![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
'বাণিজ্যমন্ত্রী' তোফায়েল আহমেদ শুক্রবার রাতে ইন্ডিপেন্ডডেন্ট টেলিভিশনে এক অনুষ্ঠানে বলেছেন, বঙ্গবন্ধু গণতন্ত্রেও জন্যেই সংগ্রাম করেছেন। কিন্তু দেশে যখন লুঠতরাজ বেড়ে গেল, ব্যাংক ডাকাতি শুরু হল, তখন বামমোর্চা, কমিউনিষ্ট সবাইকে নিয়ে বাকশাল গঠন করলেন। দেশের উন্নয়নের জন্যেই তিনি এটি করেছেন।"
--------------------------------------------------------------------------------
মন্তব্যঃ বঙ্গবন্ধুর শাসনামলে যদি ব্যাংক ডাকাতি কিংবা লুঠতরাজ বেড়ে যায় তখন তাহলে কারা এসব অপকর্ম করেছে। বিএনপি তখন ছিল না। জাতীয় পার্টি ছিল না। জামায়াতে ইসলামী এখন যেমন দৌড়ের উপর রয়েছে তখন দলটির অবস্থা ছিল আরো করুণ।
তাইলে......... ??
কারা এসব করছিল ????
কারা ? কারা ? কারা ? কারা ? কারা ?
২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০
মাহমুদ হোসেইন বলেছেন: লজ্জা পাইলাম
৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
ঢাকাবাসী বলেছেন: সরকার নিয়োজিত লোক দ্বারা ব্যাংকগুলোর হরিলুঠ, এক কোটি দু কোটি না হাজার হাজার কোটি টাকা লুঠ এদেশেই সম্ভব, যার সুচনা সেই ৭২ থেকেই!
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাসুরের নাম মূখে নিতে নেই! জানেন না
আর শাস্ত্রে আছে চোর সবাইরে ভাবে চোর !
ব্যাংকা ডাকাতিতে নাকি আবার তৎকালীন যুবরাজও জড়িত ছিল!!!
গায়ের কথা আছেনা- নিজের পোলারে সামলাইতে পারেনা.. আবার দেশ সামলাইব! অথচ ক্ষমতার স্বোয়াদ তখন কাঁচা!
তাইতো গণতন্ত্র হয়েছিল নিহত।
ডিজিটাল পুলাপাইন বিশ্বাস করত না দেইখাই বুঝী আল্লাহ আবার ডিজিটাল বাকশাল স্বৈরাচার, স্বেচ্ছাচার অনির্বাচাতি হয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখা! হথ্যা, খুন গুম, ভিন্নমত দলন, বাক স্বাধীনতাহারী সম্প্রচারনীতিমালা.......
সব নতুন কইরা ডিজিটালী দেখাইতেছে!