নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি

আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি...

রায়হান হোসেন রানা

রায়হান হোসেন রানা › বিস্তারিত পোস্টঃ

আপনি কখনো কোন পশুকে এভাবে মেরে হত্যা করতে দেখেছেন ???

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

আপনি কখনো কোন পশুকে এভাবে মারতে দেখেছেন ??? এটি আফ্রিকার জঙ্গলে কোন বাঘ, বা সিংহ মারা দৃশ্য না । এটি আমারোই দেশের ফটিকছড়ি নামক স্থানের একটি ভিডিও। যেখানে কিছু ধর্মান্ধ গোষ্ঠীর মানুষ আল্লাহর ঘর মসজিদকে ব্যাবহার করে সাধারন জনগণকে উত্তেজিত করে এভাবেই পশুর ছেয়েও নির্মম ভাবে হত্যা করে এই মানুষটি কে । শুনেছি আমরা নাকি সভ্য সমাজের লোক , এটা কোন সভ্য সমাজ । যে সমাজে মানুষ মানুষকে এমন নির্মম ভাবে হত্যা করে এটা কোন সভ্য সমাজ হতে পারে না ।

ভিডিওটি দেখুন

সরকারের কাছে প্রশ্ন জনগনের নিরাপত্তা কোথায় ??

বিরোধী দলের কাছে , আপনআরা কি এটা সমর্থন করেন ??

মানবাধীকার কর্মীর কাছে , কোথায় আজ মানবতা ?

আমি জানি ভিডিওটি প্রকাশ বা শেয়ার করে আমি অপরাধী কিন্তু এই হীনমান্যতা শেষ হবার উপায় কি ???

মন্তব্য ৬৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮

স্বাধীন শোয়েব বলেছেন: জানি বললে বিশ্বাস করবেন না। তবে সত্যি হল এরা ডাকাত ছিল। এই ভিডিও আমি দেখেছি আরও এক বছর আগে। তার মানে এটা হেফাজতের ঘটনার নয়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯

আলাদীন বলেছেন: chatro league ke poshur shathe tulona kore apni poshuder opoman korlen.

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮

রায়হান হোসেন রানা বলেছেন: দূর্ভাগ্যে হলেও সত্য যে , আপনার মত পশু এখনো আমাদের দেশে আছে ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৩

স্বাধীন শোয়েব বলেছেন: এবার প্রমান সহ দেখেন।
https://www.youtube.com/watch?v=YaE66mj3kj8

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১০

সাঈফ শেরিফ বলেছেন: লুঙ্গি পরা ছাত্রলীগ?

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১২

রায়হান হোসেন রানা বলেছেন: @স্বাধীন শোয়েব , জানিনা আপনার দেওয়া ভিডিও লিংকটি , থাবা বাবার ওয়ার্ডপ্রেসের মত ভুয়া কিনা ? হতেও পারে ,
কেননা ছাগু পেইজ নামে পরিচিত বাঁশের কেল্লায় ফটিকছড়ির ঘটনাকে আওমুলীগের দলীয় কোন্দল বলে উল্লেখ করা হয়েছে , আর যদি আপনার কথা সত্য হত , তাহলে নিশ্চয় এই কথা বলত না।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৮

স্বাধীন শোয়েব বলেছেন: ভিডিও দেখছেন আপনি ? আপলোডের সময় দেখেননি?

আমি গত বছর এই ভিডিও টা দেখেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১

সাঈফ শেরিফ বলেছেন: @লেখক, এটা সেপ্টেম্বর ৯ ,২০১২ তে ইউ টিউবে আপলোড করা হয়েছিল, স্বাধীন শোয়েবের শেয়ার করা ভিডিওটিতে গিয়ে দেখুন। মিথ্যা তথ্য দিয়ে উস্কানিমূলক বার্তা দেয়া বন্ধ করুন।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১

বাঘ মামা বলেছেন: আমি বিশ্বাস করিনা এমন মানুষ গুলোকে আল্লাহ মেনে নিবেন,আমি আমার দিকে তাকিয়ে বুঝতে পারি এবং বিশ্বাস করি একটা মানুষকে বিধাতা কতটা ভালোবেশে বানিয়ে থাকেন।সেই মানুষ গুলোকে যখন অন্য মানুষ গুলো কুকুরের মত পিটিয়ে মেরে ফেলে তখন বিধাতা তাকে পুরুষ্কৃত করবেন এটা যদি আমাকে বিশ্বাস করতে বলে তো আমি বলবো সে বিধাতাকে জানেনা এতটুকুও।

উপরের ভিডিওটা না হয় ভুয়া,কিন্তু রাজশাহিতে যেই পুলিশকে হেলমেট আর আস্ত ইট মাথায় মেরে মারত চেয়েছিলো সেটা কোন দশকের ঘটনা আমরা কি জানিনা?

