![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" ভাই সামনের বছর এভারেষ্ট যেতে চাই কিভাবে যাব ?" মাউন্টেনিয়ারিং এর অভিজ্ঞতা ছাড়া, হাই অলটিচিউড ট্রেকিং এর দীর্ঘ এক্সপেরিয়েন্স নেই , এমন কোন লোক ট্রেকিং কমুনিটিতে এ প্রশ্ন করলে এটাকে 'বিনুদুন' হিসেবেই নেয় ।
আমাদের পাড়ায় এক হাফেজ সাহেব আছেন, নাম মামুন । হাফেজ মামুন । তার ছোট কাল থেকেই দেখছি, কথা বার্তা হয়। বেশ কিছুটা আধুনিক টাইপের । বন্ধুদের সাথে মাইক্রো ভাড়া করে বছরে দু এক বার কক্সবাজার - টেকনাফ ঘুরতে যায় । ফেসবুক চালায় । ঘুরাঘুরির আগ্রহ থাকার সুবাদে আমার সাথে বেশ গল্পগুজব হয় । একদিন কথায় কথায় আমাকে বললেন " চলেন এভারেষ্ট মাইরা আসি" । উনি কেওক্রাডং যাননি, চন্দ্রনাথেও চড়েন নি । এখন ওনাকে আমি কি বলব খুজে পেলাম না ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন আরেক বীরের খবর পেলাম......
স্ব-ঘোষিত মুন্না ভাই এমবিবিএস বাংলা ভার্সন! স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম!!!!!!
বিশ্বাস হয় না!!!????
নিজেকে মুন্না ভাই এমবিবিএস বললেন স্বাস্থ্যমন্ত্রী
- See more at: Click This Link
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
রাতুলবিডি৪ বলেছেন: আমাদের দেশের জাতীয় বীর এমনও পাওয়া যায়, জীবনে মাউন্টেনিয়ারিং করেননি, হাই অলটিচিউড ট্রেকিং এর সাথেও সম্পর্ক নেই, ঘোষণা দিয়েই এক বছরের মাঝে বিশ্বের শীর্ষ চুড়া জয় । তাই বলছই হাফেজ সাহেব আর খারাপ কি বললেন ?