![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় ,
মডারেশণ পরিষদ,
বিষয় : সেফ হইবার আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার বর্তমান নিকটি অদ্যবধি একান্ত অনুগত, বাধ্যগত আচরণ করে চলছে । আমি দীর্ঘ একবছর পর জেনারেল হই । এই দীর্ঘ সময়ে অনেক অনেক পোষ্ট লিখি, কপি পেষ্টও মারি । ফেবু তে শেয়ার করে বেশ কিছু কমেন্টও পাই।
তাহা হইলেও অদ্যবধি সেফ না হওয়াতে আমার পোষ্ট প্রথম পাতায় অতি সংক্ষেপ আকারে আসে । ফলে আমি মত প্রকাশের ক্ষেত্রে বেশ কোন ঠাসা অবস্হায় থাকি। আবার পোষ্টের ছবিও পাঠক প্রথমেই দেখতে পায় না, ফলে আমি বিপুল পরিমাণ পাঠক হারাচ্ছি।
অতএব জনাবের নিকেট আকুল আবেদন আমাকে দ্রূত নিরাপদ করিয়া বাধিত করিবেন ।
নিবেদক
রাতুলবিডি
বি দ্র : নিরাপদ হইলে নিরাপদ পদ্ধতিতে পোষ্টের জন্ম নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হইব।
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
রাতুলবিডি৪ বলেছেন: আলহামদুলিল্লাহ ।
এই 'শীঘ্র' টা কি 'মৃত্যু অতি নিকটবর্তি' কিংবা ' জীবন খুব ছোট' এরকম ?
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮
ফলক বলেছেন: যেকোন বিষয়ে নিয়ে আপনার লেবু চিপে তিতা করার বিষয়টা মডারেশন খারাপ চোখে দেখছে বলে হয়ত আপনাকে এখন জেনারেল করা হয়নি। মডারেশন প্যানেলের কাছে আমার আকুল আবেদন আপনার এহেন কাজগুলোকে ছেলেমানুষে মনে করে যেন সেইফ করে দেয়া হয়
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১
রাতুলবিডি৪ বলেছেন: মডারেশন প্যানেলের কাছে আমার আকুল আবেদন আপনার এহেন কাজগুলোকে ছেলেমানুষে মনে করে যেন সেইফ করে দেয়া হয়
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮
সিস্টেম অ্যাডমিন বলেছেন: আমি সিস্টেম অ্যাডমিন হিসাবে আপনাকে বলছি, আপনার আবেদন খুব শীঘ্রই বিচার করে দেখা হবে !