![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)
চিরতরে অন্ধ হয়ে যেতে পারি বালিকা
বিগত সকল ভুলের সামনে।
ভালবাসায় পাথুরে দেয়ালও হতে পারে
বেঁচে থাকার ললিত আশ্রয়।
ভালবাসা পেলে অজস্র বাস্পের রুদ্র মেঘও--
হয়ে উঠে কোমল জল,
অশান্ত কোন নদী
ছলাৎ ছল বয়ে ছড়ায় সুখ।
ভালবাসা অনিন্দ্য ঐশ্বির্য এক
আলো-ছায়ায় গড়ে নীড়
দুর্যোগে হয় পরিশুদ্ধ।
©somewhere in net ltd.