নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষককে বাচাতে সামুর কিছু নির্বাচিত পোষ্টের কি নির্লজ্জ প্রয়াশ !

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একটি নির্বাচিত পোষ্টে পেলাম :



পুরানা ধর্ষকদের ফাঁসি দিলেও নতুন নতুন ধর্ষকের আবিভার্ব হতেই থাকবে শুধু তাই নয় খুন, রাহাজানী, ডাকাতি স হ কোনকিছুই থামবে না আমাদের দেশে সুশিক্ষার প্রসার এবং অর্থনৈতিক প্রশান্তি যদি না আসে।



ধর্ষককে বাচানোর চেষ্টা হয়ে গেল না?

ধর্ষককে বাচানোর চেষ্টার কারণ কি ??

পশ্চিমের মানবাধিকারবাদী প্রভুদের খুশী করা???

ধর্ষককে মৃত্যুদন্ড দিতে বাধা কোথায়????





রোখযানা খাতুন লিজা :



পরিশেষেঃ এই সমাজে ধর্ষকদের মৃত্যুদন্ড দিলেই ধর্ষকদের সংখ্যা কম হবেনা, যতদিন ধর্ষকামী মানসিকতার লোকদের সংখ্যা কমবে।



ধর্ষককে বাচানোর চেষ্টা হয়ে গেল না?

ধর্ষককে বাচানোর চেষ্টার কারণ কি ??

পশ্চিমের মানবাধিকারবাদী প্রভুদের খুশী করা???

ধর্ষককে মৃত্যুদন্ড দিতে বাধা কোথায়????







এসব দেখে একাট পোষ্টে লিখলাম :অনেক অনেক ভাল আলোচনা হচ্ছে, আসলেই আমাদের বিবেক অনেক জাগ্রত । তবে ধর্ষকে কঠিন শাস্তি দেহার দাবীটা কেমন যেন ম্যারম্যারে হয়ে যাচ্ছে ।



লেখক বলেছেন: কেন ম্যারম্যারে হবে কেন ? বরং ধর্ষক যদি প্রমান করতে চায় যে দোষ ভিক্টিমের, তাহলেই সে দাবীটা ম্যারম্যারে হবে । বলেন আপনি ধর্ষকদের জন্য কেমন শাস্তি আশা করেন ?

আমি চাই তাদের খোঁজা করে দিতে । তাতে তাদের ইহকাল পরকাল দুইটাই বাঁচবে । অন্যদেরও ।




বিকৃত মস্তিষ্কের কাউকে খোঁজা করে নারীকে নিরাপদ করা যাবে না।বরং আরো বিপদের মাঝে ঠেলে দেয়া হবে । এর একমাত্র গ্রহণজোগ্য শাস্তি মৃত্যুদন্ড।



আমার কথা : মাইরের উপর ওষুধ নাই । আমাদের বোনদের বাচাতে চারটি করনীয় বিষয় আমার কাছে মনে হয় । কার্যকারিতার ক্রম অনুসারে :



১ নম্বর : ওষুধ মাইর, মানে কঠিন শাস্তি



২ নম্বর : মেয়েদেরখে একটু সাবধান হতে হবে, নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে । আপনি যত ভাল পোষাকে থাকুন না কেন, ধর্ষক যদি জানে তাকে বাধা দেবার বা ধরা পরার কোন ব্যবস্হা নেই, সেটাও বিপদ ঘটাবে ।



যুদ্ধকালীন নির্যাতন গুলো একারণেই ঘটে। ক্ষমতাধরদের পেশীশক্তি পশুত্বকে জাগিয়ে তোলে ।



৩ নম্বর : সমাজের মানুষের মানষিকতার পরিবর্তন ঘটান । পরিমলকে যদি সবাই ঘৃণা করে, তার মামলা চালাতে যদি আত্মীয় সজন কেউ না আসে, তবে ধর্সকের সংখ্যা কমবে । আর যদি সেন্চুরী মানিকরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় তবে ধর্ষণ কমবে না ।



তবে মানষিকতার পরিবর্তন মানে এটা না যে ধর্ষকের কঠোর শাস্তির দাবী বাদ দিয়ে মন মানষিকতা পরিবর্তনের জন্য সেমিনার করবেন, বই ছাপাবেন, শর্ট ফিল্ম বানাবেন, আর এন জি ও প্রকল্প হাতে নিবেন!



