|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ রেজাউল ইসলাম
মোঃ রেজাউল ইসলাম
	আমি নতুন সর্বদা----
*** লেখাটি ছিল সাইয়েদ আবুল আ'লা মওদুদী সম্পর্কে। বেশীরভাগ তথ্য নিয়েছি উইকিপিডিয়া থেকে। 
কোন রাজনৈতিক বিতর্কিত বিষয়ের অবতারনাও করিনি। 
লেখাটি ছিল তথ্য মূলক। 
তবুও কোন অপরাধে আমার লেখা মুছে ফেলা হল !!
তথ্য পাওয়ার অধিকার থেকে পাঠকরা আজ বঞ্চিত হল। 
প্রতিবাদ জানিয়ে রাখলাম। প্রতিকার চেয়ে লাভ কি !! 
 যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।
৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।
৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।
৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।
৩ঝ. যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪৭
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪৭
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: link: Click This Link
পরে দেখুনতো। 
এখানে কোন বিতর্কিত বিষয় আছে ?
অথবা "বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ" বলে মনে হয় কোন বিষয় গুলো !!!
২|  ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪৫
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: আপনি বলেছেন লেখাটি ছিল সাইয়েদ আবুল আ'লা মওদুদী সম্পর্কে। বেশীরভাগ তথ্য নিয়েছি উইকিপিডিয়া থেকে। 
কোন রাজনৈতিক বিতর্কিত বিষয়ের অবতারনাও করিনি। 
লেখাটি ছিল তথ্য মূলক।  লাইন কয়টি আবার পড়ুন তো ! দেখুন তো বিতর্কিত কিছু খুঁজে পান কি না ? 
৩|  ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৫০
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৫০
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: link: Click This Link
দেখুনতো। 
এখানে কোন বিতর্কিত বিষয় আছে ?
৪|  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০০
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০০
প্রবাসী পাঠক বলেছেন: যে জামায়াতে ইসলাম, আমাদের স্বাধীনতার প্রধান বিরোধী ছিল। তাদের গুরু মহাশয়ের গুণগান এই বাংলাদেশে না করলেই ভালো হয়।
  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আপনার মতামতের ব্যাপারে আমি শ্রদ্ধাশীল। 
বিখ্যাত বা কুখ্যাত দুই ধরনের মানুষ সম্পর্কেই আমাদের আগ্রহ থাকে। 
সে আগ্রহ থেকেই জানার চেষ্টা। 
বঙ্গবন্ধুর আত্মজীবনী যেমন পরি। ঠিক তেমনি পড়ি হিটলারের জীবন দর্শন। 
সেখানে যৌক্তিক আক্রমণও জায়েজ আছে। 
একজন মানুষ সম্পর্কে আপনি জানবেনই না, আবার জানতেও দেবেন না- এটাকেই কিন্তু কুপমন্ডকতা বলে। সেটা না করে, মুক্ত মন নিয়ে, যৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করে জ্ঞ্যানের চর্চাই বুদ্ধিমানের কাজ। 
৫|  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০৬
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: তথ্য কে হ্যাঁ বলুন ।
বিকৃত তথ্য কে না বলুন ।
ইসলামের বিকৃত ব্যাখ্যাকারী মওদুদীর পোস্ট সরিয়ে নেয়ার জন্য মডারেশনকে ধন্যবাদ । 
  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আপনার মতামতের ব্যাপারে আমি শ্রদ্ধাশীল। 
বিখ্যাত বা কুখ্যাত দুই ধরনের মানুষ সম্পর্কেই আমাদের আগ্রহ থাকে। 
সে আগ্রহ থেকেই জানার চেষ্টা। 
বঙ্গবন্ধুর আত্মজীবনী যেমন পরি। ঠিক তেমনি পড়ি হিটলারের জীবন দর্শন। 
সেখানে যৌক্তিক আক্রমণও জায়েজ আছে। 
একজন মানুষ সম্পর্কে আপনি জানবেনই না, আবার জানতেও দেবেন না- এটাকেই কিন্তু কুপমন্ডকতা বলে। সেটা না করে, মুক্ত মন নিয়ে, যৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করে জ্ঞ্যানের চর্চাই বুদ্ধিমানের কাজ। 
৬|  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০৯
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:০৯
ফরিদ বিন হাবিব বলেছেন: আবুল আলা মওদুদীর মতো চিহ্নিত শয়তানটি এমন কোনো ব্যক্তিত্ব নন যে তার সম্পর্কে জানা অথবা জানানোর দরকার আছে। তথ্য উল্লেখ না করেই বলা যায়, এই লোকটি এবং তার সংগঠন উপমহাদেশে সর্বকালে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে এবং সাম্প্রদায়িকতায় উস্কানী দিয়েছে। অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধীতায় নিবেদিত প্রাণ শত্রুদের আলোচনায় এনে প্রকারান্তরে মওদুদীবাদকে উৎসাহিত করার প্রয়োজন নেই।
  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:২৪
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আপনার মতামতের ব্যাপারে আমি শ্রদ্ধাশীল। 
বিখ্যাত বা কুখ্যাত দুই ধরনের মানুষ সম্পর্কেই আমাদের আগ্রহ থাকে। 
সে আগ্রহ থেকেই জানার চেষ্টা। 
