নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

প্রাণপ্রিয় নবীজীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিবষে রাজারবাগীর আনন্দ-উৎসব আর উল্লাস!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

এই উম্মতের জন্য সবচেয়ে বেদনা আর কষ্টের দিন হচ্ছে, প্রাণপ্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ওফাত দিবষ। আর ঈদে মিলাদুন্নবীর নামে এক শ্রেণীর "ধর্ম বিকৃতকারী", "রসুলের আদর্শ ধ্বংসকারী" ও ধর্ম ব্যবসায়ী - মাজার পুজারী সেই দিনকেই বানিযেছে তাদের ঈদ। কি নির্মম রসিকতা। নবীজীর স্মৃতির সাথে কি নিসংষ নিষ্ঠুরতা!



নিকৃষ্টতম কাজ ধর্মের মাঝে কিছু উদ্ভাবন, প্রত্যেক এরূপ উদ্ভাবন বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথ ভ্রষ্ট জাহান্ণামী হাদীসের শত শত কিতাব, ইতিহাসের লক্ষ- হাজার পৃষ্ঠা কোনখানে " ঈদে -এ-মিলাদুন্নবী " নেই, এই শব্দটিই নেই!



থাকবে কি করে , " ঈদে - এ -মিলাদুন্নবী " শব্দটাই আরবী না! আর হাদীসের কিতাবগুলো তো আরবীতে লিখা । বেদাতীদের কাছে বহুবার জানতে চেয়েও এই শব্দটার আরবী কি জানতে পারবেন না ! আর যে তরজমা তারা দিবে ( যদি আদৌ দেয় ) সেটাকেও পাবেন না কোরাণ - হাদীসে কোথাও ! পাবেন না ইসলামী আইনের লোক কিতাবে, পাবেন না শখানেক তাফসীরের কিতাবে ।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রাতুলবিডি২ বলেছেন: এই উম্মতের জন্য সবচেয়ে বেদনা আর কষ্টের দিন হচ্ছে, প্রাণপ্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ওফাত ।

আর দিবষ-পালনের প্রথা ইস্লামে নেই।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

শাহাদাত রুয়েট বলেছেন: রাজারবাগী পীরের কুকীর্তির অভাব নেই।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

wrongbaaz বলেছেন: ভাই ইসলামের দুইটি উতসব নিয়ে বকধার্মিকরা সন্তুষ্ট নয়, তারা চায় বিধর্মীদের মত অনেক অনেক উতসবের উপলক্ষ। ধর্ম পালনের ব্যাপারে ঠন ঠন, উতসবের ব্যাপারে কিন্তু তাদের চরম উতসাহ। এদের জন্যই আজ ইসলাম নিয়ে বিধর্মী - নাস্তিক নামধারী ইসলাম বিদ্বেসীরা বড়গলায় কথা বলে, ইসলামের ভূল খঁুজে বেড়ানোর সুযোগ পায়। ঐ সকল বকধার্মিকদের উদ্দেশ্যে বলছি, এত উতসব পালন করতে চান তো ধর্মান্তরিত হোন, সং্খ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ধর্মের নাম বিক্রি করে, ভূল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। ইসলাম নিজের স্বকীয়তায়ই অনন্য, তাকে অন্যদের মত করে পালন করা আপনাদের ধর্মীয় ভন্ডামীরই পরিচায়ক।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বুলবুল আহ্‌মেদ বলেছেন: কৃষ্ণ, গৌতম, যিশু এদের জন্মদিন লইয়া কাফের রা নাচতে পারলে আমরা বয়া থাকুম কেন?

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইসটুপিড বলেছেন: আমার লাভ নাই, আমার অফিসে ছুটি দেয় না মিলাদুন্নবিতে:(

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

লালবািত বলেছেন: প্রচলিত মিলাদ-কিয়ামের আদি কথা : ঈদে মিলাদুন্নাবী পালনের যেৌক্তিকতা

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আলতামাশ বলেছেন: Post ebong uporer duiti komente valolaga. Vai, ajke ekta post diyeci dekhte paren

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মোমের মানুষ বলেছেন: ভন্ড বাগী গুলো তো ঈদে - এ -মিলাদুন্নবী শব্দটির অর্থই জানে না

