নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

শুধু ছন্দ মিলানোর চেষ্টায়………………..

২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:২৩





১)





বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান,

গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ।

বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ,

শরতের সাদা আকাশ হবে তোমার,

পাবে হেমন্ত ধানের ভাত।

শীতে দিব তোমায় কুয়াশার চাদর,

মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।



(এটা আমার জীবনের প্রথম কোন বাংলা ছন্দ লেখা। এটা লিখেছিলাম যখন নতুন ডিজুস সিমে ফ্রি এসএমএস চালাচালির অফার আসল।গণহারে সবাইরে পাঠাইতাম। কিন্তু কি সৌভাগ্য কেউ উত্তর দেয় নি। পরে দূর্ভাগ্যবশত আমার এক বন্ধু মেয়ে সেজে এই এসএমএসের উত্তর দিল। তারে কল দিলেই, খালাতো বোনের সাথে কথা বলাইতো।আমিও মজা পাইতাম।এখন আর সে মজা নেই।)



২)





গরুতে করে হাল-চাষ,

ছাগলে করে নষ্ট,

অসতে করে খারাপ কাজ,

সতে পায় কষ্ট।

ছাগলের মুখ মানেনা বাধা-মানেনা কোন নিষেধ

সে করবে পরের ক্ষতি এটাই তার বিবেক।





(বাড়িতে লাউ-কুমড়া আর শীমের গাছ লাগালাম। গাছ বড় হল, ফুল দেওয়া শুরু হল, কিন্তু ফলের সময় এলাকার সমস্ত ছাগলে নজর পড়ল- আমাদের গাছ গুলোর উপর, সমানে তাদের আক্রমণাত্নক হামলা। মেজাজ গরম হওয়ায় আমার হাতের সাহায্যে মোবাইলে এই এসএমএস লিখে ফেললাম। এলাকার ছেলে মেয়েও উত্তর দিল- গাধা কোথাকার।)



৩)





তুমি আমার রাতের তারা- বাঁকা চাঁদের হাসি,

তুমি আমার স্বপ্ন-ঘুম ভাঙা ভোরের গানের পাখি।

তুমি আমার সোনালি সূর্যের পূব আকাশের আলো,

তোমায় যেন কি কারণে লেগেছে অনেক ভাল।

তুমি হলে রোদেলা সূর্যের ঘামঝরা আগুণ,

তুমি আমার মেঘলা আকাশ- ভালবাসার ফাগুণ।

তুমি হলে বৃক্ষরাজির সবুজ-শীতল ছায়া,

তোমার কাছে আসলে যেন কিসের লাগে মায়া।



তুমি হলে বিকেল বেলার মন ভুলানো গান,

তোমার গানের ছোঁয়ায় সাজাই ভালবাসার প্রাণ।

তুমি হলে সন্ধ্যা বেলার শেষের কবিতা,

দেখে রুপ তোমার হৃদয়ে এঁকেছি রুপরে ছবিটা।



( একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই। মেয়েটা এখন দারোগার বউ।)



৪)

ডাকে পাখি-ফুটে ফুল,

একি বসন্ত নাকি ভুল।

নতুন পাতায় বৃক্ষ-চারা,

কচি পাতায় তরু লতা।

আবছা নীলে ঢাকা আকাশ,

ধূলোয় মাখা এই বাতাস,

আমার এই মন গেছে উড়ে,

কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে।



(এই ফালতু এসএমএস এ- প্রচুড় সাড়া পেয়েছি। )



এইগুলো শুধুই ছন্দ মিলানোর চেষ্টা, আর কিছুই নয়।





মন্তব্য ১৬৮ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১৬৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো রাতুল।

২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:৫২

রাতুল_শাহ বলেছেন: তাহলে আমার ভুলটা ভাঙলো ।

ধন্যবাদ সায়েম ভাই, ভাল থাকবেন।

২| ২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৮

ঘুমন্ত আমি বলেছেন: হাহাহা ! ভালো লাগলো

২৪ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৩

রাতুল_শাহ বলেছেন: হাসলেন কেন ভাই???

৩| ২৫ শে জুলাই, ২০১২ রাত ১:২৩

sumon3d বলেছেন:

কাব্যচর্চা শুরু করলি কবে?

প্রচেষ্টা খারাপ না। কিন্তু তোর মাথায় তো এই জিনিস বেশী দিন থাকবে বলে মনে হয় না।


এলাকায় গিয়ে নতুন কোন প্রেমে পড়েছিস নাকি? না এখনো মর্জিনাই আছে? :)

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৩

রাতুল_শাহ বলেছেন: নারে এইগুলো ২০০৫-২০০৬সালে মোবাইলে বসে বসে লিখছি।

আর এখন এই জিনিস আমার মাথায় আসলে নাই।

আমার দ্বারা এই সব সম্ভব না।

৪| ২৫ শে জুলাই, ২০১২ রাত ১:৫৫

চাটিকিয়াং রুমান বলেছেন: সুন্দর হয়েছে দেখছি।

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৪

রাতুল_শাহ বলেছেন: মিথ্যে হলেও শুনতে ভাল লাগছে।

অনেক ধন্যবাদ রুমান ভাই।

৫| ২৫ শে জুলাই, ২০১২ রাত ২:০১

মুনসী১৬১২ বলেছেন: :)

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৬

রাতুল_শাহ বলেছেন: ভাই কিছু্ কইলেন না ক্যান???

৬| ২৫ শে জুলাই, ২০১২ রাত ৩:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ৩য় ভালোলাগা রাতুল ভাই।চালিয়ে যান :)

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৮

রাতুল_শাহ বলেছেন: অনুপ্রাণিত হইলাম।

৭| ২৫ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছন্দ মিলানোর প্রচেষ্ঠা তো দুর্দান্ত হইছে :)

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৫১

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ দূর্জয় ভাই।

৮| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:২১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্রচেষ্ঠা স্বাগতম

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৫১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই।

৯| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৩৮

অরণ্য অংকুর বলেছেন: মিলাতে মিলাতে মিলে যায় ছন্দ
কেটে যায় সব দ্বিধা দ্বন্দ্ব।।

--- ভাল লাগল সুন্দর প্রচেষ্টা।

২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৫৩

রাতুল_শাহ বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম।

১০| ২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৫

~মাইনাচ~ বলেছেন: ভালইতো হয়েছে,


একটাতে খুব হাসি পেল :#>

২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:২১

রাতুল_শাহ বলেছেন: কোনটা ভাই?
আমার তো সবগুলো পড়লে হাসি পাই।

নিজেই নিজের সমালোচনা করি।

১১| ২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৫০

এস এম ফারুক হোসেন বলেছেন: দারুন হয়েছে রাতুল ভাই।

২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৮

রাতুল_শাহ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে, ফারুক ভাই।

ভাল থাকবেন, শুভকামনা রইল।

১২| ২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

হিবিজিবি বলেছেন: কবি হতে হলে এরকম কিছু কাহিনী থাকা লাগে!! আমার কোন কাহিনী নাই বলেই মনে হয় ছন্দ আসে না!! :D

ভালো লাগলো।

২৫ শে জুলাই, ২০১২ রাত ৮:৪৪

রাতুল_শাহ বলেছেন: হা হা হা..............
কাহিনী থাকে.........এটা উপলব্ধি করতে হয়।

আর আপনাদের আপনজন ভেবে পঁচা লেখাগুলি দিয়েছি।

ভাল লেগেছে বলে , আমাকেও ভাল লাগছে।

১৩| ২৬ শে জুলাই, ২০১২ রাত ২:৪৯

ভিয়েনাস বলেছেন: ছন্দ তো দারুন মিলেছে... গাধা কোথাকার ;) B-)

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:১২

রাতুল_শাহ বলেছেন: ভাই আর বইলেন না, এলাকার পোলা-মাইয়া এই গরু-ছাগলের ছন্দ নিয়া যাতা টিটকারী মারছিল, জীবন আমার তামা তামা করে ফেলছিল।

যাহোক ভাল থাকেন - সুস্থ থাকেন এই শুভকামনা রইল।

১৪| ২৬ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৩

ঘুমন্ত আমি বলেছেন: হেসে ভালোলাগা প্রকাশ করলাম ।অনুকাব্য ভালো হয়েছে । ৬তম++

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:১৪

রাতুল_শাহ বলেছেন: প্রশংসা শুনে ভাল লাগছে।

আপনাকে ধন্যবাদ, সুস্থ থাকবেন এই শুভকামনা রইল।

১৫| ২৬ শে জুলাই, ২০১২ সকাল ১০:৩০

যাযাবর৮১ বলেছেন:
:-B :) :) :) :) ++++++++++++++


ভালু ভালু
রাখুন চালু :-B
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:১৫

