![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও
বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০০০ থেকে ৪০০০ ধর্ষণের ঘটনার রিপোর্ট হয় । যা সরকার স্বীকার করে । অন্য সুত্রগুলো বলে এই সংখ্যা ১০,০০০ এর কাছাকাছি থাকে গড়পড়তা । আর যে ঘটনা গুলোর রিপোর্ট হয় না সেগুলো যোগ করলে টোটাল সংখ্যা কতো হবে ধারনা করতে পারেন !
- এ হিসেবে গত ৪০ বছরে বাংলার মাটিতে লান্ছিত হয়েছে কমপক্ষে এক লাখ মা- বোন ! একজন পশুকেও কি মৃ্ত্যুদন্ড দেওয়া হয়েছে ????????????????????????????
( অপূর্ণ আর দিকভ্রান্তের লেখা আর ওদের পোষ্টের কিছু কমেন্ট নিয়ে এই পোষ্ট )
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
রাতুলবিডি২ বলেছেন: তবে সবচে বেশি দরকার আইনের অনুশাসন । ধর্ষকদের ফাঁসী দেওয়া উচিৎ ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
রাতুলবিডি২ বলেছেন: অপূর্ন বলেছেন :
এইরকম হাজারো ঘটনা আছে । যেগুলার রিপোর্ট পাওয়া গেছে । আরও অনেক আছে যেগুলার রিপোর্ট পাওয়া যায় নি । মুখলজ্জা কিংবা হুমকির ভয়ে অনেক রিপোর্ট পাওয়া যায় না । অনেকে নীরবে আত্মহত্যা করে । সরকারের কাছে জানতে চাই , প্রতি বছর গড়ে ৩০০০ থেকে ৪০০০ হাজার রেইপ এর রিপোর্ট আসে , আপনারা এই কেসগুলোর কয়টার সফল বিচার করেছেন ? রেপিস্টদের জন্য কোন রকম প্রহসনের দীর্ঘসুত্রী বিচার চাই না । ফাঁসী চাই সরাসরি । ফাঁসী চাই ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
রাতুলবিডি২ বলেছেন: প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
রাতুলবিডি২ বলেছেন: মিটিং - মিছিল, দাবী দাওয়া আর গনসচেতনার কাজ তো অনেক হয়েছে । আমাদের দেশের প্রচলিত আইনে পশুদের বেচে যাওয়ার অনেক ফাক ফোকর আছে । পরিমলের এখনও কিছু হয় নি।
কিন্তু আমদের সুনির্দিষ্ট লক্ষ থাকতে হবে । আমাদের আইন ও বিচার ব্যবস্হার অবকাঠামোগত পরিবর্তনের জন্য প্রয়োজন । আমাদের দেশ পরিচালনাকারী দুই দলের কাছেই দাবী তুলতে হবে, আপনারা ধর্ষক-কে রক্ষার চেষ্টা করবেন না। তাদের শাস্তি নিশ্চত করার জন্য বিচার ব্যবস্হায় প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন করেন ।
বর্তমান সরকারেরও দুই-তৃতীয়াংশ আসন সংসদে রয়েছে। প্রয়োজনীয় আইনের পরিবর্তন তারা নিজেরাই করতে পারেন । এটা কোন দলীয় দাবী নয় । দ্রুত ও কঠোর বিচার নিশ্চত না করতে পারলে এত সব মিটিং মিছিল আমাদের বোনদের, আমাদের সন্তানদের রক্ষা করতে পারবেনা ।
ধর্ষকের ফাসী চাই, দ্রুত ।
যারা মৃত্যদন্ডের বিরোধীতা করে, শয়তাণের কাছে আত্মা বিক্রি করা মানবাধিকার বাদিদের মুখে থুতু দেই।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
টুটুল২০০৮ বলেছেন: এদেশে চরিত্রবান উকিল সমাজ আছে তারাই এগুলো সমাধান করে দেন ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
রাতুলবিডি২ বলেছেন: এর সাথে আইন ও বিচার ব্যবস্হারও সাংবিধানিক ভাবে পরিবর্তন করতে হবে । রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এর স্হায়ী সমাধানের জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
রাতুলবিডি২ বলেছেন: যুদ্ধাপরাধীদের আমরা কিছু করতে পারিনি । পরিমল -সেন্চুরী মানিক সহ অনেককেই আমরা কিছুই করতে পারিনি । শুধু প্রতিবাদের ফেনায় ভেসছি, ভাসিয়েছি আর কলম - কী বোর্ডে ঝড় উঠিয়েছি, গালাগালির তুফান চলেছে, তার পর যেই সেই । চেয়ে চেয়ে দেখেছি, অথবা চোখ বুজে ভাল থেকেছি । আর একসময় ভাল থেকেছি ।