![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষের অমূল্য সম্পদ। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। এ কথা গুলো অনেক পুরনো। কিন্তু এ কথা গুলো ইতিহাস বলছি। আমি একটি গল্প পড়েছিলাম অনেক ছোটবেলায়। পুরো গল্পটা আমার মনে নেই। তবে গল্পটার নাম ছিল ‘চিঠি এলো পড়বে কে?’। তবে লেখকের নামটা আমার মনে নাই। গল্পটার সারমর্মটা আমি বলে দিচ্ছি। এক ছেলে ঢাকায় চাকরি করে সে তার মায়ের কাছে চিঠি লিখেছে। প্রায় এক সপ্তাহ পর চিঠিটা তার বাড়িতে চিঠিটা পৌঁছেছে। কিন্তু পুরো গ্রামে একজন লোকও নেই যে সেই চিঠিটা পড়তে পারবে। ছেলের বাবা মাঠ থেকে কাজ করে অাসল তারপর মা বলল যে ছেলের চিঠি এসেছে ঢাকা থেকে চিঠি পড়াইতে হবে। বাবা গোসল করে দূরবর্তী একগ্রামে এক ছাত্র আছে তার কাছে ছুটে গেল চিঠি পড়াইতে কিন্তু দুঃখ জনক সেদিন ঐ ছেলেটি বাড়ীতে ছিল না। পরবর্তী দিন সে সকাল বেলায় রওয়ানা হইল কিন্তু সে দিন ঐ বৃদ্ধ সেখানে পৌছতে পৌছতে সে স্কুলে চলে গেল। সে আবারও ফেরত আসল সে তার স্ত্রীকে বলল আজও সে পড়াইত পারল না। পরের দিন সে আবারও ঐ ছাত্রের উদ্দেশ্যে রওয়ানা হইল ঐ দিন সে সেই ছেলেকে দিয়ে চিঠি পড়াইল মনযোগ সহকারে সে তা শ্রবণ করল। তারপর তার স্ত্রীকে এসে তার ছেলে চিঠিতে কি লিখছে তা বলল। শুনে তার স্ত্রী খুব খুশি হইল। কিন্তু আজ আর সেই যুগ নাই। শিক্ষায় আমরা আজ অনেক এগিয়ে। এসব গল্প শুনে অনেকেই অবাক হয়।
©somewhere in net ltd.