রাতুল_শাহ বলেছেন: কবি আপনাদের কবিতা দেখলে তো হিংসা লাগে। মনে হয় আপনাদের লেখাগুলো আমার নামে চালিয়ে দেই।

১৬| ২৬ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫২

জুন বলেছেন:
গরুতে করে হাল-চাষ,
ছাগলে করে নষ্ট,
অসতে করে খারাপ কাজ,
সতে পায় কষ্ট।

/:) /:)
খুব মজা লাগলো কবিতাগুলো রাতুল :)
+

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:২১

রাতুল_শাহ বলেছেন: আপনার যে ভাল লাগছে, সেটাই আামার কাছে বড় পাওয়া।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনা রইল।

১৭| ২৬ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

নক্ষত্রচারী বলেছেন: হুম, বেশ আক্ষরিক ছন্দ চয়ন । ভালোই লাগলো ।।

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:২২

রাতুল_শাহ বলেছেন: ভাল লাগানোর জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

১৮| ২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৪

শহিদুল ইসলাম বলেছেন: গরুতে করে হাল-চাষ,
ছাগলে করে নষ্ট,
অসতে করে খারাপ কাজ,
সতে পায় কষ্ট।

হা হা , মজার লিখেছেন তো রাতুল ভাই ++

২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:০৭

রাতুল_শাহ বলেছেন: কি কমু-
কবি ভাই এর কথায় অুনুপ্রাণিত হচ্ছি।

অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

১৯| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:০৮

শাহেদ খান বলেছেন: সহজ কথা সরল ছন্দে আমার অনেক ভাল লেগেছে, রাতুল !

ছড়া শেষে'র কথাগুলো আলাদা মজা দিলো।

পোস্টে প্লাস। লিখতে চেষ্টা করে যাও, ম্যান। তুমি ভালই লিখবে।

:)

২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:২৬

রাতুল_শাহ বলেছেন: ভাই ইন্সপায়ার করার জন্য ধন্যবাদ।

২০| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৯

যাযাবর৮১ বলেছেন:


হৈহৈ রৈরৈ ভাইজান গেল কৈ?:-B
নতুন লিখা লিখছি আমি :)
পড়ছে না কেন চৈ? B:-)

২৭ শে জুলাই, ২০১২ সকাল ১১:১৮

রাতুল_শাহ বলেছেন: হুম, গেছিলাম।
আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।

২১| ২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪০

নীলঞ্জন বলেছেন: অনেক ভালো লাগলো রাতুল।

পোস্টে+++++++++++++++++

২৭ শে জুলাই, ২০১২ রাত ৯:৩১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ দুলাভাই।

২২| ২৭ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৮

জুল ভার্ন বলেছেন: একেবারেই ভিন্ন মাত্রার উপস্থাপন! খুব সুন্দর হয়েছে।

এক ডজন ভাল লাগা।

২৭ শে জুলাই, ২০১২ রাত ৯:৩২

রাতুল_শাহ বলেছেন: এক ডজন একটা ধন্যবাদ।


ভাল থাকবেন, সুস্থ থাকবেন- এই শুভকামনা রইল।

২৩| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০১

তৃণ বলেছেন: ডাকে পাখি-ফুটে ফুল,
একি বসন্ত নাকি ভুল। -- সুন্দর!

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ২:২০

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন।

২৪| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:২৪

ফারিয়া বলেছেন: ছন্দ মেলানোর চেষ্টাতো খারাপ লাগেনি! :)

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ২:২১

রাতুল_শাহ বলেছেন: তয় মনে হয় ভাল লাগেনি????


যাহোক ধন্যবাদ।

২৫| ২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: সব ছেলেই কি প্রেমে, আম্মুদের হাতে কট খায় :| :(


চেষ্টাটা চালায়ে গেলে, কিছু হইলেও হইতে পারে...

