![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার কাব্য
আসাদুল্লাহ-আল-গালিব, অর্থনীতি বিভাগ,পাবিপ্রবি
স্বপ্ন রানী তুমি কি অধরা্ই থাকবে,
আমার ভালবাসা কি কখনোই তোমাকে স্পর্শ করতে পারবেনা ?
তোমাকে কি কখনোই মুখ ফুটে বলতে পারবনা,
হে আমার প্রেমময়ী, আমি তোমায় অনেক অনেক ভালবাসি ।
আমার ভালবাসা নিয়ে,
তোমার মনের দরজায় সবসময় ঘোরাফেরা করি,
তোমায় ইশারা ঈঙি্গতে,সবভাবে বোঝানোর চেষ্টা করি,
আমি এখানে এসেছি শুধু তোমারি জন্য ।
কিন্তু হায়,ব্যথ আমার ভালবাসা,তোমাকে বোঝাতে ব্যথ আমি ।
তবু ,আজো আমি স্বপ্ন দেখি-
তোমার হাত ধরে আমি ঘুরছি,পথ থেকে প্রান্তরে,
সবখানে আমি খুঁজেছি তোমারই অস্তিত্ব ।
যেখানে যখনই
আমার ভালবাসার নোঙ্গর ফেলতে চাই,
তখন্ই দেখি সেইখানে ,আমার আগেই কে্উ
নোঙ্গর ফেলে বসে আছে।
আমার আর নোঙ্গর ফেলা হয় না।
নৌকা চলছে তো চলছে্,চলছে তো চলছে্ই,
তা কখনো থামবে না,কেউ থামাতে পারবেনা।
এ যে আমার ভালবাসার নৌকা।
©somewhere in net ltd.