নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থমথমে রাত,- আমার পাশে বসল অতিথি-- বললে,-আমি অতীত খুধা,তোমার অতীত স্মৃতি!

সময়ের সমুদ্রের পার--- কালকের ভোর আর আজকের এই অন্ধকার

রাজীব হোসাইন সরকার

বাইরে হিমের হাওয়া হেমন্তের রাত; দরজায় জানালায় অবিরাম রাতের আঘাত।।

রাজীব হোসাইন সরকার › বিস্তারিত পোস্টঃ

একজন রবীন্দ্রনাথ ও একটি মিথ্যা কথা !!!!!!

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

একটি মিথ্যা প্রবাদ এবং তার দাঁত-ভাঙ্গা জবাবঃ



প্রচারনাঃ রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিমান লেখা লিখে গেছেন, সেগুলো পড়ে, এক জীবনেও শেষ করা সম্ভব নয়। ( আপনি আমি না বললেও, অতি রবীন্দ্র ভক্তরা কিন্তু কথায় কথায় বলে। এক জীবন নষ্ট করার ভয়ে এরা নিজেরাই কিন্তু রবীন্দ্র ভান্ডারে ঢূকে না।



জবাবঃ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যসমুহের তালিকা ও পড়তে আনুমানিক ব্যয়িত সময়ঃ



১। কাব্যগ্রন্থ ৫৬টিঃ একটি কাব্যগ্রন্থ পড়তে আমার মতো কচ্ছপের লাগবে তিন ঘন্টা। তবুও ধরি, প্রত্যেকটা লাগবে ৪ ঘন্টা। ৫৬ টা কাব্যগ্রন্থে লাগবে ২২৪ ঘন্টা।



২। গীতিপুস্তক ৪ টিঃ ১টি পড়তে পাঁচ ঘন্টা লাগলে, ৪ টি পড়তে মোট ২০ ঘন্টা



৩।ছোট গল্প ১১৯ টিঃ আমার মতো অধমের রবীন্দ্রনাথের একটা করে ছোট গল্প পড়তে লাগে ১৫ মিনিট। সেখানে ধরা যাক ৩০ মিনিট। ১১৯ টি পড়তে পাগবে ৬০ ঘন্টা,



৪। উপন্যাস ১২ টিঃ একটি করে পড়তে লাগে তিন ঘন্টা। সাধুভাষায় পড়তে একটু কষ্ট হবে। ধরি একটা করে পড়তে লাগবে ৫ ঘন্টা। ১২ টি বই পড়ে শেষ করতে লাগবে ৬০ ঘন্টা।



৫।ভ্রমন কাহিনী ৯ টিঃ ৫ ঘন্টা করে লাগলেও মোট ৪৫ ঘন্টা।



৬। নাটক+ গীতিনাটক ৪৮ টিঃ একটি করে লাগতে পারে ৩ ঘন্টা। ৪ ঘন্টা করে হলেও ১৯২ ঘন্টা।



৭। চিঠিপত্রের বই ১৩ টিঃ ৩ ঘন্টা করে হলে ৩৯ ঘন্টা।



৮। গান ২২৩২ টিঃ পাঁচ মিনিট করে শুনতে লাগলে ১৮৬ ঘন্টা।



৮। অঙ্কিত ছবিঃ প্রায় ২০০০: যদিও একটা ছবি দেখতে হাজার বছর কাটানো যায়, তবুও পাঁচ মিনিট করে ধরলে ১৬৭ ঘন্টা।





রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মোটামুটি শেষ করতে লাগবে মোট=১০৩৮ ঘন্টা



২৪ ঘন্টার দিনে মোট দিন লাগবে মাত্র ৪৩ দিন।



প্রতিদিন যদি ৮ ঘন্টা ঘুম+ ২ ঘন্টা পার্সোনাল কাজ+ ৪ ঘন্টা আনুষঙ্গিক কাজ রেখে মাত্র ১০ ঘন্টা করে পড়া হয় তাহলে সময় লাগবে ১০৩ দিন।



৫ ঘন্টা করে পড়লে লাগবে ২০৬ দিন।

২ ঘন্টা করে পড়লে লাগবে ৫১৯ দিন।



বিঃদ্রঃ

@এমন অনেক ব্যক্তি আছেন যারা দিনে সর্বনিম্ন ১০ ঘন্টা করে সাহিত্যের বই পড়েন।

@গবেষনার মন নিয়ে পড়লে রবীন্দ্রনাথে একেকটা ছোট গল্প হাজার বছর পার করে দিবে। এখানে শুধুমাত্র পড়ার বিষয়টা আমি উল্লেখ করেছি। আমার মত অধমরা নিশ্চয় বই নিয়ে গবেষনা করে করে পড়ে না।

@লক্ষ্য রাখবেন সব বই কিন্তু সমান নয়। অনেক বই ছোট ছোট। পড়তে ১ ঘন্টা হলেও চলে।



রবীন্দ্রনাথকে অসম্মান করে এই ছোট্ট গবেষনাটি করা হয় নি। বরং মহান মানবের সম্বন্ধে একটা মিথ্যা অপপ্রচার থামাতেই করা হয়েছে। এতে রবীন্দ্রনাত মহান হন নি। হয়েছি আমি। মহান লোক মহান থেকেই যায়, নগন্যরা মহানদের নিয়ে লিখে মহান হয়। আমি দ্বিতীয় গোত্রের লোক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি তো মহা পন্ডিত লোক !!

স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে
মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে ।

রবীন্দ্রনাথের লেখা এই লাইন দু'টা কোথায় পাবো বলতে পারেন ?
রবীন্দ্রনাথ তার সমস্ত লেখাতে কত রকম ফুলের কথা লিখেছে বলতে পারবেন ?

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

রাজীব হোসাইন সরকার বলেছেন: নাম এক হলেও আমরা এক গোত্রের মানুষ না রাজীব ভাই :)

আমি নিজে ভক্ত হলেও জ্ঞান খুবই সীমিত।

আমার কিছু কাছের বন্ধুর কথার জবাবে লেখাটা লিখেছি, অন্য কিছু নয়।

কমেন্টের জন্য ধন্যবাদ :

কথাটা রবীন্দ্রনাথের "নৈবেদ্য-৯০" এ আছে। কাব্যের নাম "মৃতুও অজ্ঞাত" :)

২| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মদন বলেছেন: মজা পেলাম
+

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

রাজীব হোসাইন সরকার বলেছেন: আমিও :)

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২

ঢাকাবাসী বলেছেন: স্বল্প বিদ্যা ক্ষতিকারক।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

রাজীব হোসাইন সরকার বলেছেন: অমিয় কথাবার্তা :)

সহমত :)

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই গবেষণা করতে কত সময় লাগছে সেটা লিখলেন না :P


এক জীবনেও শেষ করা সম্ভব নয় -এটা আসলে একটা কথার কথা। আর কথার কথা নিয়ে কোন কথা চলে না, গবেষণা তো না-ই :)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

রাজীব হোসাইন সরকার বলেছেন: :) :) :) :)

আমি এই কাজটা অনেক ভালো পারি :)

কাজের কাজ না, অকাজের কাজ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.