২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৩০

রাতুল_শাহ বলেছেন: আম্মা হলেন আমাদের সেরা বন্ধু, তার হাতে অ্যারেস্ট হবেন নাতো , কার হাতে হবেন???

২৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ আপনার সৃজনশীলতা ।

২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:৪০

রাতুল_শাহ বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হচ্ছি।

ধন্যবাদ ভাল থাকবেন।

২৭| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগা রাতুল ভাই ।

তবে ছন্দ না বলে আন্তমিল ঠিক রাখার প্রচেষ্টা বললে অনেক বেশি ভালো হইত !!

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩১

রাতুল_শাহ বলেছেন: আচ্ছা ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৩:১৯

রুদ্রাক্ষী বলেছেন: চালিয়ে যান রাতুল .......। আপনি নিজেই দেখেন আস্তে আস্তে আপনার কবিতার ছন্দমিল আরও পরিনত হয়েছে.....।এভাবেই হবে ...প্রতি সপ্তাহে একটা কবিতা পোস্ট করবেন ..এ সপ্তাহের বিষয় বৃষ্টি..।লিখে ফেলুন......... আমি জানি আপনি পারবেন........। কবিতার রাজ্যে স্বাগতম।
বৃষ্টি নিয়ে কবিতার অপেক্ষায় রইলাম।
++++++++++

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৯

রাতুল_শাহ বলেছেন: ভাই এই সব লেখা ৬ বছর আগের, এখন আর লিখিনা।

চেষ্টায় আছি লেখার জন্য।

অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

২৯| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:২৩

মোঃ কবির হোসেন বলেছেন: আপনার লেখায় প্রথম ঢুকলাম। অনেকগুলো লেখা পড়লাম-কিছু কিছু লেখায় অনেক মজা পেলাম। পেছনের কয়েকটা কবিতা ভালো লাগলো। আপনার কষ্ট লাগা গানের পোষ্টটি প্রিয়তে রেখে দিলাম-পরে শুনবো। ধন্যবাদ। আবার দেখা হবে।

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৪

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

গানগুলি আসলে আর শুনা হয় না। শুনলে কারও ছবি সামনে ভাসে। মন খারাপ করে কি লাভ, তাই আর শুনিনা।

৩০| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৭

জেমস বন্ড বলেছেন: :) :)

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫২

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩১| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫১

মোঃ কবির হোসেন বলেছেন: ভাই আবার এলাম। গানগুলি শুনলে কার ছবি সামনে ভাসে-হয়তো আপনার জীবনে টর্নেডো বয়ে গেছে কোনো কালে-কষ্ট পেলাম। তবে বুঝছি এ জন্যই আপনার এতো জনপ্রিয়তা। আবার দেখা হবে।

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০৬

রাতুল_শাহ বলেছেন: ইনশাল্লাহ আবার দেখা হবে।
ভাল থাকবেন।

৩২| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৫০

সোমহেপি বলেছেন: এসএমএস এ তবে কাজে লাগে।ভাল।

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০৯

রাতুল_শাহ বলেছেন: জ্বি হ্যা, এসএমএস কাজে লাগে।

৩৩| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০১

আবু সালেহ বলেছেন: হুমমম...................ছন্দ মিলেছে বেশ...

ভালো লাগা রইলো.....

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৭

রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ আবু সালেহ ভাই।

ভাল থাকবেন।

৩৪| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১০:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর,,,,,,,,বর্ণনা, কবিতার ছন্দ, ছবি ,,,,,,,,সব মিলিয়ে সৌন্দর্য্যের ছড়াছড়ি,,,,,,,,,
ভাল থেক ভাইয়া

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৮

রাতুল_শাহ বলেছেন: জ্বি, আমার জন্য দোয়া রাখবেন।

৩৫| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:১১

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার ফুটনোটগুলি পোষ্টে অন্যমাত্রা এনে দিয়েছে।
ভাল লাগা জানালাম।

৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৯

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই,
ভাল থাকবেন- শুভ কামনা রইল।

৩৬| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১

রেজওয়ান তানিম বলেছেন: ইন্টারেস্টিং

৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪৫

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৩৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:১২

যাযাবর৮১ বলেছেন:



দিলাম নতুন পোস্টু :-B
পাবেন অনেক টেস্টু :P
চেয়ে আছে সাল্লু ভাই B-)
কেনে আপনার খবর নাই B:-)

৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪৫

রাতুল_শাহ বলেছেন: যাইতেছি দাঁড়ান- রাস্তার মাঝেই আছি।

৩৮| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪১

জোবায়ের নিয়ন বলেছেন: ভালই তো লাগলো।

১৬তম

৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৫১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ নিয়ন ভাই।

৩৯| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মেয়েটা এখন দারোগার বউ :-0 ,,,,,,,,,,,,,,,,,,,দারুন পোষ্ট.....শুভকামনা সবসময়ের জন্য......