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

দস্তার বলেছেন: আপনারা হলে বেদাতের ফ্যাক্টরী। আপনাদের ফতোয়া অনুযায়ী আপনাদের পূর্বপুরুষরা মুসলমান নয়। কারণ তাদের সময় আপনাদের মত বেদাত ফ্যাক্টরী ছিল না, যারা ইসলামী বিষয়গুলোর অপব্যাখা করে বেদাত বানিয়ে দেবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

রাতুলবিডি২ বলেছেন: আপনাদের ফতোয়া অনুযায়ী আপনাদের পূর্বপুরুষরা মুসলমান নয়। কারণ আবু বকর - ওমর - ওসমান - আলি ঈদে -মিলাদুন্ণবী পালন না করে সব কাফের হয়ে গেছে!

একই ভাবে বড় পীর আব্ডুল কাদের জিলানী - খাজা মঈনুদ্দীন চিশতী সবাই। আবু হানিফা - বুখরী - মুসলিম - তিরমিজী সবাই কাফের?

ঈদে -মিলাদুন্ণবী পালন করেন নি!

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

মুহাই বলেছেন: এর আগে কৈছিলেন একজন মানুষের বিদায়ে ৩ দিনের বেশি শোক করা যায়না ।আপনাদের হিসাব অনুযায়ী নবীজীর বিদায়ের পর ৩ দিন অতিবাহিত হয় নাই?যদি হয় তাহলে শোক করতে হবে কেন?

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

রাতুলবিডি২ বলেছেন: মুসলমানরা তো দিবষ টিবষ পালন করে না, জন্ম দিবষ - মৃত্যু দিবষ কিছুই না। আবু বকর -ওমর - ওসমান আলী কেউ -ই তো করে নি : আপনারা করেন কেন?

আর করেনই যখন, মৃত্যু দিবষটাতে আনন্দ উল্লাস করেন ! সেটা কি খুবই অমানবিক - নিষ্ঠুর আচরন না ?

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

মুহাই বলেছেন: ও নবীজী যেন কয় চিল্লা দিছিলেন তারপরে ইজতেমা করতে বলছিলেন আর হিজড়াদের মতো বৈসা বৈসা আংগুল চুষতে কৈছিলেন সেটাও বলেন ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

রাতুলবিডি২ বলেছেন: কথা একটু ভদ্র হলে ভাল হয় । ইসলাম সুন্দর রুচীশীল ধর্ম । সভ্য ভব্য ভদ্রদের ধর্ম।


নোংরা কথার জবাব দেবার রুচী নেই। জাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মুহাই বলেছেন: হাজার হাজার হাদীসের পৃষ্ঠার কোথায় ঢঙ্গীর এজতেমার কথা আছে সেটার যদি একটা প্রমাণ দিতেন!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

রাতুলবিডি২ বলেছেন: হাজার হাজার হাদীসের পৃষ্ঠার কোথায় ঢঙ্গীর এজতেমার কথা : নেই তাই এস্তেমায় যাওয়াকেও কেউ ফরজ -ওয়াজেব বলে না, আর না গেলেও কেউ কাফের হয় না ।

তাবলীগের কর্মীরা বাৎসরিক একত্র হয়ে তাদের কাজকে গতীশীল করে ।
এতআ যদি তাদের সাংগঠনিক কাজ বলা হয় তবে শরিয়তে কোন আপত্তি নেই । আর এতআকে যদি ধর্মীয় বিধান বলা হয় , দ্বিতীয় হজ্জ বলা হয়, তাহলেই আপত্তি । অনেক মূর্খরা এরূপ বলতে পারে, তার সাথে তাবলীগের আয়জকদের কোন সম্পর্ক নেই । তাবলীগে যাওয়া নিয়ে কোন প্রশ্ন করলে কোন গালিও খেতে হয় না ।

আমি নিজে এস্তেমায় বহুবার গিয়েছি, আবার অনেক বছর যাচ্ছিও না । যাওয়াকে জরূরীও মনে করি না। এতে যদি কেউ আমাকে গালি দেয় তবে সে-ও রাজারবাগীদের মত মূর্খ ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

আলতামাশ বলেছেন: মুহাই@ তোমাদের বাবার দরবারে গালাগালি ছাড়া কিছু শেখানো হয় না তাই ব্লগে এসেও সেই রকম কমেন্ট কর
করুনা আসে তোমাদের জন্য

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

রাতুলবিডি২ বলেছেন: বাবার দরবারে গালাগালি ছাড়া কিছু শেখানো হয় না

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

আলতামাশ বলেছেন: মুহাই@ আমার পোস্টে আসো না কেন?
ভয় পাও?
তোমরা আমরা চ্যালেন্জ গ্রহন করতে পারলানা!

