![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশি , সেই ছোট কাল থেকে এখন পর্যন্ত , জীবনের নানা রুপ , নানা বিপর্যয় দেখেছি , বুজেছি মানুষ হরেক রকমের হয় । দুঃখ দেখেছি , হাসি দেখেছি , কান্না দেখেছি , সামনে আরো দেখবো ।
মানুষ নামের জিনিষটি হরেক রকমের হয় , মানুষ যেমন হাসতে জানে , তেমনি কাদতে জানে , জানে কাদাতে । জীবনের অনেক অভিজ্ঞতার মাজে আজকের অভিজ্ঞতাটা অন্য রকমই মনে করছি । কেমন যেন একটা শংখ্যায় আছি !!!! যে যার মতাদর্শে চলবো এটাই তো নিয়ম ।
কিন্তু আমি কেনো পারবো না ?? আমিতো আর নির্বোধ না ,হা আমি আমার আদর্শেই চলবো , যাক না জান । জানের মায়া করেতো আর এই দেশ স্বাধীন হয়নি , জানের মায়া করলেতো আর আমার মায়ের ভাষা রাষ্ট্রভাষা পেতাম না । জান যাবে যাক না, আমি থাকবোই ন্যায়ের পথে । থাকবো দেশের পক্ষে , দেশদ্রোহীদের পক্ষে না ।
©somewhere in net ltd.