![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও
মউদুদী আর রাজারবাগী শব্দদুটা গালি, জে এম বি ও গালি ।অন্য দিকে তাবলীগ একটি ভাল শব্দ হিসেবে সমাজে গৃহিত ।
দেশের বেশীর ভাগ লোক, প্রায় সব হাফেজ আলেম একে ভালবাসে, সমর্থন করে । ধর্ম ব্যবসায়ী মাজার পুজারী, বেদাতি, পেট পুজারীরা এদের গালি দেয় ,
তাবলীগ কাউকেই গালি দেয় না!
ভ্রান্তদের সম্বল শুধু গালি!
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
রাতুলবিডি২ বলেছেন: আচ্ছা বলেন তো রসুল সারা জীবনে কয়টা গালি দিয়েছেন?
আর আপনার পীর দিনে কয়টা দেয় ?
তাবলীগের বয়ানে কোন গালি শুনা যায় ?
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
তামীম বলছি বলেছেন: সোনালী প্রান্তর বলেছেন: তাবলিগ-ওয়ালারা নামায সংক্রান্ত নিন্মের প্রশ্নের উত্তর দিবেন কি?
আপনার প্রশ্নের ধরনের মাঝেই আপনার জ্ঞানের বহর বোঝা যাচ্ছে! কিছু লোক পারে শুধু নিজেদের কুপমুন্ডুক জ্ঞানের বহর নিয়া চিল্লাচিল্লি করতে। তাদের সাথে তর্ক করা মানে বৃথাই সময় নষ্ট। কেননা এরা ১০০% তালগাছওয়ালা পার্টির লোক।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাতুলবিডি২ বলেছেন: রাজারবাগীর শিক্ষায় গালি আর অপপ্রচার চালাতে থাক, তাবলীগও তাদের কাজ করতে থাকবে, সারা বিশ্বে মানুষ দিনের পথে আসতে থাকবে, তাবলীগের কাজ বাড়তে থাকবে ।
হিংসার আগুনে পুড়ে মরাই ওদের নিয়তি ।
একদিন দেখা হবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
লিউনেল মেসি বলেছেন: আহলে হাদিসদের জ্বালা এই তাবলীগ নিয়েই, কারন তাদের ভ্রান্ত আলবানী আক্বিদা কেউ বিশ্বাস করতে চায়না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
রাতুলবিডি২ বলেছেন: রাজারবাগীর শিক্ষায় গালি আর অপপ্রচার চালাতে থাক, তাবলীগও তাদের কাজ করতে থাকবে, সারা বিশ্বে মানুষ দিনের পথে আসতে থাকবে, তাবলীগের কাজ বাড়তে থাকবে ।
হিংসার আগুনে পুড়ে মরাই ওদের নিয়তি ।
একদিন দেখা হবে।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তামীম বলছি বলেছেন: উপরের কথাটি "সোনালী প্রান্তর" - কে বলা।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
জইল্লা পম গানা বলেছেন: সোনালী'র পেট ছুটছে। ল্যাদাইতেই আছে.....
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাতুলবিডি২ বলেছেন: রাজারবাগীর শিক্ষায় গালি আর অপপ্রচার চালাতে থাক, তাবলীগও তাদের কাজ করতে থাকবে, সারা বিশ্বে মানুষ দিনের পথে আসতে থাকবে, তাবলীগের কাজ বাড়তে থাকবে ।
হিংসার আগুনে পুড়ে মরাই ওদের নিয়তি ।
একদিন দেখা হবে।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
তামীম বলছি বলেছেন: দেশের জঙ্গীবাদের মূলেই আছে এই আহলে হাদীস গ্রুপ। যেমন - জেএমবি।
আন্তর্জাতিক জঙ্গীবাদেও আছে আহলে হাদীসের সহোদর গ্রুপ - যারা নিজেদের সালাফী বলে - আল কায়েদা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রাতুলবিডি২ বলেছেন: আহলে হাদীস গ্রুপের কাজ হচ্ছে দেশের কোটি কোটি মুসলমানদের কাফের প্রমাণ করা ।
আর একবার মুসলমানদাবীদারদের কাফের প্রমাণ করতে পারলে : মুরতাদ ঘোষণা দেওয়া যায় । এরপর কল্লা কাটা হালাল !
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
তামীম বলছি বলেছেন: হিজবুত তাহরীর ও আহলে হাদীস গ্রুপের... খেয়াল কৈরা ...
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রাতুলবিডি২ বলেছেন: আন্তর্জাতিক জঙ্গীবাদেও আছে আহলে হাদীসের সহোদর গ্রুপ - যারা নিজেদের সালাফী বলে : সব সালাফীরা অবশ্য কাফের বাদী না । যেমন ছিল জে এম বি । মদিনা বিশ্ববিদ্যালয়ের কোন শায়েখ পাওয়া যাবে না যারা মাজহাবীদের কাফের মুশরিক বলে !
