![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !
হেফাজতের দাবী ছিল খুব স্পষ্ট : ধর্মীয় অবমানণাকারীদের শাস্তি । আর আমাদের দেশের ৯৯ ভাগ ধর্মীয় অবমানণা ব্লগে - ফেসবুকে তথা নেটেই হয়ে থাকে, তাই ইন্টারনেট এক্টিভিষ্টরাই অভিযুক্তদের মাঝে ছিল। এখানে একটা বিষয় পরিষ্কার ভাবে বলা দরকার অভিযুক্ত সকলেই ছিল ইন্টারনেট এক্টিভিষ্ট বা ব্লগার, কিন্তু সকল ব্লগাররাই অভিযুক্ত ছিল না । চতুর কোন মহল প্রচারণা চালায় ব্লগারদের বিপক্ষেই হেফাতের আন্দোলন ! নির্বোধ কিছু লোক সেটাকে মনে প্রাণে বিশ্বাস -ও করে নেয়!
হেফাজতের সমস্যা ছিল তারা তাদের অবস্হানকে পরিষ্কার করতে পারেনি। তারা সব নাস্তিক ব্লগার নয়, কেবল ধর্ম অবমাণনাকারীদের শাস্তিই হেফজাত বা হুজুরদের দাবী ছিল । সেটা এ দেশের সংখা গড়িষ্ঠ ধর্ম প্রাণ মুসলমানদেরও দাবী ছিল। হেফাজতের আরেকটি ভুল ছিল মুল ইসুটি সামনে না এনে দীর্ঘ ১৩ দফা নিয়ে আন্দোলনে যাওয়া । বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ হলেও কঠোর ইসলামী অনুশাসনে চলতে অভ্যস্ত নয়। অথচ হেফাজতের ১৩ দফা ইসলামী শরীয়ার হার্ড লাইন ইম্পিমেন্টেশন, যেটা আমাদের দেশে এই মুহুর্তে সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
রাতুলবিডি৫ বলেছেন: আমার প্রশ্ন আওয়ামী ভক্ত ব্লগার বুদ্ধিজীবি সোচ্চার আন্দোলন কর্মীদের প্রতি: হেফাজতে জামাতে ইসলাম কে ? আওয়ামীলীগ না আল্লামা শফি ?
অতীতের সোচ্চার কন্ঠে আগে যা-ই বলে থাকেন না কেন, এখন তারা আওয়ামীলীগকে হেফাজতে জামাত লীগ বলেন না কেন ?