৩১ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৮

রাতুল_শাহ বলেছেন: এই ঈদে দাওয়াত দিছে, কিন্তু যামু না।
ডর করে।

৪০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:২২

চন্দ্রাবুড়ি বলেছেন: ছড়ার চেয়ে বেশি ভাল লেগেছে সাথের কথাগুলো।

০১ লা আগস্ট, ২০১২ সকাল ৮:৫১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৪১| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৪০

তিথির অনুভূতি বলেছেন: হিহি, খুবি মজার কবিতা,

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৫০

রাতুল_শাহ বলেছেন: হা হা হা........সুন্দর মন্তব্য।

৪২| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৩:৪০

সালমাহ্যাপী বলেছেন: ভালৈ তো লেগেছে


পিলাচ দিয়ে গেলাম :)

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

রাতুল_শাহ বলেছেন: জ্বি হ্যা আপনাকে ধন্যবাদ।

৪৩| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: চেষ্টা চলতে থাকুক। +

০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৩০

রাতুল_শাহ বলেছেন: অনুপ্রেরণা করার জন্য ধন্যবাদ।

৪৪| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৪

শিপু ভাই বলেছেন:
গাধা কোথাকার!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


দারুন মজা পাইছি ভাই আপ্নের কাব্য ইতিহাস পইড়া।

আমার মতে ছন্দ মিলিয়ে কবিতা লেখা টাফ। যদি এমন হত যে, ছন্দ না মিললে সেটাকে কবিতা বলা যাবে না তাহলে ৮০% কবি ব্লগার কবিতা লেখা বাদ দিত। গদ্য কবিতা আমার কাছে বেশি ভাল লাগে না।


অবাক লাগে যে রবীন্দ্রনাথ বা নজরুল এত এত কঠিন কঠিন কবিতা মিলিয়ে মিলিয়ে লিখলো কিভাবে!!! কি দারুন সব শব্দের ব্যবহার, কি দারুন সব আন্তমিল!!!


০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৩৬

রাতুল_শাহ বলেছেন: রবীন্দ্রনাথ আর নজরুল ছিলেন বস- এবং আজীবন বস থাকবেন। তাদের ধারে কাছে যাওয়া মনে হয় কারো পক্ষে সম্ভব হবে না। প্রায় যখন রবীন্দ্রনাথের কবিতা পড়ি- অবাক হয়ে যাই, আসলে তিনি একটা অসাধারণ মানুষ ছিলেন, তবে আমার কাছে রবীন্দ্রনাথের ছোট গল্প বেশি ভাল লাগে। অবসরে উনার ছোট গল্প বেশি পড়ি।

যাহোক আপনাকে ধন্যবাদ শিপু ভাই।

৪৫| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৩১

মাহী ফ্লোরা বলেছেন: হি হি ২ নং ছাগল গরুটা বেশি ভাল লাগছে।

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

রাতুল_শাহ বলেছেন: তাহলে আমাকে গাধা-কোথাকার বললেন না কেন????

৪৬| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

যাযাবর৮১ বলেছেন:


মনের কষ্টে দিলাম পোস্টু :(
যাযাবরের মনে অনেক কষ্টু :((
সময় করে যাবেন পইড়া :|
নাইলে কিন্তু আসুম উইড়া :-B

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩

রাতুল_শাহ বলেছেন: হুম ঠিক আছে ভাই।

৪৭| ০২ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৭

অন্তি বলেছেন: ডাকে পাখি-ফুটে ফুল,
একি বসন্ত নাকি ভুল।
:|

একুশতম ভালোলাগা

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪

রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪৮| ০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার প্রচেষ্টার লেখা যদি এমন হয় তাহলে আসল লেখালেখি শুরু করলে ত আমার এই পথ থেকে সরে দাড়াতে হবে।


