নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২

সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও

রাতুলবিডি২ › বিস্তারিত পোস্টঃ

খোদার চেয়ে শক্তিশালী দাবী করা কে নিয়ে বোমা ফাটালেন ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

সহিংস আক্রমনে আহত " আসিফ " । অনেক অনেক লোকের সহানুভূতি পাচ্ছে । কিন্ত ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী, যিনি নিজেও ইশ্বর-খোদা - ভগবান এ বিশ্বাসী না, এসময়ই পোষ্ট করলেন এমন কিছু কথা যা পাঠ করলে অনেকেই আতংকে শিউরে উঠবে।











একজন পর্ন সাইটের মালিক/এডমিন কি কোনো মহৎ কাজের সঙ্গী হতে পারেন?



ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: প্রথমেই বলে রাখি - আমি একজন নাস্তিক্যবাদী এবং ফারাবী শফিউর রহমানের সঙ্গে এই পোস্টে সহমত নই। নিঃসন্দেহে কারো ওপর হামলা সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। আসিফ মহীউদ্দিনের গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে ধার্মিকদের উস্কানোও সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। সুতরাং দোষী আসিফ মহীউদ্দিন ও হামলাকারী উভয়ের। তবে আসিফ মহীঊদ্দিন শুরু না করলে এসবের কিছুই হতো না।



তাই বলা যায়, কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনা করা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দের ব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আর এটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতা দেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য। এই আসিফ মহীউদ্দিন ব্লগে ফেসবুকে আমার বিভিন্ন ফেক আইডি তৈরি করে আমাকে যেভাবে মেন্টাল টর্চার করেছে, যেভাবে ঐ ফেক আইডিগুলো দিয়ে তার বন্ধুদের অ্যাড করেছে এবং গালি দিয়ে আমাকে তাদের কাছে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে তাতে একটা কথাই বলবো - SIN CANNOT GO UNPUNISHED. বিস্তারিত - Click This Link



১) ধর্মীয় বিশ্বাসকে যুক্তি দিয়ে ভুল প্রমাণিত করা অপরাধ নয় যেটা একজন র‍্যাশোনালিস্ট করেন ( আমাদের দেশে র‍্যাশোনালিস্ট হাতে গোনা, যারা নিজেদের নাস্তিক নাস্তিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এরা র‍্যাশোনালিস্ট নন, এরা বেশিরভাগই স্রেফ অধার্মিক। র‍্যাশোনালিস্টের ৪টি গুণ থাকে - ১) মানবতাবাদ ২) নারী পুরুষ সমতা অর্থে নারীবাদ ৩) যুক্তিবাদ ৪) নাস্তিক্যবাদ)



২) ধর্মীয় বিশ্বাসকে গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রূপ দিয়ে আক্রমণ করা র‍্যাশোনালিস্টের নয় বরং সস্তা অধার্মিকের কাজ যেটি আসিফ মহীউদ্দিন করে থাকে



৩) গালাগালির জন্য শারীরিক আক্রমণ করা অসমর্থনযোগ্য কিন্তু যে গালাগালি ও ব্যঙ্গবিদ্রুপের 'সূচনা' করে, দোষ তার। কেননা সে 'উস্কে' দিয়েছে বা 'উত্তেজিত' করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। সেক্ষেত্রে দোষ আসিফ মহীউদ্দিনেরই।



৪) কুকুরকে বিরক্ত করলে কুকুর কামড়ে দেয়। আসিফ সোজা রাস্তায় হাঁটেনি, সে বাঁকা রাস্তায় হাঁটত। যুক্তি দিয়ে ভদ্র ভাষায় সমালোচনা করলে ধার্মিকেরা এত উত্তেজিত হতো না। আসিফ নিজেই বাঁকা রাস্তায় হেঁটে এসব কিছুর সুযোগ করে দিয়েছে।



৫) কোন মুক্তমনা কখনোই বলতে পারে না - 'আনাল হক। আমিই আল্লাহ।' কিংবা কারো ফেক আইডি তৈরি করে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারে না। আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক' - তার জন্য এটাই সবচেয়ে সুপ্রযুক্ত টার্ম।



