নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: প্রথমেই বলে রাখি - আমি একজন নাস্তিক্যবাদী এবং ফারাবী শফিউর রহমানের সঙ্গে এই পোস্টে সহমত নই। নিঃসন্দেহে কারো ওপর হামলা সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। আসিফ মহীউদ্দিনের গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে ধার্মিকদের উস্কানোও সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। সুতরাং দোষী আসিফ মহীউদ্দিন ও হামলাকারী উভয়ের। তবে আসিফ মহীঊদ্দিন শুরু না করলে এসবের কিছুই হতো না।



তাই বলা যায়, কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনা করা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দের ব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আর এটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতা দেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য। এই আসিফ মহীউদ্দিন ব্লগে ফেসবুকে আমার বিভিন্ন ফেক আইডি তৈরি করে আমাকে যেভাবে মেন্টাল টর্চার করেছে, যেভাবে ঐ ফেক আইডিগুলো দিয়ে তার বন্ধুদের অ্যাড করেছে এবং গালি দিয়ে আমাকে তাদের কাছে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে তাতে একটা কথাই বলবো - SIN CANNOT GO UNPUNISHED. বিস্তারিত - Click This Link



১) ধর্মীয় বিশ্বাসকে যুক্তি দিয়ে ভুল প্রমাণিত করা অপরাধ নয় যেটা একজন র‍্যাশোনালিস্ট করেন ( আমাদের দেশে র‍্যাশোনালিস্ট হাতে গোনা, যারা নিজেদের নাস্তিক নাস্তিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এরা র‍্যাশোনালিস্ট নন, এরা বেশিরভাগই স্রেফ অধার্মিক। র‍্যাশোনালিস্টের ৪টি গুণ থাকে - ১) মানবতাবাদ ২) নারী পুরুষ সমতা অর্থে নারীবাদ ৩) যুক্তিবাদ ৪) নাস্তিক্যবাদ)



২) ধর্মীয় বিশ্বাসকে গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রূপ দিয়ে আক্রমণ করা র‍্যাশোনালিস্টের নয় বরং সস্তা অধার্মিকের কাজ যেটি আসিফ মহীউদ্দিন করে থাকে



৩) গালাগালির জন্য শারীরিক আক্রমণ করা অসমর্থনযোগ্য কিন্তু যে গালাগালি ও ব্যঙ্গবিদ্রুপের 'সূচনা' করে, দোষ তার। কেননা সে 'উস্কে' দিয়েছে বা 'উত্তেজিত' করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। সেক্ষেত্রে দোষ আসিফ মহীউদ্দিনেরই।



৪) কুকুরকে বিরক্ত করলে কুকুর কামড়ে দেয়। আসিফ সোজা রাস্তায় হাঁটেনি, সে বাঁকা রাস্তায় হাঁটত। যুক্তি দিয়ে ভদ্র ভাষায় সমালোচনা করলে ধার্মিকেরা এত উত্তেজিত হতো না। আসিফ নিজেই বাঁকা রাস্তায় হেঁটে এসব কিছুর সুযোগ করে দিয়েছে।



৫) কোন মুক্তমনা কখনোই বলতে পারে না - 'আনাল হক। আমিই আল্লাহ।' কিংবা কারো ফেক আইডি তৈরি করে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারে না। আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক' - তার জন্য এটাই সবচেয়ে সুপ্রযুক্ত টার্ম।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

রাতুলবিডি২ বলেছেন: ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরীর ব্লগ :
Click This Link

এই পোষ্টের কথাগুলো শাফিউর রহমান ফারাবীর পোষ্টে ওনার কমেন্ট থেকে সংগ্রহ করা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রাতুলবিডি২ বলেছেন: উগ্রবাদী অধার্মিকের সাম্পরদায়িক বিদ্বেষ ও উষ্কানীমুলক মুলক কথার নমুনা:

মোটাপেট মুচকি মুচকি হাসিলো আর ভাবিলো, তাহার উম্মতগুলো কত বড় গাধার বাচ্চা!!! এইভাবে তো সে অনেক মেয়েকে বিবাহ করিতে পারে। কি মজা। মোটাপেট আরো বেশি বেশি ইশ্বরের একাউন্ট থেকে নিজের একাউন্টে ওহী পাঠাতে লাগলো, এবং তা প্রতিদিন শেয়ার করতে লাগলো। আজ একে বিয়ে তো কাল তাকে বিয়ে, এভাবে ১১ টা বিয়ে করে ফেললো। শুধু তাহাই নয়, মোটাপেট বাসার কাজের মহিলাদের সাথেও ইটিস পিটিস ঈশ্বরের ওহী দিয়া জায়েজ করাইয়া লইলো। ফাকফোকর দিয়ে যে কত আরো কি করিলো সেগুলো নাহয় নাই বলিলাম। সেসব বলিতে গেলে অশ্লীলতার দায়ে এই পোস্টটিকে অভিযুক্ত করা হইতে পারে। ঐদিকে মোটাপেটের দুরসম্পর্কের ভাই বাবু ফকরের ছোট মেয়ে আয়শা টাকিয়ার প্রতিও মোটামেট কিঞ্চিত দুর্বলতা অনুভব করিতে শুরু করিলো। একদিন বাবু ফকরকে ডাকিয়া বলিলো, "হে বাবু ফকর, ঈশ্বর চাচ্ছেন আমরা আত্মীয়তার সুত্রে আবদ্ধ হই, তাই তোমার কন্যা আয়শা টাকিয়াকে আমি বিবাহ করিবো বলিয়া সিদ্ধান্ত লইয়াছি।"



বেচারা বাবু ফকর দেখিলো বিপদ, সেই সময়ে মোটাপেটের চ্যালার সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। এখন না করিলে মোটাপেট ক্ষেপিয়া তাহাকে কাফের আখ্যা দিয়া কতল করিয়া ফেলিলেও কেউ কিছুই বলিবে না। তাই নিরুপায় বাবু ফকর তাহার শিশুকন্যাকে তুলিয়া দিল মোটাপেটের হাতে! মোটাপেট শিশুকন্যা আয়শা টাকিয়াকে পাইয়া ডুগডুগি বাজাইতে পাগিলো।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

রাতুলবিডি২ বলেছেন: ইশ্বর বিদ্রুপের নমুনা :

মোটাপেট দাবী করিলো, তার বেস্টফ্রেন্ড ঈশ্বরই নাকি ফেসবুক বানাইয়াছে, যাহারা বলে ফেসবুক জুকারবার্গের বানানো তাহারা কাফের। ঈশ্বর তাহার স্ট্যাটাসে একদিন লিখিয়াছিল, "হও"- আর ফেসবুক হইয়ে গিয়াছিল। কয়েকজন পোংটা নাস্তিক জিজ্ঞেস করিতে লাগিলো, যখন ফেসবুকই ছিল না, ঈশ্বর মহাশয় কোথায় বসিয়া স্ট্যাটাস লিখলো রে নালায়েক? স্ট্যাটাসটা লিখিয়া পোস্টাইলো কোথায়?

.......................

এই লইয়া মোটাপেট ঈশ্বরের একটা মেসেজের স্ক্রিনশটও পোস্টাইয়া ফেললো। এবং ছবির নিচে লিখিলো, অতঃপর তোমরা তাহার কোন কোন অবদান অস্বোকার করিবে?

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাতুলবিডি২ বলেছেন: মেরাজ নিয়ে বিদ্রূপ :

এর মাঝে একদিন মোটাপেট তার স্ট্যাটাসে দাবী করিলো, গতকাল রাত্রিতে নাকি সে ৯ টি আসমান ভেদ করিয়া একটি মেয়ে মানুষের মুখ ওয়ালা এবং সুন্দর পাখনা ওয়ালা উড়ন্ত গাধার পিঠে চড়িয়া ঈশ্বরের ১৪ কক্ষ বিশিষ্ট ফ্লাট বাড়িতে ঘুড়িয়া আসিয়াছেন। পথিমধ্যে আমেরিকার লাস ভেগাসেও সামান্য সুরা পান করিয়াছিলেন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। ফিরে পাবেন তার বিবেক। আমি একজন মুসলিম, এবং একজন মুসলিমই পারে এত কিছুর পরেও তাকে ক্ষমা করতে, যদি তিনি বিবেক ফিরে পান।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

রাতুলবিডি২ বলেছেন: আল্লাহ ও তার রসুলকে নিয়ে বিদ্রূপকারীদের ধর্মীয় দৃষ্টিকোন থেকে মাফ করা হয় না । আমি এই উগ্র, অসহনশীল, বিদ্বষী, সাম্প্রদায়িক উষ্কাণীদাতা, কপট মনোভাবের লোকটিকে কোন দিন মন থেকে ক্ষমা করতে পারব না!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

তানিয়া হাসান খান বলেছেন: SIN CANNOT GO UNPUNISHED.

