![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটকালে বাবা মা শাসন করত, বকা ঝকা, মার পিট খেয়েছি ।ছোট কালে আমাদের বাসার শাসন ব্যবস্হা একটু কঠোর-ই ছিল বৈকি । বন্ধুরাও বলত তোর মা খুব রাগী !
কিন্তু কখনও বাবা মা গালি দিতেন না । আমার মা গালি , ( ... বাচ্চা .. বাচ্চা ) এসব শব্দ কঠোর ভাবে এড়িয়ে চলতেন । কাজের লোক, বাইরের লোক এদেরকেও, বাসার কেউ যেন কখনও ( ... বাচ্চা, .. বাচ্চা জাতীয় ) গালি না দেয় সেটা লক্ষ রাখতেন ।
তবে জল মাটির এই নশ্বর পৃথিবীতে, কিছু কিছু সৃষ্টি আসলেই গালির উপযুক্ত । এদের গালি না দিয়ে পারা যায় না। এমন 'আসলেই গালির উপযু্ক্ত' কাউকে বাবা যদি কখনও গালি দিয়ে ফেলতেন, তখনও মা রাগারাগি করতেন । তার যুক্তি ছিল এতে বাচ্চারা গালি দেওয়া শিখে যায় । বাচ্চারাও দেখাদেখি গালি দিতে অভ্যস্হ হয়ে যায় ।
মার এই প্রখর বুদ্ধিমত্তা আর সচেতনতায় আমরা ছোট থেকে গালাগালিতে অভ্যস্হ হয়ে উঠিনি । এগুলো মুলত পারিবারিক শিক্ষা ।
অনেকই হয়ত এমন মা পায় নি, ব্লগে অনেকের লেখা পড়ে তাই মনে হয় !
বড় হয়ে আমি একজন গুরু খুজে পাই । আধ্যাতিক গুরু, সুফীবাদের গুরু। তার কাছ থেকে জীবন সম্পর্কে নতুন করে বুঝতে শিখি । চিন্তা চেতনার ভিন্ন মাত্রা সামনে আসে। তার একটা বাণী, একটা শিক্ষা : যাদের কাছে দলীল প্রমাণ কম, তারা গালি দেয় বেশী !
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
রাতুলবিডি৪ বলেছেন: আমাকে একজন ভাল মা দাও , আমি তোমাকে একটা ভাল জাতি দেব ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: চামে চামে গালিবাজদের মা - বাপরে গালি দিয়া দিলেন !
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
রাতুলবিডি৪ বলেছেন: গালিবাজদের মা - বাপরে গালি ?
কেমনে ?
গালিবাজরা বুঝবেই না কাকে গালি দেওয়া হল !
আর সেক্ষেত্রে তো সেটাকে গালিও বলা যায় না!
এতটুকু বোঝার মত শিক্ষাও ওদের মা - বাবা দেয়নি !
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১
ঢাকাবাসী বলেছেন: ওসবে হবেনা। এখন কথার বদলে গাল, গালির বদলে মাইর আর মাইরের বদলে মার্ডার এসবই আইন! না পারলে মাঠ থেকে আউট!
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
রাতুলবিডি৪ বলেছেন: হুম,
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেমন যেন সমাজটা হয়ে গেছে কথায় কথায় গালি!! আর মাকে গালি একটা মামুলী ব্যাপার হয়ে গেছে!!!
পরিত্রাণের উপায় তো দেখি না।