< চৌধুরী সাহেবের কথা শেষ >



ব্লগ অধুনা বিশ্বে মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধিনতার তীর্থ! আর মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধিনতার মূল ভিত স্হপিত যে স্তম্ভের উপর তার নাম সহনশিলতা। ভিণ্ন মতের প্রতি ভ্দ্র আচরন আর ভিন্নমতালম্বীদের প্রতি শ্রদ্ধা। মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধীনতার জন্য চিৎকারে চিৎকারে ভোকাল কর্ড ছিড়ে ফেলা হিট ব্লগারের নির্যাতন আরেক ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী এর উপর , এটা কি মত প্রকাশের স্বাধীনতা ? মত প্রকাশের স্বাধীনতাই যদি হবে, কিছুটা ভিন্নমত প্রকাশের কারণে মুশফিক সাহেবকে কেন নির্যাতিত হতে হবে?? উভয়েই তো ইশ্বর অবিশ্বাসী । একজন সমকামীতাকে সমর্থন করে আরেকজন না । একজন নিজের মা বোন মেয়েকে বিয়ে বা যৌন সম্পর্ককে খারাপ কিছু মনে করেনা ! আরএক জন করে।



আরেকজন জনপ্রিয় ব্লগার, যিনিও নাস্তিক, খুলে দিয়েছিলেন ভন্ড চোরের মুখোশ ! তার ব্লগ কাপানো পোষট : ডিজিটাল বলদ নবীর তিন সফর http://www.nagorikblog.com/node/8749' target='_blank' > http://www.nagorikblog.com/node/8749



কে আক্রমণ করেছে কেন করেছে তা আমার জানা নেই, বিসয়টি সরকার ডেখবে, তবে তদন্তের আগেই এরই মাঝে একদলের শুধু " ধর্মান্ধ " গোষ্টিকে দোষারোপ করা যৌক্তিক না। এর আগেও কিছু ঘটনা ঘটেছিল !

ব্লগের মারামারি ছবির হাটে Click This Link

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: +++++++++++.. চালিয়ে যান ভাই

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

রাতুলবিডি২ বলেছেন: ভাই এক অর্থে আমার পোষ্ট টাও ঘৃণা পূর্ণ । এসব পোষ্ট দিতে ভালও লাগেনা । কিন্তু সমাজের প্রতারকদের সাথে নমনীয় হলে গোটা সমাজকেই প্রতারিত করা হয়।

আর ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই । কিন্তু এর মাণে এই না একজন উগ্রপন্হী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর আওয়াজ উচু করার প্রচারণা চালাব । মত প্রকাশের স্বাধীনটা মানে এটা না, যে তাকে খোদা মানবে না, তাকে কুত্তার বাচ্চা বলে গালি ডেওয়া জায়েয!

ধন্যবাদ ভাই, ভাল থাকেন। একটা সুস্হ, শান্তিপূর্ন সমাজ চাই ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

রাতুলবিডি২ বলেছেন: মেরাজ নিয়ে বিদ্রূপএবং আমাদের প্রণ প্রিয় রসুল কে নিয়ে চরম বেয়াদবী :

এর মাঝে একদিন মোটাপেট তার স্ট্যাটাসে দাবী করিলো, গতকাল রাত্রিতে নাকি সে ৯ টি আসমান ভেদ করিয়া একটি মেয়ে মানুষের মুখ ওয়ালা এবং সুন্দর পাখনা ওয়ালা উড়ন্ত গাধার পিঠে চড়িয়া ঈশ্বরের ১৪ কক্ষ বিশিষ্ট ফ্লাট বাড়িতে ঘুড়িয়া আসিয়াছেন। পথিমধ্যে আমেরিকার লাস ভেগাসেও সামান্য সুরা পান করিয়াছিলেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