সবার মধ্যে শান্ত স্থীর মনোভাব আশা করছি,আল্লাহ এবং আল্লাহ সৃষ্টি নিয়ে আরেকবার ভাবুন।নিজেই হিসেব মিলাতে পারবেন আল্লাহ আসলে কেন এই পৃথিবী মানুষ বানিয়েছেন।কি চান তিনি তার বান্দার কাছে।এটার জন্য হাদিস জেহাদ মিলাদ গলদ সত্য কিছুই ঘাটা ঘাটি করতে হবেনা।

শুভ কামনা সবার জন্য

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৮

রায়হান হোসেন রানা বলেছেন: ভিডিওটা আপ দেয়ার পর ওটা দেখলাম তবে সন্দেহ হয় এটাও থাবা বাবার লিংকের মত ভুয়া কিনা ।
আর এটা সত্যি না হলেও নিচের দেওয়া লিংক্টা শতভাগ সত্যি ।
মানুষ কতটা নির্মম হতে পারে , সত্যিই ভাবতে অবাক লাগে ।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১

রায়হান হোসেন রানা বলেছেন: লিংক এটা দেখেছেন আপ্নে , এটা সম্ভব হলে ওটা কেনো নয় ।

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫

রায়হান হোসেন রানা বলেছেন: @স্বাধীন শোয়েব

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪

রায়হান হোসেন রানা বলেছেন: এটা

এটা

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৭

একাকী বাংলাদেশি বলেছেন: লেখক যদি এইটা ঠিক না হয় তাহলে আপনি আপনার বিবেকের কাছে দায়ী থাকবেন। লুঙ্গি পড়া ছাত্রলীগ ? এইটা ঠিক মনে হলো না।

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯

রায়হান হোসেন রানা বলেছেন: ঠিক নাও হতে পারে, এটার কি জবাব দিবেন ।
Click This Link

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৭

স্বাধীন শোয়েব বলেছেন: এইবার লাইনে আসছেন। যে কারনে ভিডিও লিঙ্কটা দিছিলাম সেটা বলি।

এইরকম ভিডিও লিঙ্ক সরকার বিরোধীরাও দিতে পারে। তখন কি জবাব দিবেন? ববেন জামাত শিবির মারা অপরাধ নয়।
আমি তাদের হয়ে সাফাই গাইতে আসিনি। মানুষ মেরে মেরে যদি জামাত শিবির মুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে হিটলারের ইহুদি নিধনকে কি বলবেন?

আমি যেই ভিডিও লিঙ্ক দিয়েছি সেটা ছিল কক্সবাজারে ডাকাত পিটিয়ে মারার দৃশ্য। মানুষ কেন ডাকাত পিটিয়ে মারে। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে এইসব কাজ মানুষ করে? আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নাই কেন? প্রকাশ্য দিবালকে একটা মানুষ কুপিয়ে মারার পর হত্যাকারীদের হয়ে সাফাই গায় স্বয়ং প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ্পরাগ মণ্ডল অপহরন মালার চার্জসীটে মূল আসামীদের বাদ দেয়া হয়েছে। তাই বলে কি মানুষের হাত বন্ধ করতে পারবেন।


বি দ্র : সরকার, মানবাধিকারজীবী আর চেতনাজীবীরা তাদের বিরোধীদের জামাতি শিবির বলে ট্যাগ করে বহু আগে থেকেই। আ্পনেও করতে পারেন।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

রায়হান হোসেন রানা বলেছেন: না আমি আপ্নারে জামাত শিবির বলতেছি না , বাট এমন নির্মম ভাবে হত্যার পক্ষ কেন নিলেন আপনি ? আমার বোধ্যগম্য নয় ।
সরকার পক্ষ বা সরকার বিরোধী আমি কোন ভাবেই এভাবে মানুষ হত্যার পক্ষে নই ।
ভিডিওটা আমি প্রথম যখন দেখেছি , সে রকম কোন প্রুভ পাই নাই যে এটা কক্সবাজার নাকি ফটিকছড়ির ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০

স্বাধীন শোয়েব বলেছেন: সরকারের শেষ সময়ে এসে এরকম ঘটা নতুন কিছু না। ২০০৬ সালেও দেখেছি। মোবাইলে ভিডিও অথবা মিডিয়া শক্তিশালী হলে এর আগের বছরগুলিতেও দেখতাম এসব।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

রায়হান হোসেন রানা বলেছেন: ভাল কথা , আপ্নিও লিখেন সমস্যা কোথায় । ২০০৬ এ যদি ছাত্রলীগও কাওকে এমন ভাবে হত্য করে থাকে তবে সেটাও আপনি ফোকাস করেন ... শুধু শুধু হত্যার পক্ষ নেন কেন ?

