![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি ছিলাম মেতে
খুব খুশীতে
তোমার সাথে প্রেমের পায়ে
তোমার হাতের আঙুলগুলি
দিত বুলি
কি আবেশে, আমার গায়ে
এখন আমি ভাবছি বশে-হ্রিদয় চষে,
নামটি কোথায় লেখা
বুকের মাঝে মুক্তো খোঁজে
কোন ডুবুরী, কোন ডুবুরী, কোন ডুবুরী একা?
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর।
শুভ কামনা রইল।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
shfikul বলেছেন: কবিতায় ।কেমন আছেন আপনি?মাহফুজ ভাল আছিস! ! ! ! ! !?
আরও কবিতা চাই।নিয়মিত লিখবেন আশা করি।ভাল থাকুন সব সময়।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
shfikul বলেছেন: কবিতায়+++ ।কেমন আছেন আপনি?মাহফুজ ভাল আছিস! ! ! ! ! !?
আরও কবিতা চাই।নিয়মিত লিখবেন আশা করি।ভাল থাকুন সব সময়।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
শের শায়রী বলেছেন: রাতুল( মনে আছে তো এই নামটা) চালিয়ে যা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ++