নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫





একটি প্রবন্ধে প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি হিসেবে এম এ মুহিতের নাম থাকায় ওই সঙ্কলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন আরেক এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। সোমবার সকালে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজীর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়, ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।” উপরে ছবিতে দেখুন : মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!



মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!



দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link





জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!





ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।







‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”



আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে ! X(X(X(X(X(X(

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রাতুলবিডি২ বলেছেন: মুহিতেরএভারেষ্ট জয়ের ছবিগুলোতে আশে পাশের সব চেহারাই মুছে দেওয়া হয়েছে! কেন???

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

রাতুলবিডি২ বলেছেন: আরো দেখুন : পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

রাতুলবিডি২ বলেছেন: অক্সিজেন মাস্ক পরে কি চকলেট খাওয়া যায় ? মুহিতকে কিন্ত এঅবস্হায়ই চকলেট দেওয়া হচ্ছে !

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

রাতুলবিডি২ বলেছেন: মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ?

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

চ।ন্দু বলেছেন: আমি হিমালয় জয় করিনি- এটাই সত্য কথা।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

রাতুলবিডি২ বলেছেন: za bolen!

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

শার্লক বলেছেন: ki suru korse 2 ta? 2 tarei minus.

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

রাতুলবিডি২ বলেছেন: ki suru korse 2 ta?

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

শার্লক বলেছেন: মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

রেজিস্টার বলেছেন: জাফর ইকবালরে নিয়া ফেবুতে এতো নোট দেখলাম 8-| এরপর আর গ্রহণযোগ্য থাকে কেমনে? #:-S

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

রাতুলবিডি২ বলেছেন: শ্রদ্ধেয় জাফর ইকবাল সারের কাছে খোলা প্রশ্ন : ফেসবুকে "মুহিত প্রথম এভারেস্ট জয়ী " পেজে আপনার ছবি কি মুসা ইব্রাহীমের পর্বত জয়কে অস্বীকার করছে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.