নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত, কোন মহিলা যদি এতাটা আবেদনময়ী হয় যে, তা অপ্রতিরোধ্য তবে তাকে চাকুরীচ্যুত করা যাবে !

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমেরিকায় সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত, কোন মহিলা যদি এতাটা আবেদনময়ী হয় যে, তা অপ্রতিরোধ্য তবে তাকে চাকুরীচ্যুত করা যাবে !





খবরে প্রকাশ : সে দেশে এক দাতের ডাক্তার এই কারণে তার মহিলা সহকর্মীকে চাকুরীচ্যুত করেন যে তিনি অপ্রতিরোধ্য আবেদনময়ী । মহিলা আদালতে মামলা ঠুকেন । ফল যায় ডাক্তারের পক্ষে!





Iowa Supreme Court: It's Legal To Fire Employee for Being Irresistibly Sexy Iowa court decide



নারীর আবেদনও তাহলে অপ্রতিরোদ্ধ হতে পারে ।



খবরে প্রকাশ :

ভারতের পন্ডিচেরি সরকার এবার মেয়েদের যৌন শিকারিদের হাত থেকে রক্ষা করতে পর্দা প্রথার দিকে ঝুকে পড়ছে। এ লক্ষ্যে প্রশাসন শনিবার মেয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেসের ডিজাইন নতুন করে করার প্রস্তাব করেছে। লিন্ক :



Click This Link



আমাদের দেশের এক শ্রেণীর নারীবাদী / মানবতাবাদী এর বিরোধিতা করেন । তারা বলেন নারী যে রূপেই থাকুক, তার আকর্ষন অপ্রতিরোধ্য নয়, বরং পুরুষের মানষিকতার পরিবর্তন-ই নারীকে নিরাপত্তা দিতে পারে ।



পুরুষের মানষিকতার পরিবর্তন নারীকে নিরাপত্তা দিবে, তবে নরপশুদের মানষিকতার পরিবর্তন কোন দিনই হবে না । এদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ।



অথচ এই নারীবাদী - মানবতাবাদীরা ধর্ষকের মৃত্যুদন্ডের-ই বিরোধিতা করে ! কত বেহায়া !!











মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রাতুলবিডি২ বলেছেন: Click This Link
দেখুন যে দেশে মৃত্যুদন্ড আচে সেখানে নির্যাতন কম!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাতুলবিডি২ বলেছেন: হিপোক্রেট নারীবাদী আর মানবাধিকারবাদীদের মুখে থু থু , যারা এইসব ঘাতক - ধর্ষক পশুদের মৃত্যুদন্ডের বিরোধীতা করে
Click This Link

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

রাতুলবিডি২ বলেছেন: একটা পো্ষ্টে লিখেছিলাম মাইরের উপর ওষুধ নাই । আমাদের বোনদের বাচাতে চারটি করনীয় বিষয় আমার কাছে মনে হয় । কার্যকারিতার ক্রম অনুসারে :

১ নম্বর : ওষুধ মাইর, মানে কঠিন শাস্তি

২ নম্বর : মেয়েদেরখে একটু সাবধান হতে হবে, নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে । আপনি যত ভাল পোষাকে থাকুন না কেন, ধর্ষক যদি জানে তাকে বাধা দেবার বা ধরা পরার কোন ব্যবস্হা নেই, সেটাও বিপদ ঘটাবে ।

যুদ্ধকালীন নির্যাতন গুলো একারণেই ঘটে। ক্ষমতাধরদের পেশীশক্তি পশুত্বকে জাগিয়ে তোলে ।

৩ নম্বর : সমাজের মানুষের মানষিকতার পরিবর্তন ঘটান । পরিমলকে যদি সবাই ঘৃণা করে, তার মামলা চালাতে যদি আত্মীয় সজন কেউ না আসে, তবে ধর্সকের সংখ্যা কমবে । আর যদি সেন্চুরী মানিকরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় তবে ধর্ষণ কমবে না ।

তবে মানষিকতার পরিবর্তন মানে এটা না যে ধর্ষকের কঠোর শাস্তির দাবী বাদ দিয়ে মন মানষিকতা পরিবর্তনের জন্য সেমিনার করবেন, বই ছাপাবেন, শর্ট ফিল্ম বানাবেন, আর এন জি ও প্রকল্প হাতে নিবেন!

৪ নম্বর : ডিজুস ডিজে কালচার থেকে দুরে থাকতে হবে, মেয়েদের পোষকের বিষয়েও শালীন থাকতে হবে ।

এগুলো সবই বাস্তব, অস্বীকার করার উপায় নেই ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

তামীম বলছি বলেছেন: আদালত সঠিক সিদ্ধান্তই দিয়েছে।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

আলতামাশ বলেছেন: তারা আসলে শাস্তি চাওয়ার কথা বলে বিখ্যাত হতে চান এবং ইসলামের বিরোধিতা করতে চান।
যদি তারা ধর্ষণ নির্মূল চাইতেন তাহলে ধর্ষকদের বাঁচিয়ে রাখার কথা বলতেন না
ধর্ষকদের ফাসি চাই

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

wrongbaaz বলেছেন: ধর্ষকতো বটেই সাথে ধর্ষনের অনুপ্রেরণা কারিগর কর্পোরেট নারী ব্যবসায়ী ভন্ড, লেজকাটা (লজ্জাহীন) নারী মিডিয়া কর্মী ও তাদের সমর্থক নারীজীবি নারীবাদি স্যু-চিলদেরও উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.