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১

স্বাধীন শোয়েব বলেছেন: আনারা বার বলেন মসজিদের মাইকে মানুষ ডেকে আনা হইছে। হুম আঞ্ছে ভালো কথা। আসার পর যদি দেখে এরা ছাত্র লীগের পলাপাইন, ্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ ইত্যাদি লীগের লোকজন তখন মানুষ এনিতেই ক্ষোভে ফেটে পড়ে। গত ৫ বছর সাধারন মানুষ কে এরা ক্ষমতার দম্ভে কম জ্বালায় নাই। এরা মানষকে অত্তাচার করার সময় জামাত কিংবা বিএনপি দেখে করেনাই। ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই এদের অত্যাচারের স্বীকার। আমাদের ও হতে হয়েছে। এলাকার ছাত্রলীগের টপ মাস্তানকে এভাবে পেটাতে দেখলে আমার হাত ও নিসপিস করবে। আপাতত লীগ নিয়ে বলছি। বিএনপি ক্ষমতায় গেলে সেটা দল ও হতে পারে।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

রায়হান হোসেন রানা বলেছেন: আনারা বার বলেন মসজিদের মাইকে মানুষ ডেকে আনা হইছে। হুম আঞ্ছে ভালো কথা। আসার পর যদি দেখে এরা ছাত্র লীগের পলাপাইন, ্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ ইত্যাদি লীগের লোকজন তখন মানুষ এনিতেই ক্ষোভে ফেটে পড়ে। গত ৫ বছর সাধারন মানুষ কে এরা ক্ষমতার দম্ভে কম জ্বালায় নাই।
আপনার কথা যদি সত্য হয়েও থাকে , এভাবে মাদ্রাসার কক্ষে নিয়ে পেটানোকে আপনি সমর্থন করেন ???? Click This Link

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

তোমোদাচি বলেছেন: আপনি উদ্দেশ্যমূলক ভাবে এই ভিডিও এখানে আপলোড করেছেন; আপনি হয় বেয়াক্কল, কিছু না জেনে ভিডিও একটা পেয়ে জ্বালাময়ী পোষ্ট লিখেছেন অথবা ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার জন্য এটি করে এখন ধরা খেয়ে ধানাই পানাই বকছেন।

আপনার অবস্থান ক্লিয়ার করুন!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

রায়হান হোসেন রানা বলেছেন: নো , আমি ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার জন্য দেই নাই । মানুষের মানবতা দেখে দিছি । যদিও ভিডিওর ক্যাপশন টা খানিক ভুল ছিল পরে ফিল করছি ।
ফেবুতে আমি ভিডিওটি দেখছি ।
আর যেই হউক ঢাকাত বা ছাত্রলীগ আপনি কি এমন নির্মম ভাবে হত্যা সমর্থন করেন ?

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩

জাহাঙ্গীর জান বলেছেন: মানুষ কতো নিরদয় সেটা এই ভিডিওতে বুঝা যায় । ইসলাম ওদেরকে মানুষ মারতে লাইসেন্স দিয়েছে ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

রায়হান হোসেন রানা বলেছেন: ইসলাম দেয় নাই , ইসলামের নামধারী কিছু কাঠমোল্লাদের জন্যই আজকে এই অবস্থা ।
ধন্যবাদ ।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

অজানা এক আমি বলেছেন: তোমোদাচি বলেছেন: আপনি উদ্দেশ্যমূলক ভাবে এই ভিডিও এখানে আপলোড করেছেন; আপনি হয় বেয়াক্কল, কিছু না জেনে ভিডিও একটা পেয়ে জ্বালাময়ী পোষ্ট লিখেছেন অথবা ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার জন্য এটি করে এখন ধরা খেয়ে ধানাই পানাই বকছেন।

আপনার অবস্থান ক্লিয়ার করুন!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

রায়হান হোসেন রানা বলেছেন: নো , আমি ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার জন্য দেই নাই । মানুষের মানবতা দেখে দিছি । যদিও ভিডিওর ক্যাপশন টা খানিক ভুল ছিল পরে ফিল করছি ।
ফেবুতে আমি ভিডিওটি দেখছি ।
আর যেই হউক ঢাকাত বা ছাত্রলীগ আপনি কি এমন নির্মম ভাবে হত্যা সমর্থন করেন ?