- আল কায়েদা মুলত ওসামা বিন লাদেনের তৈরী আমেরিকা বিরোধী জংগী সংগঠন । এর কোন বিশেষ ধর্মীয় দৃষ্টিভংগী নেই ।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: তাব উর্দু শব্দ বাংলা অর্থ প্রচার
আর লিগ ইংরেজি অর্থ দল বা গুষ্টি
ভাবুন এরা কিসের প্রচার করে ।
বিদায় হজের ভাষণে দয়াল নবীজী ঘোষণা দিয়েছিলেন আমি
তোমাদের জন্য ইসলাম কে পরিপূর্ণ করে গেলাম । যারা কোরআন ও হাদিস মোতাবেক চলবে তারাই মুক্তি প্রাপ্ত ।
এদের কাছে মনে হয় ইসলাম অসম্পূর্ণ তারা ৬ কালমার প্রচার করে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রাতুলবিডি২ বলেছেন: তাব উর্দু শব্দ বাংলা অর্থ প্রচার ??????????????
ভাইজানের উর্দূ বিদ্যা দেখে তো মানুষ মূর্ছা যাবে !
না জেনে কঠা বললে কি মানুষের সন্মান থাকে ?
তাবলীগ শব্দটা আরবী, কোন আরবী জানা লোককে জিগেস করতে পারেন, গুগুল বা অন্য কোন ডিকশেনারীও দেখতে পারেন।
আর ঈদ-এ-মিলাদুন্নবী শব্দটা আরবী না, জানেন কি? এর আরবীটা বলতে পারবেন ?
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
বুদ্ধু বলেছেন: পবিত্র কোরানে আল্লাহ বলেছেন, 'তোমরা ন্যায়ের প্রতিষ্ঠা করো এবং অন্যায়ের প্রতিরোধ করো।.....তোরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তোমাদের স্থান দোজখের সর্বনিন্ম স্থানে।'
তবলীগ ন্যায়ের প্রতিষ্ঠার চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত তারা অন্যায়ের প্রতিরোধ করে নি।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রাতুলবিডি২ বলেছেন: মউদুদী যে একটা গালি এটা জানেন ?
দেশের স্বাস্হ্য বিভাগের লোকেরা পুলিশের কাজ করে না, জানেন ?
পাকিস্তানে অনেক তিন চিল্লার লোক আমেরিকা -রাশিয়ার বিরূদ্ধে জেহাদ করেছে/করে জানেন ? মউদুদী বাহিনীকে কিন্তু জেহাদে পাওয়া যায় না!
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
ভিটামিন এ বলেছেন: পরিবেশ বন্ধু সাহেবের মাথাটা বোধহয় নষ্ট হয়ে গেছে। আফসোস
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মো: আবু জাফর বলেছেন: আচ্ছা দ্বীন প্রচারে রাসুল (স এর উপরে আঘাত এসেছিলো আমারা সবাই জানী । আপনাদের উপরে আসেনা কারন কি ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রাতুলবিডি২ বলেছেন: আপনাদের উপরে আসেনা কারন কি ?
আমি তাবলীগের কোন কর্মী সদস্য কিছু না । কাজটা ভাল, তাই ভাল বলছি ।
দ্বীন প্রচারে রাসুল (স এর উপরে আঘাত এসেছিলো তাবলীগের কর্মীরা সাহাবাদের মত মজবুত হটে পারে নি, তাই এরকম দুর্বল বাহিনী নিয়ে কোন হার্ড লাইনে যাওয়া ঠিক না। তাই আঘাতও বেশী আসে না!
তার মানে কি ওরা খারাপ কাজ করছে? মউদুদী জামাতের উপর অনেক আঘাত আসে তার মানে ওরা ভাল কাজ করেছে ? ৭১ এর লুন্ঠন হত্যা নারী নির্যাতন সব ভাল কাজ ??
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
মুহাই বলেছেন: ও আপনি তো আবার হাদিস ছাড়া কিছু বুঝেন না ।আচ্ছা আপনাদের ছয় উছুলি ত্যাবলিগের কথা কোথায় আছে দেখান তো ।চিল্লা শব্দটি কুরআন শরীফের কোথায় আছে ?মাইক ব্যবহার নাজায়েজ নবীজীর সময় ছিলনা ।এটা তাবলিগী ফতোয়া ।নবীজীর সময় কি ঢঙ্গী ছিল?পৃথিবীর কোনো অন্যায়ের প্রতিবাদ টাবলিগীরা করে?
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
রাতুলবিডি২ বলেছেন: নবীজীর সময় বাংলাদেশ ছিল? এডেশে থাকেন ক্যান?
