নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখলাম জঙ্গি ও সন্ত্রাস দমন করা জন্য যশোরে পুলিশ জনতার হাতে লাঠি তুলে দিচ্ছে এর আগে ও দেখছি বেশ কিছু জাগায় পুলিশ জনতার হাতে বাঁশে লাঠি তুলে দিছে। এই নিয়ে সচেতন জনগন কিছু বললে হয় জ্ঞানপাপী। সাধারণ মানুষের হাতে লাঠি তুলে দিয়ে আইন মানুষের হাতে তুলে দেওয়ার কতটা যুক্তিসংগত তা আমার বোধগম্য নয়। এর থেকে আমরা কি বুঝে নিব আইন শৃংখলা বাহিনীর আয়াত্তের বাহিরে চলে গেছে আমাদের নিরাপত্তা দেওয়া! যদি তাই হয় তাহলে আমরা কোন জাগয়া আছি তা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের ভিতরে নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে আমাদের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে। আমরা চাইব সরকার জঙ্গি ও সন্ত্রাস দমনে আরো জোর প্রচেষ্টা অব্যাহত রাখবে এইভাবে সাধারণ মানুষের হাতে আইন তুলে দিয়ে নয় আমাদের আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে। কারন এর মাধ্যমে এক শ্রেনীর মানুষকে আপরাধ করার সুযোগ করে দিচ্ছে। আর যদি তাই না হয় তাহলে জনগন আইন শৃংখলা বাহিনীর উপর তাদের বিশ্বাস হারাবে জঙ্গি ও সন্ত্রাসীরা ক্রমাগত অপরাধ করতে থাকবে। আমরা সাধারণ জনগন সব সময় চাই আমাদের ভূখন্ডে আমরা নিরাপদে বসবাস করতে।
©somewhere in net ltd.