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫২

জাতির চাচা বলেছেন: বিগত ৩০ বছর আওয়ামী লীগ সেখানকার মানুষদের যেভাবে নির্যাতন করেছে সেই তুলনায় এই প্রতিরোধ কিছুই না। খুব আগ্রহ থাকলে সেখানে যান বেশি দূরেতো না । কত মানুষ সেখানে কত বছর নির্বাসিত।কতজনকে তারা খুন করেছে একটু খবর নেন। এমবুল্যেন্স থেকে নামিয়ে খুন পর্যন্ত করা হয়েছে। খুব মায়া এদের জঙয় তাই না । ২৮ অক্টোবর মনে হয়নি মানুষ এভাবে মারা অন্যায়! সুশীল বিবেক!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

রায়হান হোসেন রানা বলেছেন: আপনার সুশীল বিবেক দেখে পুলকিত । আওয়ামুলীগ কি করেছে জানি না , তবে এভাবে হত্যা করাকে যখন আপনার মত লোক সাপোর্ট দেয় ।
তখন সত্যিই অবাক লাগে!!!!
বিবেকহীন ।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

ইকবাল পারভেজ বলেছেন: লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুস মারার কাজটি শুরু করেছিল আম্লীগ, দিনে দুপুরে রাজধানী ঢাকায়| মানুস মেরে লাশের উপড় নৃত্য করেছিল আম্লীগ, আপনি কি সেইটা দেখেন নাই????? সেই দিন লাশ কয়টা ফালাইছিলেন?? মন কাপে নাই?? গত ৪ বছরে আম্লীগ কয়জনরে কোপাইয়া মারছে?? পুলিশ দিয়া কয়জনরে মাথায় শট গান ঠেকিয়ে গুলি কইরা মারছে?? ঐ সব দেইখা দেইখা দেশের মানুষের মন এখন খুবই শুক্ত হয়ে গেছে| আম্লীগের হিসাব চুকানোর দিন শুরু হইয়া গেছে, সাধারন মানুষ জেগে উঠেছে!!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

রায়হান হোসেন রানা বলেছেন: এভাবেই বলতে বলতে জান । একদিন হয়তবা আপ্নআকেও পিটিয়ে মারা হবে ।
আওয়ামুলীগ মারছেতো তাদের অপকর্ম আপনি ফোকাস করেন ।
অপরাধ মানুষ করবেই সেটা দেখে না শুদরিয়ে যদি , অপরাধের পক্ষেই সাফাই গেয়ে যান তাহলে কিভাবে সামনে এগোবেন ।
আজব চিন্তা ভাবনা আপনাদের ।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

ম্যালকম এক্স বলেছেন: ৭১ এ শুনেছি আমাদের গ্রামের মানূষরা বিভিন্ন সুযোগ পাইলে পাকিস্তানী কুত্তার বাচ্চা সেনাবাহিনীকে কুপিয়ে, পিটিয়ে মেরে ফেলতো।।

আজ ফটিকছিড়ির একটি গ্রামের মানূষ ছাত্রলীগ নামধারী কিছু কুত্তার বাচ্চাকে মেরে ফেলেছে এতে দুউখিত হওয়ার কি আছে>??

সেদিন পাকিস্তানী কুত্তাগুলো খুন, ধর্ষণ যা অপরাধ করেছিল আজকের ছাত্রলীগ তা কোনটা বাদ রেখেছে।।
সাবাশ ফটিকছড়িবাসি, কুছু জানোয়ারের সংখ্যা কমালো

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

রায়হান হোসেন রানা বলেছেন: যেদিন আপ্নে এভাবে মরবেন সেদিন আপনাকে একি কথাই রিপ্লাই করবো ।
মানব নামের ক_____।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

সিড বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুস মারার কাজটি শুরু করেছিল আম্লীগ, দিনে দুপুরে রাজধানী ঢাকায়| মানুস মেরে লাশের উপড় নৃত্য করেছিল আম্লীগ, আপনি কি সেইটা দেখেন নাই????? সেই দিন লাশ কয়টা ফালাইছিলেন?? মন কাপে নাই?? গত ৪ বছরে আম্লীগ কয়জনরে কোপাইয়া মারছে?? পুলিশ দিয়া কয়জনরে মাথায় শট গান ঠেকিয়ে গুলি কইরা মারছে?? ঐ সব দেইখা দেইখা দেশের মানুষের মন এখন খুবই শুক্ত হয়ে গেছে| আম্লীগের হিসাব চুকানোর দিন শুরু হইয়া গেছে, সাধারন মানুষ জেগে উঠেছে!!!

সহমত

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

রায়হান হোসেন রানা বলেছেন: এভাবেই বলতে বলতে জান । একদিন হয়তবা আপ্নআকেও পিটিয়ে মারা হবে ।
আওয়ামুলীগ মারছেতো তাদের অপকর্ম আপনি ফোকাস করেন ।
অপরাধ মানুষ করবেই সেটা দেখে না শুদরিয়ে যদি , অপরাধের পক্ষেই সাফাই গেয়ে যান তাহলে কিভাবে সামনে এগোবেন ।
আজব চিন্তা ভাবনা আপনাদের ।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: সব হত্যাই সমান, কখনো খুনি ছাত্রলীগ-আওমীলীগ, কখনো শিবির-জামাত, কখনো পুলিশ-র‌্যাব, কখনো আমজনতা-গণপিটুনি

