![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)
বিরহী পাথরের মতন পর্বত ছেড়ে
নেমে আসে ক্লান্তিরা।
আজ বিষণ্ন কোন পাতার শরীর
বিষাদে ভরেছে মন
হয়তো এখনি যাবে ভিজে
সহসা এক ফোঁটা জলে।
কোথাও কি কোন ভীষণ ভুল?
চাপা কোন অভিমান
রাতের আঁধারে ক্ষিপ্র ড্রোনের মত?
নাকি নিদারুন কোন স্মৃতিময়তায় ছেঁয়েছে শরীর?
বড় অভিমানী পাতার শরীর
ফুলেরা জানে না।
©somewhere in net ltd.