![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃহৎ এবং বৃহদাকার একটা রাত, আতপ চালের গুড়ি দিয়ে বানানো চাদটা যেন রাতের শুরুটাকে রাঙিয়ে নোংরা মেঘগুলোকে ভাসিয়ে বেড়াচ্ছে আকাশময়।
প্রাকৃতিক ক্ষুধাকে দমাতে এককাপ চা আর দুটো টোস্টের সাথে নীচতলায় বারান্দায় কাটানো মুহূর্ত গুলো যেন অসাধারণ। মাঝে মাঝে কানে ভাসাতে ইচ্ছা হয় আর্বোভাইরাসের আগন্তুক কিংবা নেমেসিসের বিবর্ন স্রষ্টার ডাক। আবার ফিরে তাকাই শোকেজে সাজানো আব্বুর সেই ছেলেবেলায় দেওয়া দুটো বিচিত্রাকার ঝিনুকের খোলসের দিকে।
তেতো হয়ে যাওয়া রাগগুলো মরে যায় চায়ের কাপে ঠোটের অকৃত্রিম মিলনের সময়ে। পিছনে ফেলে আসা বিস্ময়ঝরা স্মৃতিগুলো আবার হঠাৎ করেই বিচরণ করতে শুরু করি। ধুলোমাখায় পরিপূর্ণ একটা পত্রিকায় চোখ বুলাই সময়গুলো যেন কত দ্রুতই চলে যাচ্ছে একটুও থামবার নামগন্ধ নেই। কালচে আকাশের নীলাদ্রী আভায় কত অনুভূতি জড়িয়ে আছে, মিশে আছে নিশ্চুপ হয়ে থাকা কত অভিমান। আবার আবেগী হয়ে উঠে ঘুরে বসি দূর নক্ষত্রের চাওয়া পাওয়া গুলো শুন্যতার অস্তিত্বে মিশে যায়, মিথ্যে কিছু স্বপ্নে বিভোর হওয়ার জন্য আবার প্রতিজ্ঞাবদ্ধ হই।
চায়ের কাপে শেষ চুমুক দেওয়ার অপেক্ষায় ব্রত আমি। অতঃপর সব শেষ মা ডাকছে যেতে হবে এখন আবার সেই অজানা মুহূর্তের ভীড়ে।
©somewhere in net ltd.