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ভিটামিন এ বলেছেন: মো: আবু জাফর বলেছেন: আচ্ছা দ্বীন প্রচারে রাসুল (স এর উপরে আঘাত এসেছিলো আমারা সবাই জানী । আপনাদের উপরে আসেনা কারন কি ?
আমেরিকায় কিভাবে ইসলাম এসেছে জানেন কি? পৃথিবীর অনেক দেশেই ইসলাম এসেছে কিন্তু কোন আঘাত আসেনি বা মারামারি হয়নি। সেসব দেশের মুসলমান কি সঠিক মুসলমান না?
মো: আবু জাফর বলেছেন: আচ্ছা দ্বীন প্রচারে রাসুল (স এর উপরে আঘাত এসেছিলো আমারা সবাই জানী । আপনাদের উপরে আসেনা কারন কি ?
এই যে আসছে আপনাদের কাছ থেকে। আপনারা খুব ভালভাবেই বিরোধিতার কাজটি করছেন। যাদের নুন্যতম জ্ঞান আছে তারা খুব ভালভাবেই রাজারবাগি, আর দেশের শান্তি নস্টকারী জঙ্গিদের চেনে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রাতুলবিডি২ বলেছেন: অনেক দেশেই ইসলাম এসেছে কিন্তু কোন আঘাত আসেনি বা মারামারি হয়নি।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ আরবি শব্দ যেমন ঈদুল আযহা আর ইদুল ফেতর
কাট্য কম বখত মুন্সি বা লেবাস দারি হতে পারে কিন্তু প্রক্রিত আলেম
বা মাওলানা নয় ।
জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান ।
হযরত আলী ।
আর ইসলামী জগতের যে কোন বিষয় নিয়ে আমার নিকট প্রশ্ন রাখতে
পার ইনশাল্লাহ দলিল সহ যথাযথ উত্তর দেওয়া হবে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রাতুলবিডি২ বলেছেন: ইসলামী জগতের যে কোন বিষয় নিয়ে আমার নিকট প্রশ্ন রাখতে
পার ইনশাল্লাহ দলিল সহ যথাযথ উত্তর দেওয়া হবে।
ঈদ- এ- মিলাদুন্নবী কি আরবী ? এর আরবী তরজমাটা বলেন ।
জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান ।
আপনার ছবিটার সাথে কথাটা মিলান ।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ আরবি শব্দ যেমন ঈদুল আযহা আর ইদুল ফেতর
কাট্য কম বখত মুন্সি বা লেবাস দারি হতে পারে কিন্তু প্রক্রিত আলেম
বা মাওলানা নয় ।
জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান ।
হযরত আলী ।
আর ইসলামী জগতের যে কোন বিষয় নিয়ে আমার নিকট প্রশ্ন রাখতে
পার ইনশাল্লাহ দলিল সহ যথাযথ উত্তর দেওয়া হবে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
রাতুলবিডি২ বলেছেন: আর ইসলামী জগতের যে কোন বিষয় নিয়ে আমার নিকট প্রশ্ন রাখতে পার - ভাই সাহেব অচেনা লোকরে তুমি বলা তো অভ্দ্রতা ।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মো: আবু জাফর বলেছেন: কিরে ভাই আপনার বিপক্ষে যারা যাবে সবাই জামাতের লোক ?? আপনি এক বলদ
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রাতুলবিডি২ বলেছেন: গালি দেয় , ধর্ম ব্যবসায়ী মাজার পুজারী, বেদাতি, পেট পুজারীরা
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মো: আবু জাফর বলেছেন: ভাই ভিটামিন এ .... আমেরিকায় কিভাবে ইসলাম এসেছে জানেন কি? পৃথিবীর অনেক দেশেই ইসলাম এসেছে কিন্তু কোন আঘাত আসেনি বা মারামারি হয়নি। সেসব দেশের মুসলমান কি সঠিক মুসলমান না?
আমেরিকায় কবে ইসলাম আসলো ???
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মিষ্টি কথন বলেছেন: Tablige konodin apnar moto bolena tara sobar cheye valo. Valo mondo allah bichar korbe.
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মুহাই বলেছেন: নবীজীর সময় বাংলাদেশ ছিল? এডেশে থাকেন ক্যান? >>>>>এটাই তো টাবলিগের কাছে আমার প্রশ্ন ।মিলাদুন্নবী নাকি বিদাত কারণ নবীজীর সময় ছিলনা! তাহলে ইজতেমা কেনো বিদাত নয় এটা কি সে সময় ছিল?
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাতুলবিডি২ বলেছেন: নবীজী ও সাহাবারা তাবলীগ করেছেন - হাজার হাজার হাদীস আছে।
মিলাদুন্ণবী পালন করেছেন একটা হাদীসও দিতে পারবেন ??
২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মুহাই বলেছেন: ও বাকী প্রশ্নগুলো এড়ায় গেলেন যে ?
