![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৪৩ সালে আব্রাহাম মেসলো মানবের প্রেরণা- প্রেষণা বিশ্লষণে এক যুগান্তকারী তত্ত্ব দেন। সাইকোলোজী এবনড বিজনেস স্টাডিজ এ যেটা যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে এক অণিবার্য তত্ত্ব হিসেবে । সুখের সন্ধানে ধাবমাণ মানব প্রজন্ম অবিরাম অবিরত ধাবমান তার চাহিদা পুরা করার লক্ষ্যে । মানুষ যা চায় তা পেলে একপ্রকার পরিতৃপ্তি খুজে পায় , আর সেই পাওয়াটাই তার প্রেষণার উৎস।
কম কথায় বলতে গেলে মানুষ প্রথমত বাচার চেষ্টা করে , এর পর নিরাপত্তা চায় , এরপর তার চাহিদা তাহকে সামাজিক স্বীকৃতি । আর সবার শেষ সে চায় আত্ম প্রকাশ - প্রচার ।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
রাতুলবিডি৪ বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও!!
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০
কামরুন নাহার বীথি বলেছেন:
মানুষ প্রথমত বাচার চেষ্টা করে , এর পর নিরাপত্তা চায় , এরপর তার চাহিদা তাহকে সামাজিক স্বীকৃতি । আর সবার শেষ সে চায় আত্ম প্রকাশ - প্রচার । -------
শ্বাশত বাণী!!! অনেক ধন্যবাদ ভাই!!!