সমস্যা হলো: আমার আদর্শের লোক যখন অন্যকে মারে, আমরা বাহবা দিই

যখন অন্যের হাতে আমাদের আদর্শবাদীরা মরে- তখন হায় মানবতা, হায় মানবাধিকার বলে চিল্লাই

যখন পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ মিলে শিবির-জামাতকে পেটালো হত্যায় মেতে উঠলো তখন আপনার উল্লাস করেন, বাহবা দেন

যখন পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগের গুন্ডারা আক্রান্ত হয়- তখন মধ্যযুগীয় বর্বরতা টেনে আনেন, ইসলাম টেনে আনেন- প্রশ্ন ছুড়ে দেন: ইসলামে কি এমন হত্যা জায়েজ?? X((

আপনারা ভালো করেই জানেন, ইসলামে অন্যায় করে হত্যা কখনোই জায়েজ নয়, তবুও আপনাদের পক্ষে গেলে নিরব থাকেন, বিপক্ষে গেলে শুরু করেন চিল্লাচিল্লি

আপনারা আসলে মানুষ কে মানুষ মনে করেন না, মনে করেন আওয়ামীলীগ-বিন্পি-জামাত-শিবির-পুলিশ

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

রায়হান হোসেন রানা বলেছেন: সব হত্যাই সমান, কখনো খুনি ছাত্রলীগ-আওমীলীগ, কখনো শিবির-জামাত, কখনো পুলিশ-র‌্যাব, কখনো আমজনতা-গণপিটুনি
আপনার সাথে সহমত

কোন হত্যাই গ্রহনযোগ্য নয় ।
হউক সেটা আওয়ামুলীগ বা শিবিরের দারা সংঘঠিত ।
আমি কোন হত্যার পক্ষেই নই ।
পোষ্টটি মুলত বিবেকের খাতিরেই দিছি । ধন্যবাদ

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

দ্বীপবালক বলেছেন: জনাব আপনিতো লগি-বৈঠা দিয়ে হত্যার পর লাশের উপর নৃত্য করাকে উপভোগ করেন। এখন খারাপ লাগল কেন?

যতদিন আপ্নাদের বিবেক ঠিক না হবে ততদিন আমরা বাংলাদেশে এইসব অসভ্যতা দেখতে থাকব।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

রায়হান হোসেন রানা বলেছেন: আমি কখন কিভাবে উপভোগ করলাম । শুধু শুধু একপক্ষ না নিয়ে আপনি নিজেই ঠিক হউন ।
নিজের মানসিকতা ঠিক করুন ।
ধন্যবাদ ।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

রাফি মানিক বলেছেন: মুর্তজা হাসান খালিদ বলেছেন: সব হত্যাই সমান, কখনো খুনি ছাত্রলীগ-আওমীলীগ, কখনো শিবির-জামাত, কখনো পুলিশ-র‌্যাব, কখনো আমজনতা-গণপিটুনি

সমস্যা হলো: আমার আদর্শের লোক যখন অন্যকে মারে, আমরা বাহবা দিই

যখন অন্যের হাতে আমাদের আদর্শবাদীরা মরে- তখন হায় মানবতা, হায় মানবাধিকার বলে চিল্লাই

যখন পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ মিলে শিবির-জামাতকে পেটালো হত্যায় মেতে উঠলো তখন আপনার উল্লাস করেন, বাহবা দেন

যখন পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগের গুন্ডারা আক্রান্ত হয়- তখন মধ্যযুগীয় বর্বরতা টেনে আনেন, ইসলাম টেনে আনেন- প্রশ্ন ছুড়ে দেন: ইসলামে কি এমন হত্যা জায়েজ?? X((

আপনারা ভালো করেই জানেন, ইসলামে অন্যায় করে হত্যা কখনোই জায়েজ নয়, তবুও আপনাদের পক্ষে গেলে নিরব থাকেন, বিপক্ষে গেলে শুরু করেন চিল্লাচিল্লি

আপনারা আসলে মানুষ কে মানুষ মনে করেন না, মনে করেন আওয়ামীলীগ-বিন্পি-জামাত-শিবির-পুলিশ

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

রায়হান হোসেন রানা বলেছেন: সব হত্যাই সমান, কখনো খুনি ছাত্রলীগ-আওমীলীগ, কখনো শিবির-জামাত, কখনো পুলিশ-র‌্যাব, কখনো আমজনতা-গণপিটুনি
আপনার সাথে সহমত

কোন হত্যাই গ্রহনযোগ্য নয় ।
হউক সেটা আওয়ামুলীগ বা শিবিরের দারা সংঘঠিত ।
আমি কোন হত্যার পক্ষেই নই ।
পোষ্টটি মুলত বিবেকের খাতিরেই দিছি । ধন্যবাদ ।
আর হা , ইসলামও এভাবে হত্যার কোন সুযোগ দেয় নাই ।

