![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে এমভি কোকো-৪ নামের লঞ্চটি নাজিরপুর ঘাটের মাত্র ২০ গজ দুরে তেতুলিয়া নদীতে ডুবে যায়। যার মালিক ছিল খালেদা জিয়ার ছেলে আরফাত রহমান আর এই লঞ্চটির পরিচায়নায় ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ঐ কোকো - ৪ লঞ্চটির দুর্ঘনায় প্রায় ১৫০ লোক মারা যায়। এর দায়িত্ব কে নিবে?
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
চাচু বলেছেন: আপনার পোষ্ট পড়ে শিয়ালের লেজ কাটার গল্পটা মনে পরে গেল
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
লঞ্চের মালিক কোকোই,
তবে অপারেট করতো তারেকের বন্ধু মামুনের ভাই ইব্রাহিম।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮
আহমেদ রিজভী বলেছেন: কিসের সাথে কি ? মানুষ কতটা জঘন্য আর নীচ হলে একটা গণহত্যাকে আরেকটা গণহত্যা দিয়া আড়াল করতে চায় ! আসলেই BAL এ পাগল আর নাস্তিকরা ভর করছে ।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
মুহসিন বলেছেন: রানার ভূমিকা দেখে মনে হলো ভবন ধ্বস এবং এতগুলো মানুষের মৃত্যুর জন্য সে প্রবলভাবে দায়ী।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগল তো দিছে নিহতদের পরিবারে।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০
যোগী বলেছেন:
দড়ি যে একটাতেই হবে, এটাতো আগে ভেবে দেখিনি!
দারুন আইডিয়া, অনেক খরচ বেঁচে যাবে।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১
কামরুল হাসান শািহ বলেছেন: মিথ্যা তথ্য দেওয়া ছাগুদের কাজ
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮
এই আমি সেই আমি বলেছেন: রানা কোকো ভাই ভাই, এক দঁড়িতে ফাঁসি চাই ।