![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীরু লজ্জিত
আমার মতন কাপুরুষ
সমবেদনা দেখানোর যোগ্যতা রাখে না
আমি স্বার্থপরের মতন বাসায় আরাম কেদারায় বসে
নিজের মিথ্যা দর্শন দুঃখ দেখাতে পারি না।
আমি সৌভাগ্যবান, কোন গ্রেনেড-ড্রোন এসে আমাকে ক্ষতবিক্ষত করছে না
আমার হাত, পা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে না
আমি অচেনা অসংখ্যা শিশুর
ওই নগ্ন রক্ত মাখা টুকরো টুকরো হওয়া লাশ দেখে
ভদ্রলোকের মতন দুঃখী দুঃখী ভাব নিতে হচ্ছে
আমি সেই মুখেই, আমার মুখে থুথু দেই
(কবিতাটা আমার লিখা না। তবে প্রিয় কবিতাগুলোর মাঝে একটি। বর্তমানে চিসুয়েশন এ আমি আসলেই ভীরু-লজ্জিত! চুপ করে দেখে যাচ্ছি, হাত তালি দিচ্ছি!)
©somewhere in net ltd.