![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
টিআইবি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে.
এর পর............ পাশের হার বাড়ানো 'সফল' শিক্ষা মন্ত্রী এটা নিয়ে খুব আগডুম বাগডুম করে। প্রমান দেখান.................. নাইলে ক্ষমা চান ইত্যাদি বাগারম্বর।
তারই ধারাবাহিকতায় দলের পক্ষে সাফাই গাইতে নেমে পরেন চেতনার সৈনিকেরা। এমনই একটা কলাম লিখেছেন আবদুল মান্নান। কার্যত তিনি সরকারের অবস্থানকে defend করেছেন।
অথচ আমরা যারা বেসরকারি বিশ্ব বিদ্যালয় সম্পর্কে কিছুটা জানি অথবা আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা সকলেই এই রিপোর্টের সত্যতা সম্পর্কে ওয়াকিবহাল।
দুঃখজনক এই বাস্তবতা মেনে নিয়েই তো এর সমাধানের চেষ্টা করতে হবে। তাই না ?
মন্ত্রির এমন অগ্নি মূর্তি দেখে সন্দেহ জাগে; মন্ত্রীও কি টাকার ভাগ পায় !!
নিবন্ধের লিঙ্কঃ View this link
২| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: এই মাত্র পাওয়া খবরঃ "টিআইবির কাছে তথ্যদাতার নাম-পদবি চায় মন্ত্রণালয়"; বুঝতেই পারছেন, এই রিপোর্ট এক্কেবারে কলিজায় গিয়া লাগছে। তলে তলে এই মন্ত্রী মশাই কি ষড়যন্ত্রী মশাই !!
................................................................................
Click This Link
৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২
ঢাকাবাসী বলেছেন: এই নিকৃস্ট মন.টা তো টাকার ভাগ পাবেই!
৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
জাহাঙ্গীর জান বলেছেন: কোনো না কোনো ভাবে শিক্ষামন্ত্রী নিজেও সার্টিফিকেট ব্যবসায় জড়িত ছিলেন, যদি তাই না হয় টিআইবির অভিযোগ তদন্ত না করে শিক্ষামন্ত্রী তৈল এবং বেগুনে একসাথে জ্বলে উঠেছে সেখানে ওনার দুর্বলতা লক্ষণীয় ।
৫| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৮
জাহাঙ্গীর জান বলেছেন: কোনো না কোনো ভাবে শিক্ষামন্ত্রী নিজেও সার্টিফিকেট ব্যবসায় জড়িত ছিলেন, যদি তাই না হয় টিআইবির অভিযোগ তদন্ত না করে শিক্ষামন্ত্রী তৈল এবং বেগুনে একসাথে জ্বলে উঠেছে সেখানে ওনার দুর্বলতা লক্ষণীয় ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: Click This Link