![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ । ত্রিশ লাখের অধিক মানুষের তাজা রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র । ছোট বেলা থেকে পাঠ্যপুস্তকে দেশের স্বাধীনতার ইতিহাস পরেছি । জেনেছে কত ত্যাগ- তীতিক্ষার মধ্যে দিয়ে অর্জিত হয়েছে এই দেশের স্বাধীনতা । কয়েক বছর আগের কথা স্বাধীন দেশের ইতিহাস শুধু পাঠ্যপুস্তকেই মাজেই পরেছি , শুনেছি দাদার কাছে এই দেশের জন্ম নেয়ে কিছু মানুষরুপী পশুর কথা যারা দুই চোখ দুই কান এবং বিবেক থেকেও নিয়েছিল অসত্যের পথ । শুনেছি রাজাকার আলবদর বাহিনীর কুকীর্তির কথা । জেনেছি সেই আলবদর রাজাকার দের এই দেশেই মন্ত্রী সংসদ হবার কথা , জেনেছি রাষ্ট্রীয় পতাকা নিয়ে এই দেশে তাদের অবাধে চলাফেরার কথা !!
এখন আমি বুজতে শিখেছি , কোনটা সঠিক জানতে শিখেছি ।
আজ আমি নিজ চোখে দেখতেছি , কিভাবে এই দেশের ত্রিশ লাখ শহীদকে তিন লাখ বলে উপহাস করা হচ্ছে , যেখানে কোন দিন কোন কিতাব কিংবা কারো মুখে একটি বারের জন্যও কখনো এমন শুনিনি ...
আজ আমি দেখছি , জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন সংসদ (নিলুফার মনি ) সদস্য যে কিনা এই দেশে থেকে , এই দেশের জনগনে ভোটে নির্বাচিত হয়ে , এই দেশের জনগনের করের, টেক্সের টাকায় বেতন-ভুক্ত হয়ে এই দেশেরই ইতিহাসের একটি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে নিয়ে প্যারডি করল ।
৭ই মার্চের ভাষন । যে ভাষন শুনলে যে কোন বাঙ্গালির রক্তে আগুন জ্বলত , এখনো বাঙ্গালির কণ্ঠে কণ্ঠে যে ভাষন শোনা যায় , যে ভাষনের জের ধরে অর্জিত হল আমাদের স্বাধীনতা সেই ভাষনকে নিয়ে প্যারডি করা , এই দেশের প্রতি কতটা অপমানজনক ...!!
অথছ , এই প্যারডি নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই , উলটো এই কথার পর কয়েকজন সামনে থাকা টেবিলে হাত বাজিয়ে উল্লাস প্রকাশ করেছেন ... সরকারী দলের নেতাদের মধ্যেও নেই তেমন কোন প্রতিক্রিয়া ! মুক্তিযুদ্ধের চেতনাবাদী তরুন সমাজের নেই তেমন কোন প্রতিভাদ । দেশের বিশিষ্ট জনদের নেই কোন কলাম , পত্রিকা গুলাতে দেখতে পেলামনা এই বিষোয়ে কোন সম্পাদকীয় ।
গতকালকের সংসদ অধিবেশনে নিলোফার মনির এমন বক্তব্য , এই দেশ এই জাতির জন্য একটি কলংক বলা যায় । গোলাম আজম যেমন এই দেশের সাথে বিশ্বাসঘাতকটা করেছিল , ঠিক তেমনি নিলোফার মনিও গতকাল সংসদে এবং কয়েক মাস আগে চ্যানেল আই টকশো তে মুক্তিযুদ্ধের শহীদ দের নিয়ে ভুল তথ্য দিয়ে বিশ্বাস ঘতকটা করল ।
এজন্য , আমি দেশের একজন সাধারন নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান রক্ষার সার্থে বিএনপির সংসদ নিলোফার মনির এই বক্তব্যের জন্য দেশের মানুষের ক্ষমা প্রার্থনার দাবী জানাই ।
অন্যথায় সামনে নিলোফারের মত বিবেকনষ্টা মানুষের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বেড়েই চলবে ...
নিলোফারের বক্তব্যের আংশিক দেখুন...
২| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২০
অবুঝ পাঠক বলেছেন: সমস্যা কি ?
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২১
রায়হান হোসেন রানা বলেছেন: আপ্নেও তাদের ভিতরে পরেন , এই লজ্জা কই রাখি !!
আমি তর্কে যাচ্ছি না , এটা হাজারবার প্রমানিত ত্রিশ লাখ শহীদ হয়েছেন ... শুধু এটূকুই বলে আপনার কি মনেহয় আমাদের পাঠ্য পুস্তকের উল্লেখ করা ৩০ লাখের কথাও মিথ্যা ।
দুর্ভাগ্যে স্বাধীনতার ৪২ বছর পরেও আপনাদের মত কিছু লোকের জন্য , আমরা তরুনদের এগুলা নিয়ে দুইবার ভাবতে হয় । ধন্যবাদ ।
৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৭
মাথা নষ্ট সিপাহি বলেছেন: আপনি কত বড় শিক্ষিত তা বুঝলাম, পাঠ্য বইতে যা লেখা থাকে তাই সঠিক ? সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে না তাই না, মুখস্ত বিদ্যা বাদ দেন, যাচাই বাছাই করে শিক্ষা লাভ করুন।
২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪
রায়হান হোসেন রানা বলেছেন: নষ্ট সাব , আপনার শিক্ষা দেখে লুলাইত ! পতাকার পিক দিয়া দেশের ইতিহাস বিকৃতদের সাপোর্ট দেন । ধিক্কার আপনার মত শিক্ষিতদের ।
পাঠ্য বইয়ে দেশের সঠিক ইতিহাস ঐতিহ্যকেই তুলে ধরে ।
প্যারডির ব্যাপারে কি বলবেন ?
