নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারমার কাটকাট দিন শেষ।

ঝাকের কই হবার চেয়ে বন্ধুহীনথাকা ভাল, বিবেক বিক্রি করুম না, পারলে ঠেকাও ! [email protected]

রাতুল"

এই আইডিটা আমার খুব প্রিয়। যখন খুব একাকী ছিলাম এই চরিত্রটি আমাকে অনেক সাহায্য করেছে নিজেকে জাগিয়ে তুলতে। আইডিটা হয়ত ব্যানও হয়ে যাবে শেষ পর্যন্ত। তারপরেও বলব, আজকে হয়ত আর একা নয়, এই আইডিটাকে অত দরকারও নেই, পাশে অনেক মানুষ, কালকে আরও অনেক মানুষ থাকবে, তারপরও এই আইডিটা হারানোর ব্যথা আমার ঠিকই থাকবে।

রাতুল" › বিস্তারিত পোস্টঃ

মনে হইতাসে দুনিয়াডারে ধইরা থাবড়াইX(

২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪১

কিছু ভাল্লাগতাসে না এইডা কি আমার দোষ

সবকিছুই কেমনে কইরা উল্টা দিকে যাইতেছে

চাই একটা হয় আরেকটা, সব শালাই ফিলোসফি মারে

মনে হয় দুনিয়াডাড়েই থাবড়াইয়া কানে পট্টি লাগাইয়া দেই

যত রাগ সব আইতাসে এই ভোন্দাই-স্বার্থপর পৃথিবীটার উপর

ইচ্ছা করতাসে ভাংচুর করি যা আছে সব

থাবড়াইতে থাবড়াইতে নিজের ঝাল মিটাই!



মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৬

আরাফাত সেতু বলেছেন: হা হা হা,মজা পাইছি ভাই, হ্যাব্বি মজা!!!!!!

২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৭

রাতুল" বলেছেন: আমিত মজার কিছু কই নাই :(

২| ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৯

অতৃপ্ত আত্মা বলেছেন: মনের মতো কথা বলেছেন দেননা কয়েকটা ভন চটকানা চোখে জাতে জুনি পোকা দেখে।

২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০৯

রাতুল" বলেছেন: ইচ্ছা ত করতাসে, রাগে শরীরডা জ্বলতাসে!

৩| ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৪

ঊন্মাদ বলেছেন: আমার ইচ্ছা করতাছে দুনিয়াডারে হেমানদিস্তায় গুড়া করি, আবার ইচ্ছা করে সুতায় বাইন্ধা মাথার উপরে বন বন কইরা ঘুরাই।

..... আছি আফনের লগে।

২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৭

রাতুল" বলেছেন: একেবারে ঠিক কথা কইসেন। মাঝে মাঝে মনে লয় একটা বাশ লইয়া সিনেমার মতন সব ভাইংগা দেই। তচনচ করি.....জানি না কেন এমন মনে হইতাসে!

৪| ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৭

দেশী পোলা বলেছেন: উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে, কনক উদয়াচলা দিনমনি যেন, অংশুমালি

রাবনের মত করে রামের দুনিয়া ভেংগে দেন

২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৯

রাতুল" বলেছেন: এইরকম যদি হইতে পারতাম অনেক ভালা হইত!

৫| ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭

মনির হাসান বলেছেন: কি হইছে । বিলা হইছেন ক্যালা ?

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৭

রাতুল" বলেছেন: এম্নি

৬| ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১৭

প্রতিচ্ছবি বলেছেন: আমারও মাঝে মাঝে মনে হয় দুনিয়াডারে ধইরা একটা আছাড় দেই!!

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৮

রাতুল" বলেছেন: :)

৭| ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২০

প্রতিচ্ছবি বলেছেন: আমারও মাঝে মাঝে মনে হয় দুনিয়াডারে ধইরা একটা আছাড় দেই!!

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৭

রাতুল" বলেছেন: মন ভালা হইয়া গেছে

৮| ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০০

আশরাফ মাহমুদ বলেছেন: :|

২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৪২

রাতুল" বলেছেন: মন ভালা এখন :)

৯| ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৩

পরিবর্তনবাংলা বলেছেন: কোন উপায় নায় যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.