দ্য গডফাদার বলেছেন: নাস্তিক...তার প্রাপ্য জিনিস টা ই পেল

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

রাতুলবিডি২ বলেছেন: ভাই আমি তার লেখার সাথে দৈহিক আক্রমণ মিলাতে চাই না । শুধু বলতে চাই এ ঘটনার সুযুগ নিয়ে তার কুৎসিত মতবাদকে সমাজে প্রচার- প্রতিষ্ঠার চেষ্টা না হোক।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

বিডি আমিনুর বলেছেন: মগাচিপরে সামুর বাইরে কয়জনে চিনে ? গু নিয়ে নাড়াচাড়া করলে গন্ধ আরও বাড়বে ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

রাতুলবিডি২ বলেছেন: এ ঘটনার সুযোগ নিয়ে তার কুৎসিত মতবাদকে সমাজে প্রচার- প্রতিষ্ঠার চেষ্টা না হোক। মুক্তমন বা মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উষ্কানী বন্ধ হোক।

আর সেই বিশেষ প্রয়োজনেই এই দুর্গন্ধযুক্ত "গু" নিয়ে নারাচারা । নিজেরও ঘিন্না হচ্ছে।

কিন্তু যখন দেখছি একটা অপ্রমাণিট ঘটনাকে পুজি করে কুৎসিত ও জঘন্য কথার লাইসেন্স ডেওয়ার পায়তারা চলচে তখন চুপ ঠাকতে পারছি না।

ধন্যবাদ ভাই, ভাল থাকেন। একটা সুস্হ, শান্তিপূর্ন সমাজ চাই ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

েমাঃ রফিকুল ইসলাম বলেছেন: াংঘাতিক আসিফ মিয়া এটা কি করছে?

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

রাতুলবিডি২ বলেছেন: দিনের পর দিন সে এসবই করছে, আর তার সাথে বিরোধ হয় রুবাইয্যাত, পিয়াল বা মুশফিক সাহেবের । এরা কেউই ইশ্বর - ভগবান - কোদা বিশ্বাস করে না । এতেই রক্ষে ..

এসব ঘটনা নজিবুল্লাহ -রহিম কারো সাথে হলে তো নির্ঘাত ছাগু তত্বে পরে যেত!

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ডাব্বা বলেছেন: ভাষার এমন কদর্য ব্যবহার, ধর্মকে সকাল সন্ধা গাল দিতে পারা যার কাছে বীরত্ব, তার জন্যে কান্নাকাটি! ওয়াক থু!!

এটা নাস্তিক না ঘোড়ার ডিম। আমার ডানে বামে দুই নাস্তিক ফ্যামিলী। আমার বেস্ট ফ্রেন্ড নাস্তিক। আজ পর্যন্ত এদের কাউকে কোন ধর্মকে গালি দিয়ে কিছু বলতে শুনলাম না। যেকোন পার্টির মদের আয়োজনে আমার জন্যে জুস এর বন্দোবস্ত সে সবার আগে করে। দিস ইজ ফ্যাক্ট।

আর এই ফাজিলটা ধৈর্যের পরীক্ষা নিয়ে নিল সবার। হাতাহাতি টা বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু এই বদমাশ টা সেটা অর্জন করেছে বলেই আমার মনে হ্য়। He has earned it.

চরম অসভ্য একটা কীট।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

রাতুলবিডি২ বলেছেন:
চরম অসভ্য একটা কীট।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

ধীবর বলেছেন: তথ্যবহুল পোস্ট। দেখি অভিযুক্তদের কি ভাষ্য ! ধন্যবাদ রাতুল ভাই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

রাতুলবিডি২ বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই। ওনারা কিছু বলবেন না, মনে হয় । কথাগুলো ওনাদের ঘরনার লোকদের । দাসত্ব-জুলভার্ন-দেশীমামা- ধীবরের না তো!

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

উযায়র বলেছেন: গনতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতার দাবীদার আমেরিকা, নারীবাদীদের প্রভু আমেরিকা, আর তার নারী নির্যাতন : এফবিআই’র নিরযাতনে অবশেষে নিউরো সয়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকীর মৃত্যু হয়েছে Click This Link

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

রাতুলবিডি২ বলেছেন: গনতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতার দাবীদার আমেরিকা, নারীবাদীদের প্রভু আমেরিকা, আর তার নারী নির্যাতন !

