![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও
নিকৃষ্টতম কাজ ধর্মের মাঝে কিছু উদ্ভাবন, প্রত্যেক এরূপ উদ্ভাবন বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথ ভ্রষ্ট জাহান্ণামী হাদীসের শত শত কিতাব, ইতিহাসের লক্ষ- হাজার পৃষ্ঠা কোনখানে " ঈদে -এ-মিলাদুন্নবী " নেই, এই শব্দটিই নেই!
আর প্রায় ডজন খানেক পোষ্টে এটা দাবী করার পরও কোন বেদাতী কোন রেফারেন্স দিতে পারল না!
পারবে কি করে , " ঈদে - এ -মিলাদুন্নবী " শব্দটাই আরবী না! আর হাদীসের কিতাবগুলো তো আরবীতে লিখা । বেদাতীদের কাছে বহুবার জানতে চেয়েও এই শব্দটার আরবী কি জানতে পারবেন না ! আর যে তরজমা তারা দিবে ( যদি আদৌ দেয় ) সেটাকেও পাবেন না কোরাণ - হাদীসে কোথাও ! পাবেন না ইসলামী আইনের লোক কিতাবে, পাবেন না শখানেক তাফসীরের কিতাবে ।
রাজারবাগীর ইসলাম বিকৃতির আরেক নমুনা " পৃথিবীর ইতিহাসে এই প্রথম ৫৬ দিন ব্যাপী ঈদ-এ-মিলাদুন্ণবী" উদজাপন । নিজারাই দিচ্ছে নিজেদের সৃষ্ট বেদাতের প্রমান । পৃথিবীর ইতিহাসে আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সা হাবী যা পরেননি, তাই করছে রাজারবাগীরা!
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
দার্শনিক বলেছেন: আখেরি জামানার বিভিন্ন লক্ষ্যণের মধ্যে একটি হচ্ছে ইসলামের মধ্যে বিভিন্নরকম বিদাতের বিস্তৃতি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলাম, তাই তিনি নিজেই ঐসময় মুসলমানদের রক্ষা করার জন্য ব্যবস্থা নিবেন। আর ইমাম মাহদীর আগমনের মাধ্যমে আল্লাহ আখেরি যুগের মোহগ্রস্থ মুসলমানদের রক্ষা করবেন। হাদীস শরীফে এরকমই বলা আছে। যাই হোক, প্রতিশ্রুত মাহদী ১৮৩৫ সালেই পৃথিবীতে আগমন করেছেন। এবং আমি যতটুকু জানি মাহদীর জামাত এই ধরণের বিদাত থেকে মুক্ত। বিষয়টি গুরুত্বপূর্ণ তাই আপনাকে গবেষণার জন্য অনুরোধ করা হচ্ছে।
যে ব্যক্তি যামানার ইমামকে না মানিয়া মারা যাইবে, সে জাহেলিয়াতের (অজ্ঞতার) মৃত্যু বরণ করিবে। (মুসনাদ, ইমাম আহমদ বিন হাম্বল)
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
রাতুলবিডি২ বলেছেন: কাদিয়ানীরা কাফের ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
রাতুলবিডি২ বলেছেন: কাদিয়ানীরা কাফের , এদের ক্যানভাসাররাও কাফের ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
আলতামাশ বলেছেন: Bagira aslo na keno!
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রাতুলবিডি২ বলেছেন: Qadiani Aslo!
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
নতুন বলেছেন: ভন্ডপীরের দল যদি নতুন কিছু না বানায় তবে কি করে খাবে?
মানুষ এতো সহজ সরল যে এই সব ভন্ডপীরের খপ্পরে পরে..
আজও ৮রশির এক ভক্তের সাথে অনেক আলোচনা হইলো...
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
রাতুলবিডি২ বলেছেন: ভন্ডপীরের দল যদি নতুন কিছু না বানায় তবে কি করে খাবে?
