![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিসেব কষতে বসো না, যাবো কিনা, থাকবো কিনা! যেমন করে হাওয়া বয়, যেমন রাতের পর ভোর হয়। যেমন পাতা ঝরে, যেমন মানুষ মরে সেই পথে যাও অংক ছেড়ে আজ এসো কবিতা পড়াও।
যা আছে সব নিয়ে নাও মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এইতো সুযোগ দিতে পারি হাতের রেখাও নিলে নাও না নিলে মাফ কর সময় কম। আমি কে জানবার আগে নিজের চোখকে স্পর্শ করে নিজের ছায়ামূর্তিকে জিজ্ঞেস কর তুমি কে! মিছেমিছি আমার পথের সামনে এসো না থাপ্পড় লাগাবো কসে। ঘৃণা করি বৃষ্টির ফোটা তোমাকে।
©somewhere in net ltd.