নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ত্রাস ও জঙ্গীবাদের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠি। তার প্রমাণ তৈরি পোষাক শিল্পের দিকে তাকালে বুঝা যায়। গত বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ তৈরি পোষাক রপ্তানি করছিল ২২২.২৬ কোটি মার্কিন ডলার আর এই বছরের একই সময়ে রপ্তানি করছে ২২৬.৪১ কোটি মার্কিন ডলারের তৈরি পোষাক যা গত বছরের একই সময়ের ১ দশমিক ৮৭ শতাংশ বেশী। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোষাক রপ্তানিতে তৃতীয় শীর্ষ দেশ। প্রথম স্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম আর ৪র্থ ও ৫ম স্থানে আছে ইন্দোনেশিয়া ও ভারত এর মধ্যে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি নিম্নমুখী আর ভারতের প্রবৃদ্ধি উদ্ধমুখী। শুধু পোষাক শিল্পের দিকে তাকালে বুঝা যায় যে, গত বছরে রাজনৈতিক অস্থিরতা ছিল বিধায় বাংলাদেশ তার কাঙ্খীত লক্ষ্যে পৌঁচতে পারে নাই। এই বছরে রাজনৈতিক স্থিতিশীলতা কারণে গত বছরের থেকে এই বছরে বেশী প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশের সুনাম নষ্ট হলে তার লাভ এখন তা আপনারাই বুঝতে পারতেছেন।
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩
রেজাউলবেষ্ট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্যকথা।
আপনাকে শুভেচ্ছা।