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

তালহা শামীম বলেছেন: আসিফ মিয়া মাইর খাওনের জন্য যা যা করতে হয় হ্যার সবকিছুই করছে । ব্যাডা তুমি মোরে গাইল দিবা আর তোমারে মুই ছাইর‍্যা দিমু ।
whatever I doesn't mention any of the community for this happening.Actually none can say that without govt. investigation.

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

রাতুলবিডি২ বলেছেন: ভাই আমি তার লেখার সাথে দৈহিক আক্রমণ মিলাতে চাই না । শুধু বলতে চাই এ ঘটনার সুযুগ নিয়ে তার কুৎসিত মতবাদকে সমাজে প্রচার- প্রতিষ্ঠার চেষ্টা না হোক।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

উযায়র বলেছেন: On the other side : Yvonne Ridley বৃটিশ সাংবাদিক, তালেবানডের হাতে আটক হয়েছিলেন, আর মুক্তিপ্রাপ্ত হবার পর ইসলাম গ্রহণ !
http://en.wikipedia.org/wiki/Yvonne_Ridley

She was chief reporter when the Sunday Express, sent her to Afghanistan after 9/11.

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

রাতুলবিডি২ বলেছেন: তাহলে কারা মাণুষকে শ্রদ্ধা করে ? কারা নারীকে সন্মান করে ? কারা ভিন্ণমতের লোকের প্রতি অধিকার সচেতন? -একমত

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

উযায়র বলেছেন: তাহলে কারা মাণুষকে শ্রদ্ধা করে ? কারা নারীকে সন্মান করে ? কারা ভিন্ণমতের লোকের প্রতি অধিকার সচেতন?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

রাতুলবিডি২ বলেছেন: কারা মাণুষকে শ্রদ্ধা করে ?
কারা নারীকে সন্মান করে ?
নারীবাদের ধুয়া তোলা নারী ব্যবসায়ী?

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

জিললুর রহমান বলেছেন: মগা নিজেরে আল্লা দাবী করে। কিন্তু মানুষের হাতে মাইর খায়, এটা কেমন আল্লা?

আসিফ কে আল মনসুর হাসপাতালে নেয়া হয়। আমার জানতে ইচ্ছা করে আল মনসুর শব্দের কারনে তাকে চুল্কানির ওষুধ দিয়েছিল কি না ?

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

রাতুলবিডি২ বলেছেন: মগা নিজেরে আল্লা দাবী করে। কিন্তু মানুষের হাতে মাইর খায়, এটা কেমন আল্লা?

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

দেবদাস. বলেছেন:
ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী

++++++++++++++++++

++++++++++++++++++

সব কিছুই জানা ছিল না , এভাবেই উপরওয়ালা তার সৃষ্টিকে পৃথিবীতেই শাস্তি দিয়ে থাকেন । দোয়া করি আসিফ এর বুদ্ধি উদয় হইবে , ফিরে এসে অন্তত উপরওয়ালার কাছে শুকরিয়া করুক ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

রাতুলবিডি২ বলেছেন: ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী

++++++++++++++++++

++++++++++++++++++

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

গুরুমিয়াঁ বলেছেন: ++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

রাতুলবিডি২ বলেছেন: গুরুমিয়াঁ ++++++++

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

চিন্তায় আছি বলেছেন: কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনা করা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দের ব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আর এটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতা দেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য

সহমত

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রাতুলবিডি২ বলেছেন: কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

মুহাম্মাদ আলী বলেছেন: এই বাতিল মালটা আবার পপুলার হবার জন্য নিজেই সম্ভবত এই কাজ করছে।তারপরও আমি একজন মানুষ হিসেবে তার সুস্থতা কামনা করি।

মালালা আসিফ জাই এর জন্য নোবেল এখন কনফার্ম।যাক বাংলাদেশের দ্বিতীয় একজনকে আমরা নুবেল পেতে দেখবো

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

রাতুলবিডি২ বলেছেন: মালালা আসিফ জাই
naki
আসিফ Nasrin ?

