![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে রাত!!! অনেক বছরের পুরোনো রাত্রি সারাটাদিন অনেক ব্যস্ততার মধ্যে
কাটালেও রাতের নিস্তব্ধতা যেন বারবার
মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া অতীতগুলোকে। আপন ফ্রেমে ভেসে উঠে হারিয়ে যাওয়া মিনিটগুলো ।
বারবার ডায়েরী টাকে হাতে নিয়েও সাহস হয়না আর আগের মত লিখতে বা পড়তে ভয় তো মানুষই পায় কেউ বেশি কেউ বা কম।
আগে হয়তো নির্ঘুম রাত ভার্চুয়াল জীবনে কাটতো। আর এখন নির্ঘুম রাত কাটে মুভি কিংবা ভালোলাগা গানের ছন্দে। তবুও সত্তাগুলো যেন বারবার অসম্ভব কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন করে এই ঘুমহীন রাত গুলো তে।
কেন উক্ত প্রশ্নাবলীর গ,সা,গু।
আজাইরা এইসব প্রশ্নের উত্তর গুলো আবার ভয়ানক।
এভাবেই পৃথিবীর নিয়মে হয়তো চলবে সবকিছু। কিন্তুু সুযোগ তো আসেই আবার চলেও যায় পরে থাকে আক্ষেপগুলো। অবশেষে জীবনকে নতুন ভাবে সাজানোর চেষ্টায় নিয়োজিত হওয়াটাই সবচেয়ে উত্তম পন্থা।
©somewhere in net ltd.