![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ১০-১১ বছর বয়সেই স্যারের বইয়ের সাথে পরিচয়। বাসায় প্রচুর বই ছিলো, ভাইয়ারা পড়তো।আমার প্রথম পড়া বই “নীল মানুষ” এরপর প্রায় ৩০-৩৫ টা বই পড়েছি স্যারের। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিজেকে হিমু চরিত্রে কল্পনা করতে ভালো লাগে।আচ্ছা আজ হিমুরা হাসবে না কাঁদবে?
না, কাঁদবে কেন! আজতো খুশির দিন!
“শুভ জন্মদিন স্যার”
যেখানেই আছেন, ভালো থাকুন।
জানেন স্যার, হিমুরা আজ আর খালি পায়ে হলুদ পান্জাবি পড়ে রাস্তায় হাঁটে না। হিমু, মৃনয়ি, মিসির আলি ওরা আজ নিখোঁজ। ওরা ধুলো পড়া বইয়ের পাতায় আবদ্ধ।
©somewhere in net ltd.