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: আসিফের মত ফালতুরে নিয়া এত লাফালাফি করার কি আছে সেটাইতো বুঝি না !

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

রাতুলবিডি২ বলেছেন: ঘটনার সুযোগ নিয়ে তার কুৎসিত মতবাদকে সমাজে প্রচার- প্রতিষ্ঠার চেষ্টা না হোক। মুক্তমন বা মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উষ্কানী বন্ধ হোক।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

আলতামাশ বলেছেন: ++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

রাতুলবিডি২ বলেছেন: আলতামাশ ++++++

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

দেশপ্রেমিক পোলা বলেছেন: একজন রাজাকারের জন্য যদি দরদ না থাকে তাহলে আসিফের জন্য এতো দরদ আসে কোথা থেকে?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

রাতুলবিডি২ বলেছেন: রাজাকারকেও না বলুন, আসিফকেও।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

ইথান মাহমুদ বলেছেন: জিললুর রহমান বলেছেন: মগা নিজেরে আল্লা দাবী করে। কিন্তু মানুষের হাতে মাইর খায়, এটা কেমন আল্লা?

আসিফ মহীউদ্দিন কি ভাবে জন্মগ্রহণ করল?? সেকি নশ্বর নাকি অবিনশ্বর??

আবাল একখান।


আল্লাহ মানুষের কৃতকর্ম নমুনা ফল দুনিয়াতে দেখিয়েদেন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

রাতুলবিডি২ বলেছেন: জিললুর রহমান বলেছেন: মগা নিজেরে আল্লা দাবী করে। কিন্তু মানুষের হাতে মাইর খায়, এটা কেমন আল্লা?
একেবারে প্রসিডেন্ট মার্কা কমেন্ট !

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

এমদাদুল কদির বলেছেন: আহত হওয়ার পর তাকে চিনলাম। পোষ্ট পড়ে বুঝলাম তিনি অনেক ছোট মনের মানুষ। আমি শুধু বলব- আসিফ খুবই বাড়াবাড়ি করত, করছে। লিখতে জানি বলে যা ইচ্ছে লিখব তা তো চলবে না। নাস্তিক হওয়া দোষের নয়। ও নাস্তিক হয়ে থাকত, এতে কি ওকে কেউ কিছু বলত। এত হৈ হুল্লোর করা, অনান্য ধর্ম, ধার্মীক ধর্ম গুরুদের সম্পর্কে খারাপ মন্তব্য করা, হাসি তামাসা করার কি দরকার ছিল। মিঠুন চক্রবর্তী নাস্তিক। ক-জন জানে সে কথা। সুনীল গঙ্গোপাধ্যায় নাস্তিক। কোন ধর্মকে আক্রমন করে ক-টা বই লিখেছেন তিনি? ওকে তো সরকারী ভাবে শাস্তি দেওয়া উচিত ফ্যাসাদ সৃষ্টি করার জন্য।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

রাতুলবিডি২ বলেছেন: ওকে তো সরকারী ভাবে শাস্তি দেওয়া উচিত ফ্যাসাদ সৃষ্টি করার জন্য।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

রাতুলবিডি২ বলেছেন: আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক ! এমন মত প্রকাশের জন্য আন্দোলন!! Click This Link

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

টাইম পাস বলেছেন: Click This Link

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

এ যুগের শ্রীকান্ত বলেছেন: মালাল আসিফজাই =p~ =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

রাতুলবিডি২ বলেছেন: আসিফ নাসরীন

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রাতুলবিডি২ বলেছেন: নিঝুম মজুমদারের মুল্যায়নে পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