৪ নম্বর : ডিজুস ডিজে কালচার থেকে দুরে থাকতে হবে, মেয়েদের পোষকের বিষয়েও শালীন থাকতে হবে ।



এগুলো সবই বাস্তব, অস্বীকার করার উপায় নেই ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাতুলবিডি২ বলেছেন: হিপোক্রেট নারীবাদী আর মানবাধিকারবাদীদের মুখে থু থু , যারা এইসব ঘাতক - ধর্ষক পশুদের মৃত্যুদন্ডের বিরোধীতা করে
Click This Link

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রাতুলবিডি২ বলেছেন: মৃত্যদন্ড বিরোধীদের কাছে প্রশ্ন :
ধর্ষককে বাচানোর চেষ্টা হয়ে গেল না?
ধর্ষককে বাচানোর চেষ্টার কারণ কি ??
পশ্চিমের মানবাধিকারবাদী প্রভুদের খুশী করা???
ধর্ষককে মৃত্যুদন্ড দিতে বাধা কোথায়????

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

তারান্নুম বলেছেন: তবে মানষিকতার পরিবর্তন মানে এটা না যে ধর্ষকের কঠোর শাস্তির দাবী বাদ দিয়ে মন মানষিকতা পরিবর্তনের জন্য সেমিনার করবেন, বই ছাপাবেন, শর্ট ফিল্ম বানাবেন, আর এন জি ও প্রকল্প হাতে নিবেন!..

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

অপূর্ণ রায়হান বলেছেন: কোন পোস্ট ! লিঙ্কু দেন তো !

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

রাতুলবিডি২ বলেছেন: পুরানা ধর্ষকদের ফাঁসি দিলেও নতুন নতুন ধর্ষকের আবিভার্ব হতেই থাকবে
Click This Link

আর রোখসানা খাতুনের পোষ্টটার লিনক দেওয়ার রুচি হচ্ছে না, যদিও সেটাও নির্বাচিত, "অনেক কমেন্ট" - "অনেক হিট" - পোষ্ট!

বেশি আগ্রহ থাকলে সার্চ দিয়ে খুজে নিয়েন।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

নিশ্চুপ শরিফ বলেছেন: মাইরের ওপর কোন ওষুধ নাই। ধরে রেপিস্টদের রাস্তার ফাসি দেয়া হোক বা শাস্তি দেয়া হোক আমি লিখি দিতে পারি আগামি ১ বছরে ৯৫% রেপ কমে যাবে। আর পর্ণ গ্রাফি, অশ্লীলতা বন্ধ করুক পুরা ১০০%।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

রাতুলবিডি২ বলেছেন: মাইরের ওপর কোন ওষুধ নাই।

রেপিস্টদের রাস্তার ফাসি দেয়া হোক বা শাস্তি দেয়া হোক আমি লিখি দিতে পারি আগামি ১ বছরে ৯৫% রেপ কমে যাবে।
-একমত

আর পর্ণ গ্রাফি, অশ্লীলতা বন্ধ করুক পুরা ১০০% - বিষয় টা নিয়ে বিতর্ক আছে, আমি নিজেও সেটা মনে করি না। কিছু লোক থাকবেই, যারা পশু । কোন কারণ উপকরণ ছাড়াই পশু । এদের বাচার অধিকার নেই।

পরে কি হবে জানি না, জা হবার হোক। শুধু ধর্ষকের কঠোর শাষ্তি যা একমাত্র মৃত্যুদন্ড এটাই চাই ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ব্যাপারটা দুঃখজনক।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

রাতুলবিডি২ বলেছেন: হিটলারের ইহুদী মারার চেয়েও গুরুত্ব দিয়ে স্যডিষ্ট মারতে হবে ।
তবেই মানবতা উৎকৃষ্ট বন্ধু হওয়া যাবে।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

যাযাবরমন বলেছেন: সামনে মুলা ঝুলায়া রাখবা, ঢাকা শহরের অনেক বিলবোর্ডেই ছুলানো কলা(এখানা মুলা) দেখা যায়, ঐটা ধরতে পারি না, এখন খুশি হইয়া কোনটায় হাত বারালেই যত দোষ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.