![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !
মানুষকে চেষ্টা করতে হবে । তবে চুড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে । তাই দোয়া ছাড়া গতি নাই ।
বসুন্ধরা মসজিদ দেশের একটা বড় মসজিদ । এই মসজিদের মাইকের / সাউন্ড সিস্টেমের কাজ করার জন্য মুফতি আব্দুর রহমান সাহেব দেশের বড় একটা প্রতিষ্ঠান 'ইউনিক'কে দায়িত্ব দেন । কিন্তু মাইকের সমস্যা দূর হচ্ছিল না । টেকনিশিয়ান কাজ করতে করতে কাহিল কিন্তু সমস্যা দূর হচ্ছিল না । বেচারা হতাশ হয়ে একবার হুজুরকে বলল: হুজুর দোয়া করেন ...
হুজুর পরে একবার বললেন আমি ভেবেছিলাম ভাল প্রতিষ্ঠান আনলাম, পয়সা খরচ করব, কাজ হয়ে যাবে, এখন দেখছই দোয়ারও প্রয়োজন! টেকনিশিয়ান তো প্রযুক্তির লোক, এখন সে -ও বলছে দোয়া !
আমার বন্ধু মাওলানা হুসাইন এক মসজিদে নামাজ পড়ায় । নীচু জায়গায় টং ঘরের মত মসজিদ, টয়লেট নেই । আমি শুনলাম চার-পাচটা রিং আর একটা স্ল্যাব হলে টয়লেট বানানো যাবে, এগুলোর দাম ৩০০০ টাকার মত। আর ছারদিকে ঘেরের ব্যবস্হা করলে খরচ হবে ৫/৬ হাজার । বন্ধু মিঠুর কিছু টাকা ছিল ধর্মীয় কাজে খরচ করার জন্য, সেখান থেকে ৩০০০ টাকা বন্ধ মাওলানা হুসাইনকে দিয়ে বললাম কাজ শুরু করেন, বাকীটা আল্লাহ ভরষা ।
সব কিনা হল, কাজ হয় না ! মুসল্লীরা কি একটা বিষয়ে একমত হতে পারছে না! ঠেলা ঠেলি চলছে । আমি বন্ধুকে বললাম ভাই দোয়া করেন, ভেবেছিলাম পয়সা খরচ করলেই কাজ হয়ে যাবে, এখন দেখছি দোয়ারও দরকার ।
বন্ধু গুলজার বলেছিল টাকা ধার দিবে, কথা মত তাকে কিছুদিন পর মেইল দিলাম, মেইল চলে গেল স্পাম ফোল্ডারে । অথচ এই একাউন্ট থেকে ওর সাথে আগেও মেইল আদান প্রদান হয়েছে ! আর বারবার টাকা চেয়ে মেইল করাটাও অভদ্রতা । আল্লাহর উপর ভরষা করে বসে আছি, মন খারাপ হয়নি, ভেবেছি হয়ত কোন অসুবিধা আছে। আবার ভাবছিলাম যে কাজে ধার চেয়েছি হয়ত কাজটা আল্লাহ তায়ালা পছন্দ করছেন না ...
একদিন দেখলাম মেইল এসেছে, টাকা পাব। বুঝলাম টাকা দিয়ে সব হয় না, বন্ধু দিয়েও না। আল্লার কাছেই চাইতে হবে, তিনি চাইলেই হবে ।
২| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
rasel246 বলেছেন: সৎ নিয়ত এবং সৎ কাজে সব সময় আল্লাহ্ সাহায্য করেন।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না...