০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১১

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাত ভাই।

৪৯| ০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

শামিমা রেখা বলেছেন: তুমি হলে সন্ধ্যা বেলার শেষের কবিতা,
দেখে রুপ তোমার হৃদয়ে এঁকেছি রুপরে ছবিটা।

খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য,

০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৪২

রাতুল_শাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫০| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৮

জামান হেপি বলেছেন: ছন্দের কবিতা আমার কাছে ভাল লাগে

০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:২০

রাতুল_শাহ বলেছেন: হ্যা আমার কাছেও ভাল লাগে।

৫১| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫০

ইসরা০০৭ বলেছেন: ( একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, ;) তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। =p~ সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই। মেয়েটা এখন দারোগার বউ।) :( :((

খুবই সুন্দর বর্ণনার সাথে কবিতার ছন্দ,ছবি সব মিলিয়ে অসাধারন।

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৫৮

রাতুল_শাহ বলেছেন: জেল তালা ভেঙে- চিঠি নিয়ে যাওয়া উচিত আছিল , এখন আমি নিজের কপালে নিজে বাড়ি মারি। কেন গেলাম না??

যাহোক- আপনাকে ধন্যবাদ, ভাল থাকবেন- শুভ কামনা রইল।

৫২| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: তবে এমন বড়ো লাইনে ছন্দ মিলানো কিন্তু আসলেই কষ্টের কাজ ;) আপনি পেরেছেন :)

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৫

রাতুল_শাহ বলেছেন: এটা ঠিক ছন্দ মিলানো খুব কষ্টের, তবে যাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ, তাদের কাছে খুব কষ্টের নয়।

আমার কাছে বাংলা শব্দের এত ভান্ডার নাই।

আর আপনি মিয়া একদিন, একটা কবিতার পোষ্ট দিযা সরাইয়া নিলেন, চাইছিলাম, সবাই মিলা একটা বৃহৎ কবিতা লিখব, মিশনটা সফল হতে দিলেন না, কার যে শালী আপনার নজরে পড়ল, পোষ্ট নিয়া তার পেছনে দৌড় দিলেন। এইটা কি ঠিক করছেন???

কবিতার পোষ্ট চাই।

৫৩| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৩

যাযাবর৮১ বলেছেন:




বন্ধু দিবসে আপনাকে শুভেচ্ছা.................... :)

--------------------------------------------------------------
আবার বন্ধু দেখা হবে(গীতি কবিতা)


তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
প্রাণেতে কিছু কথা সুর আর গান
বেজে উঠে শুধু জেনো তা অফুরান
চায় পেতে আবার সেই হারানো সুখ
মনেতে বন্ধু শান্তি ফিরে আসুক।

তবে তাই হোক
--------------রবে না কোন কষ্ট শোক
তবে তাই হোক
--------------করো না কোন অনুযোগ
তবে তাই হোক
--------------রেখো না কোন অভিযোগ।

তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
স্বপ্ন ছুঁয়ে যাবে আজকে প্রাণ
জেনে রেখো বন্ধুত্ব অনির্বাণ
হৃদয়ে হৃদয় রেখে ভুলে যাও দুখ
জীবনে বন্ধু মুক্তি ফিরে আসুক।
---------------------------------------------------------------

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৬

রাতুল_শাহ বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা।

৫৪| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৬

দীপান্বিতা বলেছেন: + :D

বন্ধু দিবসের শুভেচ্ছা :)

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮

রাতুল_শাহ বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা।

৫৫| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৫৪

তিথির অনুভূতি বলেছেন: ভাল লাগলো রাতুল।

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৫৬| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৯

ভিয়েনাস বলেছেন: পুলাপানের আর দোষ কি ;) /:)

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮

রাতুল_শাহ বলেছেন: সেটাই ভিয়েনাস ভাই।

৫৭| ০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন: একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই। মেয়েটা এখন দারোগার বউ। :( :( :(

০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১

রাতুল_শাহ বলেছেন: হুম- না দিয়ে ভাল করেছি। না হলে এতদিনে দারোগা সাহেবের ক্রসফায়ারে জান দেওয়া লাগত।

