![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
গওসোল আযম সরকার।
বাংলাদেশের মান সম্মান আরব সাগরে বিসর্জন দিয়েছেন বৈরুতে নিযুক্ত এই আনাড়ি কূটনীতিক।
-দালাল-সিন্ডিকেটের সঙ্গে রাষ্ট্রদূত ও তার স্ত্রীর প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগ প্রমাণিত হয়েছে
-মাফিয়া চক্রের সঙ্গে রাষ্ট্রদূতের স্ত্রীর এতটাই সখ্যতা গড়ে ওঠে যে, রীতিমতো বৈরুতের ‘গডমাদার’ হিসেবে আবির্ভূত হন
-অপহরণ করা হয় বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি লেবাননের যুগ্ম আহ্বায়ক আলী আকবর মোল্লাকে।
-সুইডেনে দায়িত্ব পালনকালীন সময়ে নিজ বাসভবনে স্ত্রী সাদিয়া কর্তৃক গৃহকর্মী তৈয়বা নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতের স্ত্রী সাদিয়াকে দেশত্যাগের নির্দেশ দেয়।
-ওই সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিশেষ আস্থাভাজন
####
** ভিডিও লিংক সহ দিলাম। যাতে কোন 'দেশপ্রেমিক' অস্বীকার করতে না পরে !! View this link
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৫
ঢাকাবাসী বলেছেন: এদেশের ইতিহােস এত নিকৃষ্ট মানের প. মন্ত্রী আর ছিল না। আর দূত নিয়োগের সময় পক্ষপাতিত্ব হয়, তবে এই সরকারের সময় এত নিকৃস্ট মানের লোকদের দূত বানানো হয়েছে যে লজ্জা হয় এদেশী ভাবতে!