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

সত্য কথা বলি বলেছেন: মিথ্যা কথা বলা এবং মিথ্যা প্রচারণা চালানো সেক্যু. আর নাস্তিকদের প্রধান ইবাদতে পরিণত হয়েছে। ১ বছর আগের ভিডিওকে ফটিকছড়ির বলে চালিয়ে দিয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

রায়হান হোসেন রানা বলেছেন: হুম ভাই , নাস্তিকদের ধর্ম মিথ্যা প্রচারনা । আর আপনার মত ধর্মান্ধের ধর্ম আল্লাহ হুয়াকবার বলে এভাবে পিটিয়ে মানুষ হত্যা করা Click This Link

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

একাকী বাংলাদেশি বলেছেন: তোমোদচি ভাই যা বলছে এরপর আর আমার বলার কিছু নাই

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

ধূসর পৃথিবী বলেছেন: ভাই ত পুরাই কট খাইলেন দেখি।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

রায়হান হোসেন রানা বলেছেন: হুম , আমি ফেরেস্তা না , কট খাইতেই পারি...
ধন্যবাদ । উপরের কথা গুলা দেখবেন আশা করি

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

bakta বলেছেন: এসব বাংলাদেশেই হ্য় । কোন প্রতিবাদ নেই । দাড়িয়ে দেখছে আর মজা করছে । ছি: ছি;

মাথায় টুপি-মুখে দাড়ি । এই পিটাইকারিরা ইসলামের লজ্জা । অমানুষিক পৈশাচিক লীলাখেলায় উন্মত্ত নরকের কীটের দল । ওপরওয়ালা ওদের ক্ষমা করবেন না । জানিনা ঐ ব্যক্তি কি অপরাধ করেছিল - তবু তার শাস্তি এরকম হতে পারে না । মানুষ কোন শাস্তি দাতা হতে পারে না ।

আমার তরফ থেকে ওদের জন্য রইল -চরম ঘেন্না । ঈশ্বর যেন ওদের এই শাস্তিই দেন ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

রায়হান হোসেন রানা বলেছেন: সহমত

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

পথহারা সৈকত বলেছেন: ১ বছর আগের ভিডিওকে ফটিকছড়ির বলে চালিয়ে দিয়েছে। :P :P :P


৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

রিয়াজ৩৬ বলেছেন: লেখক নিজেই বিব্রত হয়ে গেছেন পোষ্ট দিয়ে। সাম্প্রতিক ঘটানার সাথে এটি?? ভুয়া ভিডিও!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

রায়হান হোসেন রানা বলেছেন: হুম । তবে যারা ছাত্রলীগ বা আওয়ামুলীগ্রে এভাবে হত্যার পক্ষে সাফাই গায় তাদের জন্য পোষ্ট রিমোভ করলাম না ।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: ভাই পোস্ট সরাইয়া ফেলান... এই ভিডি্ওটা ২০১২.... ফটিকছড়ির না..

এইটা ফটিকছড়ির>>
Click This Link

এইভাবে মানুষকে কখনো মানুষ পেটাতে পারেনা... যারা অমানুষ তাদের পক্ষেই সম্ভব...

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

রায়হান হোসেন রানা বলেছেন: যারা ছাত্রলীগ বা আওয়ামুলীগ্রে এভাবে হত্যার পক্ষে সাফাই গায় তাদের জন্য পোষ্ট রিমোভ করলাম না

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

চাঁন মিঞা সরদার বলেছেন:
@ লেখক, এই সব বাটবারী পোষ্ট দিয়ে এক্কেবারে ধরা খেয়ে গেছেন। মান সম্মান থাকলে ব্লগারদের কাছে ক্ষমা চান। B-) B-) B-)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

রায়হান হোসেন রানা বলেছেন: দয়া করে আপ্নে বিদায় হউন সরদার সাব ।

যারা ছাত্রলীগ বা আওয়ামুলীগ্রে এভাবে হত্যার পক্ষে সাফাই গায় তাদের জন্য পোষ্ট রিমোভ করলাম না

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

স্বাধীন শোয়েব বলেছেন: উপরে আমি সহ অনেক ব্লগারকেই মানবতা শিখাইছেন।
এই পোস্ট মনে হয় আপনার নিজেরই।
Click This Link
যদিও বলবেন জামাত শিবির মারতে বলছি। ওকে তাও মানলাম। এখন তারাই আওয়ামী লীগের লোকজন মারছে। হিসাব সমান হয়ে গেলনা?


আপনার ব্লগে অনেক খুজেও গত কয়েকমাসে ৪৪ জন জামাত শিবির নেতা কর্মী সাথে যেই ৭০ জন সাধারন মানুষ পুলিশের নির্বিচার গুলি খেয়ে মরছে তার কোন প্রতিবাদ দেখলাম না। বিএনপি এর হিসাব বাদ দিলাম।

এটার নাম মানবতা?