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মুহাই বলেছেন: উত্তর না দিয়া ত্যানা প্যাচাও ক্যানো বৎস!তোমার মতো পিচ্চিরে ভয় ।হাহামুদি...

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

মুহাই বলেছেন: হাজার হাজারহাদীসের পৃষ্ঠার কোথায় ঢঙ্গীর এজতেমার কথা : নেই তাই এস্তেমায় যাওয়াকেও কেউ ফরজ>>>তার মানে স্বীকার কর্লেন আপনারা নিজেরাই বিদআতি এবং বিদাতের চর্চা করেন ।তাহলে অন্যদের বিদাতী বলতে লজ্জা করেনা ?আর নবীজী কয় চিল্লা দিয়েছেন এগুলাতো কিছুই কৈলেন না!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

রাতুলবিডি২ বলেছেন: ধর্মীয় কাজের সাথে ব্যবস্হাপনা এবং সাংগঠনিক কাজের পার্থক্য বুঝেন?
মাদ্রাসায় ১২ বছর পড়া কি বেদাত ? বুখারী শরীফ বেদাত?
জনাবের কি বেদাতের সংগা জানা আছে ?

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

আলতামাশ বলেছেন: মুহাই@ তোমারে তো চ্যালেন্জ দিছিলাম
আমার মতন পিচ্ছির চ্যালেন্জও তো গ্রহন করলা না কোন বাগি :-0

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: চুপ বেয়াদব অহাবি মার্কা ।
তুই প্রশ্ন রাখতে গিয়া নিজেই গালি দিয়া আইলি আর লিনক না চাইয়া
আলেম জাহির করলি ভণ্ড । ইসলাম সুজা দলিল কোরআন ও হাদিস
কি সব রাজার বাগি আর অহাবি জপাজপি
জানা থাকলে বলবি হা আর নাজানা থাকলে বলবি না
নয়ত গুনাহ

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

রাতুলবিডি২ বলেছেন: গালাগালি করার ইচ্ছা থাকলে রাজারবাগ বা কোন বেদাতীর দরবারে চলে যান।
এই ব্লগে শুধুমাত্র ভদ্র ভাষায় কথা বলতে সক্ষম ব্যাক্তিরাই আমন্ত্রিত।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

যাযাবরমন বলেছেন: নবীজী সা. এর জন্ম তারিখের কোন সনদ কোথাও আছে? যা আছে তা হল হাতির ঘটনার ৪০ দিন পরের সোমবার। তাহলে ওনার মৃত্যু দিবসে একমাত্র কাফররাই ঈদ করতে পারে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাতুলবিডি২ বলেছেন: ইসলামিক হিস্টোরিয়ান রা ১২ তারিখ নিয়েএকমত হতে পারেন নি আর গুগুলে “prophet muhammad exact date of birth” দিয়ে সার্চ করুন পেয়ে যাবেন এমি একটু সাইট থেকে কিছু তথ্য যোগ করলাম

The different views regarding the date of birth are:
2nd Rabi ul Awwal: Ibn Abd al-Barr
5th Rabi ul Awwal: Ameer ud din
8th Rabi ul Awwal: Ibn al Qayyim, ibn e Hazm, Az Zuhri , Ibn e Dihya
9th Rabi ul Awwal : Muhammad Suleman Mansurpuri, Mubarakpuri , Shibli Nomani, Mahmud Pasha Falaki, Akbar Shah Najeeb Abadi, Moeen ud din Ahmed Nadvi, Abul Kalam Azad
12th Rabi ul Awwal: Tabari, ibn e Khuldoon , Dr hameedullah , ibn e hisham, ‘Allama Abu’l-Hasan ‘Ali ibn Muhammad al- Mawardi, ibn e ishaaq
10th Rabi ul Awwal: Abul Fida, Abu Jaafar al Baaqir, Al Waqadi , Al Sha’bi– 10
17th Rabi ul Awwal: Shia view; and they also believe that it was Friday
22nd Rabi ul Awwal: Also attributed to ibn e Hazm
10th Muharram: Abdul Qadir Jilani

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.