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

তানিয়া হাসান খান বলেছেন: উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। ফিরে পাবেন তার বিবেক। আমি একজন মুসলিম, এবং একজন মুসলিমই পারে এত কিছুর পরেও তাকে ক্ষমা করতে, যদি তিনি বিবেক ফিরে পান।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

আলতামাশ বলেছেন: Ze somajer shanti cay na ami tar sustota caina. Rastay protidin onek neri kukur mara zay, ke kar khobor rakhe?

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বরফ গলা পািন বলেছেন: রাতুলবিডি২ বলেছেন: কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছ।
Click This Link

আমি এই উগ্র, অসহনশীল, বিদ্বষী, সাম্প্রদায়িক উষ্কাণীদাতা, কপট কে "মুক্তমনা" বলার বিরোধী।

আর একে প্রমোট করার মানে অসৎ উগ্র, অসহনশীল, বিদ্বষী, সাম্প্রদায়িক উষ্কাণীদাতা, কপট কে প্রমোট করা ।

সহমত।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাতুলবিডি২ বলেছেন: বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক বেটার কাছে স্বাভাবিক ( সম্মতিতে হল)
চিন্তা করেন বেটা কতটা স্বাভাবিক !

আমি ইনসেস্ট সম্পর্করে অস্বাভাবিক বলি নাই, পরষ্পরের সম্মতিতে হইলে কোন সম্পর্কে নিয়াই আমার চুকলানী নাই। তবে ইনসেস্টে কিছু সমস্যা থাইকা যায়, যেগুলা অবশ্যই গুরুত্ব দিয়া দেখতে হবে। যেমন সন্তান বিকলাঙ্গ হওয়া, বা অপ্রাপ্ত বয়সে পিতা কণ্যা/মাতা পুত্রের সম্পর্ক ঠিক নৈতিক হয় না। কারন অপ্রাপ্ত বয়সে মানুষ অনেক কিছুই ঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই সেই ক্ষেত্রে সম্মতি থাকলেও গ্রহণযোগ্য না।

এই গুলা বাদ দিলে আমার কোন সমস্যা নাই, কারো ব্যাক্তিগত সম্পর্ক নিয়া মাথা ঘামানো আমার কাজ না, রাষ্ট্রেরও না।

Click This Link

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আশফাক সুমন বলেছেন: সালাম রাতুম ভাই,
আপনার এই পোস্টের সাথে আমি পুরোপুরি একমত!

একজন সুস্থ মানুষ কিভাবে "ইনসেস্ট সম্পর্ক" -কে সঠিক মনে করে তা আমি বুঝতে পারছিনা! কিভাবে শত কোটি মানুষের বিস্বাস-কে অপমান করাকে "মুক্তমনা" হওয়ার মাপকাঠি মনে করে-তাও বোধগম্য না !
এই বিকৃতমনা এবং অহংকারী মানুষগুলো মানবসমাজের জন্য ক্ষতিকর !

আপনার জন্য শুভকামনা


১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

রাতুলবিডি২ বলেছেন: সালাম আশফাক ভাই !

একজন সুস্থ মানুষ কিভাবে "ইনসেস্ট সম্পর্ক" -কে সঠিক মনে করে তা আমি বুঝতে পারছিনা! আমিও!!

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ধমাধম বলেছেন: বাংালিরা কেওমেও না কোরলে পাকিরা হামোলা কোরটও না, েট মানুস মোরট না, েি মা বওন ঢওরসিটা হৈটো না।
াললায় মানুশ বানানি ষুরু না কোরলে াডোম হাওয়া ািটও না। হাবিল কাবিল ািটো না। হাবিল কাবিলের িনসেসট কোরা লাগোত না।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

রাতুলবিডি২ বলেছেন: ধমাধম কইরা কি কইলেন, কিছুই বুজতাম পারলাম না!

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রাতুলবিডি২ বলেছেন: নিঝুম মজুমদারের মুল্যায়নে পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

রাতুলবিডি২ বলেছেন: নিজেকে খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফ
Click This Link

আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক !
Click This Link

পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link

একটা পশু মনের/মানের জীবকে নিয়ে ষ্টিকি পোষ্ট !
Click This Link

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মুহাম্মাদ আলী বলেছেন: একজন মানুষ এবং মুসলিম হিসবে তার সুস্থতা কামনা করি

তবে আমি বেক্তিগতভাবে তাকে কোনদিন ক্ষমা করবো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.