৫৮| ০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার। ভালো লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫৯| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৯

যাযাবর৮১ বলেছেন:

নাই কেনে নতুন পোস্টু B:-)
পাই নাতো তাই টেস্টু :(

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৭

রাতুল_শাহ বলেছেন: দিমু দিমু ধৈর্য্য ধরেন।

৬০| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:

হা হা অভিজ্ঞতাগুলো বেশ মজার তো :D

২৭ +

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮

রাতুল_শাহ বলেছেন: জ্জি অনেক মজার।

মনে পড়লে হাসি বের হয়।

৬১| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

দীপান্বিতা বলেছেন: আপনাকেও জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা :)

০৯ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৫

রাতুল_শাহ বলেছেন:
আপনাকেও জন্মাষ্টমীর শুভেচ্ছা।

৬২| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৪

যাযাবর৮১ বলেছেন:


দিলাম আমি দুইটা পোস্টু :)
পড়লে পাবেন অনেক টেস্টু :-B

১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৯

রাতুল_শাহ বলেছেন: হুম

৬৩| ১০ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১২

শিপন মোল্লা বলেছেন: চমৎকার কবিতা খুব খুব ভাল লাগলো। সব চেয়ে ভাল লাগলো এই তিন নাম্বারটা তুমি আমার রাতের তারা- বাঁকা চাঁদের হাসি, ধন্যবাদ। প্লাস

১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৯

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৬৪| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রাতুল ভাই বলেন কী> আমিতো মনানন্দের দেখা পাচ্চি।

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

রাতুল_শাহ বলেছেন: তাই নাকি!!!!!

৬৫| ১১ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৩

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: লেখা গুলো খুবই চমৎকার।

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫০

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার মন্তব্যে লেখাগুলি অনেক খুশি।

৬৬| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২০

আরজু পনি বলেছেন:

তবে এমন মজা করে সত্যি কথা বলার সাহসে আপনাকে সাধুবাদ জানাই :)

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

রাতুল_শাহ বলেছেন: আপনার কথা শুনে খুব ভাল লাগছে। :) :) :) :) :) :)

৬৭| ১২ ই আগস্ট, ২০১২ সকাল ৭:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছন্দ বলেন আর দ্বন্দ বলেন ভালো লাগছে ভেতরের কথা গুলো.....

১২ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১৭

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকবেন- শুভকামনা রইল।

৬৮| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩২

শায়মা বলেছেন: :P

১২ ই আগস্ট, ২০১২ রাত ১১:০২

রাতুল_শাহ বলেছেন: শরম পাইলাম।

৬৯| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওয়াচ অবস্থায় পড়েছিলাম। অনেক অনেক ভাল লেগেছিল।

১২ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪২

রাতুল_শাহ বলেছেন: আপনারে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন-শুভকামনা রইল।

৭০| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++

১২ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৭১| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৮

শিপন মোল্লা বলেছেন: ইদানীং আপনাকে দেখিনা একদম আমার ব্লগে কেন ভাই ?

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪২

রাতুল_শাহ বলেছেন: :)

৭২| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮

আরজু পনি বলেছেন:

তারপর............???

১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

রাতুল_শাহ বলেছেন: ???? বুঝলাম না।

৭৩| ১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৬

চুয়েট পেইন বলেছেন: দোস্ত সেফ হইয়া প্রথমে তোরেই কমেন্ট কইরা গেলাম। এত ফাউল কবিতা লিখস কেন...???............!!!!! :-< |-) |-) X(( X(( /:) /:) :D :D =p~ =p~

১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

রাতুল_শাহ বলেছেন: আই দোস্ত কলিজার মধ্যে আই। তোরে বুক ভরা ভালবাসা দিমু।

৭৪| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩১

তানিয়া হাসান খান বলেছেন: একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই। মেয়েটা এখন দারোগার বউ।
....।.......সুন্দর কবিতা, সুন্দর কবিতার পটভূমি, সুন্দর আপনার প্রেমের উপাখ্যান। :) :) :) B-) B-) B-)
মজা পেলাম।

