![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখান থেকে নেয়া । টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীকে (১৫) গণধর্ষণকারীদের একজন মনিরুজ্জামান মনি (৩৮) মুধুপুর উপজেলা যুবদলের তিন নম্বর যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
মধুপুর যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মনিরুজ্জামানের বাড়ি উপজেলা সদরে।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর শুক্রবার এক বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে তার বান্ধবী বিথি মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওই চারজনসহ কয়েকজন অবস্থান করছিল। তারা মেয়েটিকে বন্দি করে রেখে পরপর তিনদিন গণধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ১০ ডিসেম্বর সোমবার তাকে সদর উপজেলার রসুলপুর এলাকায় রেল লাইনের ওপর ফেলে রেখে যায় তারা। ওইদিনই অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরে মেয়েটির ভাইয়ের দায়ের করা মামলায় মনিরুজ্জামানসহ
পাঁচজনকে গ্রেফতার করে টাঙ্গাইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত বাকিরা হলেন-ভিকটিমের বান্ধবী বিথি আক্তার, ধর্ষণকারী শাজাহান আলী, নুরুজ্জামান গেদা ও হারুনুর রশীদ।
বুধবার বিথিকে একদিন ও মনিরুজ্জামানসহ বাকি চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসুন প্রতিবাদী হই সকল অন্যায়ের প্রতি ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
রায়হান হোসেন রানা বলেছেন: প্রভাবশালীদের প্রভাবে কাপছে আমার সোনার বাংলার মাটি ।
আপনার কথা সাথে একমত ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
আহসান২০২০ বলেছেন: খুনী, সন্ত্রাসী, ধর্ষকদের কোন দল নেই। ওরা সমাজের ক্যান্সার। সুতরাং ওদের সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। উপযুক্ত শাস্তি দিতে হবে এর।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
রায়হান হোসেন রানা বলেছেন: উপযুক্ত শাস্তি ফাঁশি চাই। ধন্যবাদ ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখলেন
দৃষ্টি আকর্ষণ
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.
আপনার মন্তব্য লিখুন
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
রায়হান হোসেন রানা বলেছেন: ভাই ধারুন লিখছেন , ফাঁশি চাই । যারা ধর্ষণের মত জগন্য তাদের কোন দল হতে পারে না । ফাশি চাই , তাদের যেকোন মুল্যে ।
শুধু আমার আর আপনার না সকলের সারা বাংলার এখই দাবী হওয়া উচিত ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্ষকের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, নেই কোনো সমাজ, কোনো পরিবার বা মনুষত্ব!! ওদেরকে আমি ডাকি নর্দমার কিট!!! মানুষের মাঝে বাস করলেই কিট মানুষ হয়ে যায়না.. তবে কিটের মানুষকে ক্ষতিগ্রস্থ করার ক্ষমতা কিন্তু ঠিকই থেকে যায়..........