![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়
যারা কালকে জয় করে । তারা সারা জীবন হুসাইন এর মত মানুষের মাঝে বেঁচে থাকে । আজ আশুরা তাই এ সম্পর্কে হুসাইন কে নিয়ে চিন্তাশীল মানুষের মূল্যায়ন -
death with dignity is better than living a life with humiliation .
মহাত্মা গান্ধী বলেন , my faith is the progress of islam does not depend on the use of sowrd , but on the supreme sacrifice of imam hossain .
- I learn from hussain how to achieve victory whist being oppressed '
Charle Dickens said , ' If Hussain had fought to quench his worldly desire then I do not understand why his sister , wife and children accompanied him . it stand to reason therefore that he sacrified purely for islam "
আলী শরিয়তি বলেন , হুসাইন এর জীবন এর চেয়ে তাঁর লক্ষ্য আরও বড় ।
Antonie Bar said , if hussain was christian , we would have put up a flag and a minaret for him in every part of the earth and called the people to christianity "
কারবালার সাক্ষী হযরত জয়নাব (সা.) বলেছিলেন,'কারবালায় সৌন্দর্য ছাড়া অন্য কিছুই দেখিনি।
এতক্ষণ দেখলেন ,পরলেন কালজয়ী হুসাইন কে নিয়ে অন্যদের মূল্যায়ন । কিন্তু ইমাম হুসাইন আমাদের উদ্দেশে কি বলেছেন । হুসাইন বলেন , if you do not believe in religion at least be free in your life’
- তিনি মানুষরে হুশিয়ার করে বলেন , 'ইয়াজিদ এর মত লোক যদি উম্মতের রক্ষক হয় তাহলে এখানেই ইসলাম এর ক্ষান্তি '
-- হোসাইন বলেন, “আমি কোন যশ বা ক্ষমতার লোভে কিংবা কোন ফেতনা-ফেসাদ সৃষ্টি করার জন্য বিদ্রোহ করছি না । আমি শুধুমাত্র আমার নানার (মুহম্মাদ [সাঃ] ) উম্মতের মধ্যে সংস্কার করতে চাই । আমি চাই সৎকাজে আদেশ দিতে আর অসৎকাজে নিষেধ করতে [ সুকৃতির প্রতিষ্ঠা এবং অন্যায়ের মূলোচ্ছেদ ] '
-- হোসাইন বলেন, “ হে মানুষ ! জেনে রেখো যে, জগতে একমাত্র আল্লাহ্ ছাড়া আর কিছু নেই যার কাছে তুমি নিজেকে সোপর্দ করতে পারো । যার কাছে তুমি নিজের আত্মা ও জীবনকে বেঁচে দিতে পারো । তোমরা দুনিয়ার কাছে নিজেকে বেঁচে দিও না, স্বাধীন ও মুক্ত মানুষ হও, দাসত্বের শৃঙ্খলে নিজেকে বেঁধে ফেলো না । ইসলামের অনুসারী হও । একমাত্র আল্লাহ্র ইবাদত কর । তাহলেই পরাধীনতার শৃঙ্খল তোমাকে স্পর্শ করতে পারবে না । একমাত্র আল্লাহ্ ছাড়া অন্য কেউই উপাসনার যোগ্য নয় । একমাত্র আল্লাহ্কে উপাসনা করো তাহলে দুনিয়া নিজেই তোমাদের পদতলে সমাহিত হবে । ”
অনেকে তো বলেছে ক্যান এত অল্প শক্তি নিয়ে ইয়াজিদ এর বিশাল বাহিনীর সামনে যাবে । হুসাইন এর উত্তর সহজ , সরল । কেবল ইব্রাহীম একা নমরুদ এর বিরুদ্ধে , মুসা তার ভাই হারুন কে নিয়ে সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসক ফেরাউন এর বিরুদ্ধে , মোহাম্মদ সঃ একা বিপ্লব এর ডাক দিয়েছে আর জনগণ আত্মিক শক্তিতে বিজয়ী হয়েছে ।
©somewhere in net ltd.