১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৭

রাতুল_শাহ বলেছেন: আমিও মজা পাই, যখন বন্ধুদের সাথে এইসব বিষয়ে আড্ডা দিই।

আপনাকে অনেক ধন্যবাদ কবি।

৭৫| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:২৩

শিপন মোল্লা বলেছেন: বেস কিছু দিন তো হল এবার নতুন লিখা চাই। অবশ্যই ঈদে আসছে আপনার নতুন পোস্ট তাই না ? অপেক্ষায় রইলাম।

১৭ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৭

রাতুল_শাহ বলেছেন: এখনও জানিনা। :) :)

৭৬| ১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

যাযাবর৮১ বলেছেন:


রেস্টু ফেস্টু নিয়া আমি :)
এলাম আবার বাড়ি, :D
টেস্টু পোস্টু দিছি আমি :-B
দিয়েন না আর আড়ি। :)


নাই কেনে নতুন পোস্টু :(
পাই নাতো তাই টেস্টু :|

চাই চাই নতুন নতুন পোস্টু :-/
তবেই পাবো অনেক অনেক টেস্টু :D

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

রাতুল_শাহ বলেছেন: যাচ্ছি আপনার বাড়ি।

৭৭| ১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৫

যাযাবর৮১ বলেছেন:


ক্লান্ত দিনের প্রহর শেষে
বাঁকা চাঁদ উঠবে মিষ্টি হেসে।
আনন্দ সুখ প্রাণের মাঝেতে
কত প্রাণ কাঁদে সকাল সাঁঝেতে!
দীনহীন জনের মুখের হাসি
আমরা যেন সবাই ভালবাসি,
তাদের মুখে যত ফুটবে হাসি
ততোই বাড়বে ঐ ঈদের খুশি। :)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৫

রাতুল_শাহ বলেছেন: সবার ঈদ হোক আনন্দময়, এই প্রার্থনা করি।

৭৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪০

তিথির অনুভূতি বলেছেন: তুমি আমার রাতের তারা- বাঁকা চাঁদের হাসি,
তুমি আমার স্বপ্ন-ঘুম ভাঙা ভোরের গানের পাখি।
তুমি আমার সোনালি সূর্যের পূব আকাশের আলো,
তোমায় যেন কি কারণে লেগেছে অনেক ভাল।
তুমি হলে রোদেলা সূর্যের ঘামঝরা আগুণ,
তুমি আমার মেঘলা আকাশ- ভালবাসার ফাগুণ।
তুমি হলে বৃক্ষরাজির সবুজ-শীতল ছায়া,
তোমার কাছে আসলে যেন কিসের লাগে মায়া।

তুমি হলে বিকেল বেলার মন ভুলানো গান,
তোমার গানের ছোঁয়ায় সাজাই ভালবাসার প্রাণ।
তুমি হলে সন্ধ্যা বেলার শেষের কবিতা,
দেখে রুপ তোমার হৃদয়ে এঁকেছি রুপরে ছবিটা।

আগাম ঈদের শুভেচ্ছা **

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৬

রাতুল_শাহ বলেছেন: আপুটাকেও আগাম ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।

৭৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২২

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর! ১ আর ৪ বেশি ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৯

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।

৮০| ১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

আমি তুমি আমরা বলেছেন: গরুতে করে হাল-চাষ,
ছাগলে করে নষ্ট,
অসতে করে খারাপ কাজ,
সতে পায় কষ্ট।

+++++

২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।

এটা লিখে গাধা উপাধি পাইছিলাম।

৮১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

রাইসুল নয়ন বলেছেন: ঘটনার সাথে কবিতা,
অনেক সময় নিয়ে পড়লাম,
মনে হল আপনার এই পোস্ট এর কোথায় যেন কষ্ট লুকানো,
আবিস্কারের চেষ্টা করলাম,
পারলাম না !!
সব মিলেয়ে ভালো লাগা রইলো, আর শুভেচ্ছার ডালা রাশি রাশি ।।

উত্তরের অপেক্ষায় থাকবো ।।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

এখানে কোথাও কষ্ট লুকানো নেই ভাই।

৮২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

নেক্সাস বলেছেন: ভাল লেগেছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৮৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ফিরেদেখা বলেছেন: ভাল লেগেছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

৮৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

রাইসুল নয়ন বলেছেন: কষ্ট লুকানো নেই, জেনে ভালো লাগলো ।।
উত্তর দেবার জন্য ধন্যবাদ।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.