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

রায়হান হোসেন রানা বলেছেন: ওকে আমি না হয় ভুল করছি , এই ভিডিও দেখার পরো কি আপনি তাই বলবেন । এভাবেই হত্যা করা হউক ??
যেইটা দিছেন ওটা একটা নিউজের কপি পোষ্ট ছিল , আর তখন শুধুই চোরাগুপ্তা হামলা করতেছিল শিবিররা ।
বিনা কারনে, তাও মানলাম ।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

bakta বলেছেন: লেখকের অনুমতি না নিয়েই - লেখকের পক্ষ থেকে চাঁন মিঞা সরদার সাহেব কে বলছি ;

ঘটনাটি আজিকার হউক আর কালিকার হউক - উহাতে স্পষ্ট যে কিয়ৎ নরপশু - এক অসহায়ের উপর পাশবিক ক্রিয়ার রত ও উল্লাসিত ।

এ কোন সভ্যতায় বসবাস করছি ? কোন মানুষ এ ভাবে জনসমক্ষে কোন মানুষ কে পিটিয়ে মারতে পারে ? অপরাধ যা ই করুক - পিটিয়ে মারার কোন ক্ষমতা- অধিকার কারো'র নাই। তার জন্য আইন-আদালত আছে। সর্বোচ্চ বিচারালয় আছে - খোদার আদালত । তুমি তার বিচার করার কে হে ?

দিনে আপনি মিয়াঁ চাচা সেজে - রাতে আপনি খাঁচা থেকে পাখিটা কে কেটে খান - এই তো আপনাদের মতো চাচাদের চাচাগিরি ।

ভাত দেবার ভাতার নয় - কিল মারার চাচা " -

এখানে এক অসহায় কে পিটিয়ে মেরে তোমার ক্ষমতা কা্য়েম করছে - নিজেদের সমাজে প্রতিস্ঠা করছে -

কোন মানুষ কোন পশুকে এমন ভাবে মারে না - সেখানে এতগুলি মানুষ এক মানুষকে মারছে কোন প্রতিবাদ নাই । লেখক এই জিনিষটাই জনসমক্ষে তুলে ধরতে চেয়েছেন । - এতে ভিডিও নতুন - পুরানোর কোন ব্যাপার নাই । এই ভিডিও টি ফটিকছড়ির হোক বা না হোক - কোন একটা জায়গার তো বটে ।

এটুকু-ও যে কোন মাথামোটার মাথায় আসবে । আপনাদের মতো মানুষের কেন এল না - সে বাখ্যা আপনারা ই দেন।

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

রায়হান হোসেন রানা বলেছেন: আপনি যদি পিছনের দিক টানেন তাহলে আপ্নিও অনেক রেফারেন্স দিতে পারবেন , আমিও ।
আমি জাস্ট এই ঘটনার প্রতি ঘৃনা দেখানোর জন্যই পোষ্ট করেছিলাম । কিন্তু কিছু লোক যেভাবে পক্ষটেনে হত্যার পক্ষে সাফাই গাইল , তাই হতাস হলাম ।

৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

স্বাধীন শোয়েব বলেছেন: আনি ইোমধ্যে হত্যার জন্য উস্কানি মুলক পোস্ট দিয়া বসে আছেন বহু আগে।

রাজনৈতিক আলাপ বাদ দেন। গত ৫ বছরে যা অত্যাচার করছে সেটার হিসাব চুকাতে হবে ভাই। অপরাধী অপরাধ কইরাই যাবে। আর আরা সাধারন মানুষ মানবাধিকার পালন করে যাবো। এটা কেমন সমীকরণ হল। বীজগণিতে এমন কোন সমীকরণ শিখেছি বলে মনে হয়না। আইনের সমান প্রয়োগ নিয়ে কথা বলেন, সব ঠিক হয়ে যাবে। মানবতা বলতে কিছু নেই। আপেক্ষিক সব কিছু।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

রায়হান হোসেন রানা বলেছেন: মানবতা বইলা যদি কিছু না থাকে আপনার মতে , তাহলে আপনি মানুষ হলেন কিভাবে ??
আপনার সাথে কোন যুক্তিতে কথা বলবো ???

৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

মনজুরুল হাসান বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুস মারার কাজটি শুরু করেছিল আম্লীগ, দিনে দুপুরে রাজধানী ঢাকায়| মানুস মেরে লাশের উপড় নৃত্য করেছিল আম্লীগ, আপনি কি সেইটা দেখেন নাই????? সেই দিন লাশ কয়টা ফালাইছিলেন?? মন কাপে নাই?? গত ৪ বছরে আম্লীগ কয়জনরে কোপাইয়া মারছে?? পুলিশ দিয়া কয়জনরে মাথায় শট গান ঠেকিয়ে গুলি কইরা মারছে?? ঐ সব দেইখা দেইখা দেশের মানুষের মন এখন খুবই শুক্ত হয়ে গেছে| আম্লীগের হিসাব চুকানোর দিন শুরু হইয়া গেছে, সাধারন মানুষ জেগে উঠেছে!!!