বঙ্গবন্ধুর আত্মজীবনী যেমন পরি। ঠিক তেমনি পড়ি হিটলারের জীবন দর্শন। 
সেখানে যৌক্তিক আক্রমণও জায়েজ আছে। 
একজন মানুষ সম্পর্কে আপনি জানবেনই না, আবার জানতেও দেবেন না- এটাকেই কিন্তু কুপমন্ডকতা বলে। সেটা না করে, মুক্ত মন নিয়ে, যৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করে জ্ঞ্যানের চর্চাই বুদ্ধিমানের কাজ। 
৭|  ১৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ৯:৩৪
১৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ৯:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার লিঙ্কটি কাজ করছে না । আমি গত রাতেই উইকিতে লেখাটি দেখেছি সার্চ করে । 
দেখুন ভালো মন্দ তথ্য জানার অধিকার আমাদের সবার আছে , আছে তা প্রকাশের অধিকারও । কিন্তু উইকির ঐ আর্টিকেলে মউদুদির যত খারাপ প্রভাব , তার প্রভাবে সংগঠিত সব সাম্প্রদায়িক / গোষ্ঠী / জাতিগত দাঙ্গা , তার প্রতিষ্ঠিত জামায়েতে ইসলামীর বীভৎস দিকগুলি তুলে ধরা হয় নি । মন্দকেও আমাদের জানতে হবে । তা না হলে তার সাথে পেরে উঠবো না । কিন্তু আপনি একজন ব্যাক্তির ভালো দিক গুলো তুলে ধরবেন , আর খারাপ দিকগুলো আড়াল করবেন । এটাও এক ধরনের তথ্য বিকৃতি , তথ্য সন্ত্রাস , তথ্য বিভ্রান্তি ! যেই তথ্যগুলো খুব সাধারণ মানুষদের প্রভাবিত করে ভুল পথে পরিচালিত করতে পারে খুব সহজেই । 
আর বারবার উইকির দোহাই দিবেন না । উইকিতে আপনিও আর্টিকেল সংযুক্ত করতে পারবেন । এটা এমন কোন বিষয় না যে উইকিতে যা আছে তাহাই চিরন্তন সত্য । 
আপনি যদি মউদুদিকে সাপোর্ট করেন , সেটা সাহস নিয়েই স্পষ্ট করে বলা উচিৎ । মউদুদি  সম্পর্কে আরও জানুন । তার বিভিন্ন ভ্রান্ত মতবাদ সম্পর্কে আরও জানুন । শুধু কি কি বই লিখেছে , সে মহা এক লেখক এইসব না খুঁজে অন্ধকার দিকটাও খুজুন ।  
আপনার মঙ্গল হোক । 
  ১৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৬
১৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৬
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আপনার মতামত আমার ভাল লেগেছে। 
মউদুদি সম্পর্কে খুব বেশি আমার জানা নেই। 
আর ইসলাম সম্পর্কে আমার জ্ঞ্যান খুব বেশি এমন নয়। 
মউদুদি সম্পর্কে আমরা সবসময় শুনি- সে দাঙ্গাবাজ। রায়ট লাগিয়েছে। তবে কেউ বলে না-
- ইসলাম সম্পর্কে তার interpretation বিতর্কিত হলেও অনেকের কাছেই তা গ্রহণযোগ্য মনে হয়। 
আর বিতর্কিত ব্যাক্তি নিয়ে লেখা যাবে না, এটা কেমন কথা !! 
আমার তথ্য বিভ্রান্তি থাকলে আপনি ধরিয়ে দেবেন।  আমার আরও কোন বিশ্লেষণ থাকলে সেটা লিখব। এটাই তো মুক্ত চিন্তা। তাই না ?
 - তসলিমা নাসরিন বা দাউদ হায়দারকে নিয়ে যদি কেউ লেখে তাহলে কি সেই লেখাটা সরিয়ে ফেলা হবে !  যদি সরিয়ে ফেলা হয়, সেটা কি ঠিক হবে? - 
- আমি ভাই সকলকে তার মতামত প্রকাশ করতে দেয়ার পক্ষে। শর্ত শুধু একটাই, গালিগালাজ বা অশ্লীল কথা না বলা। আর কোন বিধি নিষেধ না থাকাই বাঞ্ছনীয়। 
- মৌলবাদ সমর্থন করি না। তা সে ধর্মীয় মৌলবাদ হোক বা সেকুলার। 
৮|  ১৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:১১
১৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:১১
নীল আকাশ ২০১৪ বলেছেন: মন্দ জানানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগে আছেন। 
আমরা যাকে মন্দ মানুষ হিসেবে জানি, তার অনেক ভাল কিছুও জানতে চাই। কিন্তু মিডিয়া আমাদেরকে সেই সুযোগ দেয়না।
মওদুদী এমনিতে কোন দোষ করেনি। কিন্তু তার সবচেয়ে বড় দোষ হল জামায়াতে ইসলামী নামে একটা বাইম মাছ টাইপ দল প্রতিষ্ঠা করা, যেটাকে কোন আইনে পাকড়াও করা যায়না। পানির মত এটা সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেই। বাংলাদেশে এই দলটি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল বলে সেই সুযোগে এটাকে ধরা গেছে। নয়ত এতদিনে বেড়ে উঠে আওয়ামী লীগকে খেয়ে ফেলার উপক্রম করত।
আওয়ামী লীগের টিকে থাকার পেছনে একমাত্র হুমকী এই জামায়াতে ইসলামী। এই কারণে জীবনে যত ভাল কাজই করুক -এই দেশের সরকার ও তার পা চাটা মিডিয়াগুলো কখনোই জামায়াতে ইসলামীর ফেভারে যায় - এমন কোন তথ্য প্রকাশ করবেনা। আশা করি আপনার প্রশ্নের যথযথ উত্তর পেয়ে গেছেন।
  ১৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৮
১৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৮
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আপনার মতামত আমার ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪১
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৪১
প্রবাসী পাঠক বলেছেন: ৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
এইটুকুই আপনার পোস্ট সরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।