![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু মাকসুদ । খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯২ ব্যাচের । ও পড়ত প্যানিং - এ আর আমি সিএসই । পাশ করার পর ১৯৯৯ - এ একবার দেখা হয়, বুয়েটের শহীদ স্মৃতি হলে। ও সম্ভবত এম ইউ আর পি করছিল।কলেজ জীবন থেকে তাবলীগের সাথে যুক্ত ছিলাম, মাকসুদও তাবলীগে ৩ দিন ১০ দিন সময় দিত । আমি তখন পাকিস্তান -ভারত থেকে তিন চিল্লা দিয়ে ফেলেছি।
সমস্যা হল আমার বিভিন্ণ বিষয়ে প্রশ্ন করার প্রবণতা আমার তাবলীগী ভাইরা খুব একটা ভাল চোখে দেখত না । কিন্তু এভারেষ্টের মত বিভিন্ন বিষয়ে আমার মনে সময় সময় বিভিন্ন প্রশ্ন উকি দিত । কোনটা ঠিক তাবলীগ না জেহাদ ? তবলীগ জামাত জেহাদ করবে কবে ? মুসলমানদের নেতা কে ? মুসলিম বিশ্বের সংকট উত্তরণের উপায় কি ?
তালেবান ঠিক না তাবলীগ জামাত ?
শেষ মেষ ঠিক করলাম মাদ্রাসায় ভর্তি হব, নিজে নিজে কোরাণ হাদীস পড়ার যোগ্যতা অর্জন করব, তারপর দেখব আসলে কোনটা কি ? কোরাণ হাদীসে কি বলে!
বন্ধু মাকসুদ বলল : দেখ রাতুল জীবন একটাই, যেটা মনে হয়েছে করে ফেল, আফসুস রাখতে নেই ।
©somewhere in net ltd.