কারবার দেখে মনে হয় ভন্ডপীরের দলের রিজিক বাবার হাতে, আল্লাহর হাতে না!
আজও ৮রশির এক ভক্তের সাথে অনেক আলোচনা হইলো...
আপনার অনেক ধৈর্য, আমি তো এদের সাথে মোটেই আলোচনায় যাই না, রেডী করা কিছু প্রশ্ন করি আর এদের নর্তন কুর্দন শুরু হয়! আর বাবার শিক্ষা গালির মহরা দেখে কিছু বিনোদন নেই আর কি!
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
মনোহারী দোকান বলেছেন: দলীলঃ১
বেহেশতি জেওর ২য় খন্ড। ইমদাদিয়া প্রকাশণী।
দলীলঃ২ হাফতে মাসাঈল-হাজি ইমদাদুল হক্ব মুহাজের মাক্কি রহমাতুল্লাহি আলাইহি।
দলিলঃ৩
কাবা কাওছাইন পৃষ্ঠা ২ । মহামুল্যবান এই কিতাবটি লিখেছেন নাছিরুদ্দিন আল বেরুনী। তিনি ২৪টি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, "আমার এত কালের ধারনা ভুল প্রমাণিত হল এবং মিলাদুন নাবী পালন সুন্নাতে নববী প্রমাণিত হল।"
ভাই তাই আসুন আমরা ইসলামের বিরোধীতা না করি। কোরআন সুন্নাহ মতে জীবন চালাই।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
রাতুলবিডি২ বলেছেন: হাদীসের শত শত কিতাব, ইতিহাসের লক্ষ- হাজার পৃষ্ঠা কোনখানে " ঈদে -এ-মিলাদুন্নবী " নেই, এই শব্দটিই নেই! আর প্রায় ডজন খানেক পোষ্টে এটা দাবী করার পরও কোন বেদাতী কোন রেফারেন্স দিতে পারল না!
তাই আসুন আমরা ইসলামের বিরোধীতা না করি। কোরআন সুন্নাহ মতে জীবন চালাই ..
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
দার্শনিক বলেছেন: রাসূলে করিম (স) বলেছেন, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইকে কাফের বলে, তবে তা তার নিজের উপরই বর্তাবে।
তাই মুসলমানদের কাফের বলার সময় সাবধানতা অবলম্বন করা জরুরী।
আর এখানে কাদিয়ানী প্রসংঙ্গটা মূল না। বরং মূল বিষয় হচ্ছে যে আপনার উল্লেখিত বিদাতটি কাদিয়ানীরা করে না। অর্থাৎ বিদাত না করার ক্ষেত্রে অন্তত একদিক দিয়ে কাদিয়ানী মুসলিমরা সুন্নীদের থেকে এগিয়ে আছে। বিষয়টি গুরুত্বপূর্ণ তাই গভীরভাবে চিন্তা করা জরুরী।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
রাতুলবিডি২ বলেছেন: কাদিয়ানীরা কাফের , এদের ক্যানভাসাররাও কাফের.
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
সোনালী প্রান্তর বলেছেন: ওজু , আযান , নামাযের প্রকার , নামাযের ওয়াক্ত , কোনটা ফরয নামায, কোনটা সুন্নত নামায, কোনটা ওয়াযিব নামায তা তো কোরানে নাই । তাই বলে কি নামায পড়বোনা ?
এমন প্রত্যেকটা আমলের ব্যপারে একই কথা । আল্লাহ পাক তো অল্পতে অনেক বেশি বুঝিয়ে থাকেন ।
এমন হাজার হাজার ব্যপার আছে যা কোরান শরিফে নাই ।
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
রাতুলবিডি২ বলেছেন: ওজু কোরানে নাই ?
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
চ।ন্দু বলেছেন: ঈদে মিলাদুন্নবী পালন করা কোরআন বিরোধী। কোরআনে পরিস্কার নির্দেশ আছে-নবী-রসূলদের মধ্যে পার্থক্য না করার জন্যে।