২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মো: আবু জাফর বলেছেন: আপনার কাছে শেষ প্রশ্ন :: বাংলাদেশের সংবিধান বাইবেল আইন দারা পরিচালনা করা হবে । এই আইন টি সংসদে পাস করা হলে আপনারা কি জিহাদ বা প্রতিবাদ করবেন ? না এরকম অবস্থায় ও জিহাদ হারাম (আপনাদের মতে) ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
রাতুলবিডি২ বলেছেন: শক্তি থাকলে প্রতিহত করতে হবে বা জেহাদ করতে হবে ।
শক্তি না থাকলে নিজের ইমান, নিজের জান বাচাতে হবে ।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
স্বাধীকার বলেছেন:
নির্বিবাদী নীবর ধর্মপ্রচার কৌশল তাবলীগের কাজ-শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমরা কিংবা এই অঞ্চলের বেশীরভাগ মানুষই এটাকে গ্রহন করেছে। কিন্তু যারা রাতারাতি বিপ্লব করে, গায়ে বোমা বেধেঁ মানব বোমা হিসাবে কিংবা কালাশনিকভ ছাড়া ইসলাম হবেনা, তারাই তাবলীগকে অবমাননা করে।
মতলবী ধর্মীয় দল, ক্ষমতালোভী ইসলামপ্রেমীরা কখনোই তাবলীগকে ভালো চোখে দেখবে না। কিন্তু সাধারণ মানুষ যারা লোভ লালসা কিংবা ধর্ম নিয়ে ব্যবসার পক্ষে নয়, তারা তাবলীগকেই ভালবাসবে। পেটে বোমা, হাতে কালাশনিকভ নিয়ে ধর্ম কায়েম করা গেলে, আমিরিকার ধর্মই সারা পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে থাকতো। আমাদের জঙ্গীজোশোয়ারা সব সময়ই মেশিন(!) দিয়ে ইসলাম কায়েম করতে চায়-এরা ভন্ড এবং ইসলামের জন্য ক্ষতিকর। লেখক এবং শান্তিপ্রিয় যে কোনো কার্যাবলীকে সাধুবাদ।
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
ইমার্জেন্সী বলেছেন: স্বাধীকারের সাথে একমত
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
তামীম বলছি বলেছেন: স্বাধীকারের সাথে একমত।
তাবলীগ কোন রাজনৈতিক দল না, তাই তাবলীগের ব্যানারে কোন অনুষ্ঠান, দাবী দাওয়া, সংবর্ধনা বা মিছিল মিটিং হয় না।
তাবলীগ হল সাধারণ মুসলিমদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের মত, যেখানে একজন মানুষকে ইসলামের প্রথম এবং মূল বিষয় - "ঈমান" এর পরিচয় করিয়ে দেয়া হয়।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
আল মামুনুর রশিদ বলেছেন: tobe ashcorjo 1 t bapar. ami nije 1lokke tablige jete deksi. nd jamate r misileo deksi.
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
আলতামাশ বলেছেন: সুন্দর পোস্ট এবং অনেকগুলো কমেন্টও ভালো লাগলো
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
মোমের মানুষ বলেছেন: রাজারবাগীর শিক্ষায় গালি আর অপপ্রচার চালাতে থাক, তাবলীগও তাদের কাজ করতে থাকবে, সারা বিশ্বে মানুষ দিনের পথে আসতে থাকবে, তাবলীগের কাজ বাড়তে থাকবে ।
হিংসার আগুনে পুড়ে মরাই ওদের নিয়তি ।
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
লিউনেল মেসি বলেছেন: যারা মনে করে তাবলীগের উপর কোন বাধা আসেনা কেন, তাদের বলছি, চার মাস সময় লাগিয়ে দেশের বাহিরে অমুসলিমদের কাছে তাবলীগে যান দেখেন, তাবলীগের উপড় বাধা আসে কিনা।
তাবলীগের কোন টিভি চ্যানেল নাই যে, আপনাদের কাছে প্রচার করবে যে, জামাতে গিয়ে ওমুক দেশে কয়েকজন জেল খানাতে আছে।
কাকরাইল মসজিদে যান দেখবেন, বিদেশ ফেরত জামাতগুলোর কারগুজারি শুনলে চোখ দিয়ে পানি পড়বে।
২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: মহা আদব বাজ
কর কি কাজ
আল্লাহকে চিনতে
অহংকার দাও চাপা
নইলে সব এবাদত আর মুখুস
হবে দুযখের ফাফা
আজিব
৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
আশফাক সুমন বলেছেন: সহ মত ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
রাতুলবিডি২ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সোনালী প্রান্তর বলেছেন: তাবলিগ-ওয়ালারা নামায সংক্রান্ত নিন্মের প্রশ্নের উত্তর দিবেন কি ?