নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাটি চালান দিয়ে খুঁজে ফিরি সমাজের নানা আসঙ্গতি ।

বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়

বাটি চালান

বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়

বাটি চালান › বিস্তারিত পোস্টঃ

হুসাইন এর কালজয়ী বিপ্লব ও আমাদের শিক্ষা ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

যারা কালকে জয় করে । তারা সারা জীবন হুসাইন এর মত মানুষের মাঝে বেঁচে থাকে । আজ আশুরা তাই এ সম্পর্কে হুসাইন কে নিয়ে চিন্তাশীল মানুষের মূল্যায়ন -

death with dignity is better than living a life with humiliation .





মহাত্মা গান্ধী বলেন , my faith is the progress of islam does not depend on the use of sowrd , but on the supreme sacrifice of imam hossain .

- I learn from hussain how to achieve victory whist being oppressed '





Charle Dickens said , ' If Hussain had fought to quench his worldly desire then I do not understand why his sister , wife and children accompanied him . it stand to reason therefore that he sacrified purely for islam "







আলী শরিয়তি বলেন , হুসাইন এর জীবন এর চেয়ে তাঁর লক্ষ্য আরও বড় ।





Antonie Bar said , if hussain was christian , we would have put up a flag and a minaret for him in every part of the earth and called the people to christianity "





কারবালার সাক্ষী হযরত জয়নাব (সা.) বলেছিলেন,'কারবালায় সৌন্দর্য ছাড়া অন্য কিছুই দেখিনি।





এতক্ষণ দেখলেন ,পরলেন কালজয়ী হুসাইন কে নিয়ে অন্যদের মূল্যায়ন । কিন্তু ইমাম হুসাইন আমাদের উদ্দেশে কি বলেছেন । হুসাইন বলেন , if you do not believe in religion at least be free in your life’

- তিনি মানুষরে হুশিয়ার করে বলেন , 'ইয়াজিদ এর মত লোক যদি উম্মতের রক্ষক হয় তাহলে এখানেই ইসলাম এর ক্ষান্তি '

-- হোসাইন বলেন, “আমি কোন যশ বা ক্ষমতার লোভে কিংবা কোন ফেতনা-ফেসাদ সৃষ্টি করার জন্য বিদ্রোহ করছি না । আমি শুধুমাত্র আমার নানার (মুহম্মাদ [সাঃ] ) উম্মতের মধ্যে সংস্কার করতে চাই । আমি চাই সৎকাজে আদেশ দিতে আর অসৎকাজে নিষেধ করতে [ সুকৃতির প্রতিষ্ঠা এবং অন্যায়ের মূলোচ্ছেদ ] '

-- হোসাইন বলেন, “ হে মানুষ ! জেনে রেখো যে, জগতে একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর কিছু নেই যার কাছে তুমি নিজেকে সোপর্দ করতে পারো । যার কাছে তুমি নিজের আত্মা ও জীবনকে বেঁচে দিতে পারো । তোমরা দুনিয়ার কাছে নিজেকে বেঁচে দিও না, স্বাধীন ও মুক্ত মানুষ হও, দাসত্বের শৃঙ্খলে নিজেকে বেঁধে ফেলো না । ইসলামের অনুসারী হও । একমাত্র আল্লাহ্‌র ইবাদত কর । তাহলেই পরাধীনতার শৃঙ্খল তোমাকে স্পর্শ করতে পারবে না । একমাত্র আল্লাহ্‌ ছাড়া অন্য কেউই উপাসনার যোগ্য নয় । একমাত্র আল্লাহ্‌কে উপাসনা করো তাহলে দুনিয়া নিজেই তোমাদের পদতলে সমাহিত হবে । ”



অনেকে তো বলেছে ক্যান এত অল্প শক্তি নিয়ে ইয়াজিদ এর বিশাল বাহিনীর সামনে যাবে । হুসাইন এর উত্তর সহজ , সরল । কেবল ইব্রাহীম একা নমরুদ এর বিরুদ্ধে , মুসা তার ভাই হারুন কে নিয়ে সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসক ফেরাউন এর বিরুদ্ধে , মোহাম্মদ সঃ একা বিপ্লব এর ডাক দিয়েছে আর জনগণ আত্মিক শক্তিতে বিজয়ী হয়েছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.