৫| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭
আশিকুর রহমান ১ বলেছেন: আবুল দেশপ্রেমিক এইটা সত্য কি তা আগে কন??
২২ শে জুন, ২০১৩ রাত ৩:১২
রায়হান হোসেন রানা বলেছেন: আপ্নে একজন ছাগু এটাও সত্য।
৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:১০
বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: @মাথা নষ্ট সিপাহি আপনি কি জারজ সন্তান? আপনার জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করলাম। এবার প্রমাণ করুন আপনার জন্ম নিয়ে। যত সব আবালের দল ৩০ লক্ষ প্রমাণ করার জন্য কি আবার মৃত্যু তদন্ত শুরু করতে বলছেন?
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
রায়হান হোসেন রানা বলেছেন: সহমত । ধন্যবাদ ভাই ।
৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
-এভারগ্রীন নাহিদ- বলেছেন: লেখক এর দাবির সাথে একাত্বতা প্রকাশ করছি।
আর
মাথা নষ্ট সিপাহি কে বলতেছি । - তুই সিমপ্লি একটা খানকির পোলা।
তুই গিয়া নিলুফার বুকে হাত দিয়া বলিস ৩ লাখ শহীদ হইছে।
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
রায়হান হোসেন রানা বলেছেন: ধন্যবাদ ...
৮| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:৩৩
গেস্টাপো বলেছেন: এই কুথা সত্য যে আওয়ামী নাস্তিক/হিন্দু লীগের ছেলেপিলেদের কাছে কোরআনের প্যারডি(যেমনটা এক আওয়ামী কুবি করেচিলো ) করার চেয়ে শেখ সাহেবের বক্তব্যর প্যারডি করা বেশী অপরাধ মুলক কাজ হইপে :>
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৫
রায়হান হোসেন রানা বলেছেন: ছাগলদের একটা চরিত্র আছে , সেটা হল সবকিছুর সাথে যুক্তিতে না পেরে , ধর্মকে নিয়ে টানা টানি করা ।
আপনার মন্তব্যে অবাক হই নাই !
৯| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: @মাথা নষ্ট সিপাহি বাঘা বঘা সাংবাদিকরা যদি আপনার জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করে তাহলে কি আপনি তা মেনে নেবেন ?
বাঘা বঘা সাংবাদিকরা যদি বলে সাকা, আজমরা যুদ্ধাপরাধী ছিলানা তাইলে আমরা মাইনা নেব ?
১০| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০১
আশিকুর রহমান ১ বলেছেন: কোন দিন নিজের বাপেরে ছাগু বইলা বসিস সেটা নিয়া বড় টেনসনে আছি
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৪
রায়হান হোসেন রানা বলেছেন: নিজে বলতে বলতে এখন মানুষকে বলার আহবান জানাইতেছে ...
আহারে... কই যাই ...
১১| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯
মাথা নষ্ট সিপাহি বলেছেন: বিশ্বজিত চক্রবত্তী এভারগ্রীন নাহিদ-
কাজী মামুনহোসেন একটা কথা মনে রাখবেন ব্যব হারেই মনুষ্য পরিচয়,
আমি নিচ্শিত গোলাম আযম নিজামি সাকারা আপনার দেরকে জন্ম দিয়েছে তাই কলন্ক ঢাকতে অন্যের উপর ঝাপিয়ে পড়েন
Click This Link
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১২
রায়হান হোসেন রানা বলেছেন: আজকে এক জামাতি সুইডেনের সেমিনারে বলেছেন , ৭১ এ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে !!!
এটাও কি সত্য ভাই ? আর কত মিথ্যাচারকে পশ্রয় দিবেন আপনারা ?
আপনারা কি সত্যিই বিবেকহীন ... নাকি আপনাদের জন্মতেই ত্রুটি আছে ?
১২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৪৪
এস আর সজল বলেছেন: মে ১২, ১৯৭১ এর পত্রিকা
বিভিন্ন পত্রিকায়
শেখ মুজিবের দাবির পক্ষে যুক্তি মার্ক করা আছে।
যে কয়েকটা আমার কাছে ছিল দিলাম। আরও কিছু সংগ্রহ করতে পারলে দিবো।
@মাথা নস্তঃ বাঘা বাঘা সাংবাদিকরা যদি বলে গু আজম আর ম্যাশিনম্যান আপনার বাপ, আপনি কি তা স্বীকার করে নিবেন???
২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৭
রায়হান হোসেন রানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৪
মাথা নষ্ট সিপাহি বলেছেন: ৩ লাখ কে ভুল করে বংগবন্ধু ৩ মিলিয়ন বলেফেলেছিলেন এবং সেটাই এখন দেব বাক্য হয়ে গেছে, এটা শুধু নিলুফার মনির কাছে না অনেক বার অনেক জায়গায় বাঘা বঘা সাংবাদিক দের কলামেও দেখেছি অথছ আপনি জানেন ই না যে এটা নিয়ে বিতর্ক আছে , সেম । সেকারনে কেউ প্রতিবাদ করে নি মনে হয়।