![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং নিয়ে অনেকেই জানতে আগ্রহী এবং যখন আমার পরিচয় পান যে আমি অনেকে বছর পেশাদার ব্লগার ছিলাম তখন এ নিয়ে অনেক কিছুই জানতে চান। স্রোতের বিপরীতে আমার মত হল ই-কমার্স সাইটের ভিজিটর আনার জন্য সবচেয়ে সেরা উপায় হল সাইটের একটি ব্লগ থাকা। এলেক্সা র্যাঙ্কিং অনুসারে আমাদের ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব) ওয়েবসাইটের প্রায় ৪০% ভিজিটর আসছে ই-ক্যাব ব্লগ থেকে এবং বাকি ৬০% আসছে ই-ক্যাবের মূল ওয়েবসাইটে। আর কিছুদিনের মধ্যেই হয়তো তা ৫০%-৫০ হয়ে যাবে।
ব্লগ না থাকলে আমরা এই ৪০% বা ৫০% ভিজিটর পেতাম না। ব্লগের অনেক ভাল দিক আছে। এ নিয়ে সামনে একটা আর্টিকেল দেবো।
শুধু ই-কমার্স নয় বরং যে কোন ব্যবসা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি যে কোন চাকুরীজীবী বা শিক্ষার্থীর জন্য একটি ব্লগ থাকা দরকার বলে আমি মনে করি।
যারা ব্লগিং নিয়ে জানতে আগ্রহী এবং এ ব্যপারে আমার লেখা পড়তে চান তারা এই লিংকে গেলে ব্লগ ও ব্লগিং সম্পর্কে ৭ টি লেখা পাবেন এবং ৭ টি লেখাই পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ক্লিক করুন এখানে
http://blog.e-cab.net/category/blogging/
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২০
রাজিব বলেছেন: ব্লগিংকে পেশা হিসেবে নেয়া বেশ কঠিন বিশেষ করে আপনি যদি উন্নত বিশ্বে থাকেন। ভারত ও ফিলিপাইন্সে পেশাদার ব্লগার আছেন অনেকেই। এ নিয়ে আমার একটা লেখা পড়ে দেখতে পারেন এই সামু ব্লগেইঃ Click This Link
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩
কাহাফ বলেছেন: অাপনার দেয়া লিংকে সব গুলো লেকাি পড়লাম! অনেক বিষয় জানতে পারলাম! আমি নেট-এ কাঁচা বিধায় উপকারে অাসবে লেকাগুলো!
অনেক অনেক ধন্যবাদ অাপনাকে!!
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯
রাজিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ। পারলে নিয়মিত আমাদের ব্লগ পড়বেন। এই ব্লগ কোন লাভের উদ্দেশ্যে চালু করা হয়নি, মানুষকে জানাতে শুরু করা হয়েছে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাববার মত বিষয় ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ
৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৪
বিডি আইডল বলেছেন: ভাই আপনার পরিচয় পেয়ে খুবই ভালো লাগলো।
ভাই পেশাদার ব্লগার জিনিষটা কি? ব্লগিং কে পেশা হিসেবে নেয়া?