এ.ডি.এম শাফী বলেছেন: এই পিওর বাস্টার্ডটার জন্য যারা আন্দোলন,মিটিং করতেছে তারাও একেকটা বাস্টার্ড ছাড়া আর কিছুই নয়!
আসলে এভাবেই তসলিমা নাসরিন আর হুমায়ুন আজাদ তৈরি হয়েছে! আসিফ মহিউদ্দিন বা হুমায়ুন আজাদ ইসলাম,মুসলমান আর নবীদেরকে নিয়ে যে ধরণের কদর্য ভাষা ব্যবহার করেছে তাতে ওদেরকে নর্দমার কীট বলা হলেও অনেক কম বলা হবে! আমার কিছুতেই বুঝে আসেনা এই লোকগুলো একেকজন পিওর সাইকো বাস্টার্ড হওয়ার পরও আধুনিকমনা মানুষদের কাছে এরা পূজনীয় কেন? বিশেষ করে হুমায়ুন আজাদ আর তসলিমা নাসরিনকে কেন এরা মুক্তচিন্তার আদর্শ বলে উচ্চকিত হয় সবখানে? সত্যিই কি এই বাস্টার্ডগুলোর প্রকৃত চেহারা এইসব আধুনিক মনা মানুষগুলো জানে? আমার মনে হয় অধিকাংশ আজাদ বা তসলিমাভক্ত এদের কদর্য ভাষা আর ধার্মিকদের প্রতি বিশ্রি আক্রমণাত্নক ভংগী সম্পর্কে তেমন জানে না,নইলে কোন সুস্থ মানুষ এই বাস্টার্ডগুলোকে আধুনিকতার দেবতা হিসেবে পূজা করতে পারে না!

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

রাতুলবিডি২ বলেছেন: ভাই, ঘৃণা বিস্তার, সাম্প্রদায়িক বিদ্বেষ-উষ্কানীকে না বলুন । সমাজে সুস্হ চিন্তা আর চর্চার প্রসার হোক , মুক্ত চিন্তার নামে অসুস্হ চিন্তা না ।

এক অর্থে আমার পোষ্ট টাও ঘৃণা পূর্ণ । এসব পোষ্ট দিতে ভালও লাগেনা । কিন্তু সমাজের প্রতারকদের সাথে নমনীয় হলে গোটা সমাজকেই প্রতারিত করা হয়।

আর ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই । কিন্তু এর মানে এই না একজন উগ্রপন্হী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর আওয়াজ উচু করার প্রচারণা চালাব । মত প্রকাশের স্বাধীনটা মানে এটা না, যে তাকে খোদা মানবে না, তাকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া জায়েয!

অসুস্হ চিন্তা আর গালাগালির প্রতিরোধ করুন : যুক্তি ও তথ্য দিয়ে । অসহনশীল আচরণ, উগ্রতা সমাজে অশান্তি - ই বিস্তার করে, সুস্হ পরিবেশ তৈরী করে না।

ধন্যবাদ ভাই, ভাল থাকেন। একটা সুস্হ, শান্তিপূর্ন সমাজ চাই ।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

শার্লক বলেছেন: যে নিজেকে খোদা হিসেবে দাবী করে তার জন্য সহানুভূতি দেখাইলে আমাদের যে গুনাহ হবে সেটা কি কেউ বোঝে না!!! তারা কি ভুলে গেছে ফেরাউনের কথা, যে নিজেকে খোদা বলে দাবী করতো। একটা কীটের জন্য মানুষের এতো সহানুভূতি কেন?

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

রাতুলবিডি২ বলেছেন: জিললুর রহমান বলেছেন: মগা নিজেরে আল্লা দাবী করে। কিন্তু মানুষের হাতে মাইর খায়, এটা কেমন আল্লা?

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

ওই চোরা বলেছেন: শার্লক বলেছেন: যে নিজেকে খোদা হিসেবে দাবী করে তার জন্য সহানুভূতি দেখাইলে আমাদের যে গুনাহ হবে সেটা কি কেউ বোঝে না!!! তারা কি ভুলে গেছে ফেরাউনের কথা, যে নিজেকে খোদা বলে দাবী করতো। একটা কীটের জন্য মানুষের এতো সহানুভূতি কেন?


কারণ সে নাস্তিক


আর আমি খবর পাইছি, হেরে মারছে তার এক কালের পরানের দোস্ত রহমান পিয়ালের চামচারা। তাইতো আওয়ামীলীগাররা আক্রমন কারীকে নিয়ে তেমন হাউ করতাছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.