সহমত

৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

bakta বলেছেন: [sb এক অমানুষিকতার নমুনা কে জনসমক্ষে পেশ করতে গিয়ে রাজনীতির কথা - আসছে কেন ? কেউ কেউ দলের কথাও উল্লেখ করেছেন ।

ভবিষ্যতে এ রকম ঘটনা থেকে সকলে বিরত থাকুন - প্রতিবাদ করুন । সকলকেই ভালবাসুন - সমান চোখে দেখুন-সকলের সমানাধিকার প্রতিষ্টা করুন । তাই কবির ভাষায় বলি " ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন-পান" ।

চোখ বুজলেই অন্ধকার - কে কোথায় আছে, কত দুরে আছে কেমন আছে কিছুই জানতে পারবেন না - সবাই সেখানে - সমান। এইতো ব্যাপার ।

তাই রাজনৈতিক দলাদলি না করে - সকলকেই ভালবাসুন - সমান চোখে দেখুন-সবাই এগিয়ে আসুন - এ কাজে ।

৩৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

স্বাধীন শোয়েব বলেছেন: মানবতা আপেক্ষিক কেন বলছি সেটা এতক্ষনেও বুঝেন নাই। এই ভিডিওর লোক গুলি কে আওয়ামী লীগ সমর্থক মনে করে আনার মনে মানবতা জেগে উঠেছিলো। কিন্তু কয়েকদিন আগেই যে ৭০ জন সাধারন নাগরিক অকারনে পুলিশ আর আওয়ামী লীগের হাতে গুলি খেয়ে মরছে তখন মানবতা জাগেনাই। তাই বলেছি মানবতা আপেক্ষিক। সত্যিকার মানবতা বলতে কিছু নাই।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

রায়হান হোসেন রানা বলেছেন: দেখেন ভাই , লোকটাকে আওয়ামুলীগ হিসাবে ট্যাগ করা আমার ভুল ছিল , আগেই বলছি ।
কোন মানুষ্কে এমন নির্মম ভাবে মারার ব্যাপারে আমি নই ।
আমার অবস্থান ক্লিয়ার , কেন ঘোরাইতাছেন ।

৪০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

আস্তবাবা বলেছেন: @লেখক আপনি উস্কানীমুলক ভাবে এটা লিখেছেন। স্বাধীন শোয়েব আপনার মিথ্যা ধরিয়ে দিয়েছেন। তাই আপনার উচিত পোষ্ট রিমোভ করে ক্ষমা চাওয়া,

৪১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

দুরন্ত সাহসী বলেছেন: এই ব্লগে প্রোফাইল পিকএ অথবা মাথায় পতাকা বাঁধা দেখলেই আমার সন্দেহ হয়।আর দেশকে ভালোবাসি টাইপের কোন বক্তিতা যদি সাথে থাকে তো সোনায় সোহাগা।

সকল জামাত শিবির পন্থী গুলোই আমাদের বোকা বানায় হাতে পতাকা বা মাথায় বেঁধে।

লেখক মাফ করবেন আমার কেন জানি মনে হচ্ছে আপনি সেই দলেরী একজন।কারণ আওয়ামীলীগ ব্লগার গুলো একটু ঘাড় তেড়া আরেকটু কট্টর করে বললে বলা যায় ঘাউড়া। আর জামাত শিবির মানে পূর্ণাঙ্গ মিথ্যাচার।মানুষকে বোকা বানানোই এদের মুল হাতিয়ার।

আপনি ইচ্ছে করেই এই কাজটি করেছেন,এটা আপনাদের পুর্ব পরিকল্পিত,এবং বিভিন্ন মাল্টি কিন গুলো কিছু সময় পর পর সাইন ইন হয়ে এখানে কমেন্ট করে যাচ্ছে ভোর বেলা থেকে।ভোর বেলা ফাঁকা মাঠে গোল দেয়ার অভ্যাস আবার সবার নাই।

আমি আবার ভুল হতেও পারি,এটা আমার একটা ধারণা থেকে কথা বলা।যদি কেউ ক্ষেপে যায় তো সন্দেহ অমুলক হবেনা।

ভালো থাকুন

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

রায়হান হোসেন রানা বলেছেন: https://www.facebook.com/rana.panna

না ভাই সেরকম কিছু না , ফেবুতে দেখার পর ভিডিওটা দিয়েছি । সে সময় জানা ছিল না , ভিডিওটা ভুল কিনা । আর ভুল যদি হয়েও থাকে , তারপরো উনারা যেভাবে লীগ হত্যার পক্ষে সাফাই গাইছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.