বলেছেন: ঠিক ধরেছেন। গল্প আরও বাঁকি আছে।
২২| ০৮ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪০
শাহেদ খান বলেছেন: শায়মা বলেছেন: এমন লেখা পড়ে কিছু লেখার ভাষা খুঁজে পাইনা ভাইয়া।
শেয়ার করার জন্য +
লেখক বলেছেন: ঠিক ধরেছেন। গল্প আরও বাঁকি আছে।
অপেক্ষায় থাকি।
০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:০৭
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই।
কিছুদিন পর আরেকটা লিখব।
২৩| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:১১
হিবিজিবি বলেছেন: অনেক কষ্টের......যুদ্ধাপরাধীদের বিচার চাই!
০৯ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৮
রাতুল_শাহ বলেছেন: সত্যিই অনেক কষ্টের।
.যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই।
২৪| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১:০৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: ফজরের মতোন মানুষদের জানাই সালা.অসাধারন লেখা।ভালোলাগা রইলো।
০৯ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৩
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।
২৫| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ৮:০৩
এস এ মেহেদী বলেছেন: লেখাটা মন ছুয়ে গেলো।
অনেক অনেক ভালো থাকুন। শুভ কামনা সবসময়।
০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৪০
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন ,
শুভ কামনা রইল আপনার জন্য।
২৬| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব ভাষা যেন হারিয়ে ফেলেছি,,,,,,,,,,,,,,
প্রচন্ড জ্বর নিয়েও লেখাটা একটানে পড়ে ফেললাম।
ভাল থাকবেন
০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৩
রাতুল_শাহ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সবার উচিত শহীদ মুক্তিযোদ্ধাদের জীবন সম্পর্কে জানা।
দোয়া রাখি, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
২৭| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২৮
সোমহেপি বলেছেন: কাহিনীটাকে গল্পের মত করে লিখেন।মনে হয় আরো জীবন্ত হবে।
প্লাস কিংবা ভালো লাগা কোনটাই না।এ লেখা মন ছোঁয়ার লেখা।
০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৬
রাতুল_শাহ বলেছেন: এটা ঠিক গল্প না। আর আমি গল্প লিখতে পারিনা।
এটা একটা সত্য ঘটনা।
এটা নিয়ে আপনিই একটা গল্প লিখে ফেলেন।
২৮| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১০
তারাভরা_রাত বলেছেন: বাঙ্গালির প্রতিটা ঘরে ঘরে ইতিহাস
১২ ই মার্চ, ২০১২ রাত ১:০১
রাতুল_শাহ বলেছেন: সহমত।
২৯| ২৩ শে মার্চ, ২০১২ সকাল ১০:২৪
চাঁপাইবার্তা বলেছেন: ভাল লাগল, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে।
২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:৪৩
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১২ রাত ১০:২২
ফারজুল আরেফিন বলেছেন: ++++++++++++++++++++++