![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটি জোনাকপোকা বেঁচে আছে পৃথিবীতে। ভালোবাসার শেষ চিন্হ হিসেবে আছে শেষ তাজা গোলাপটা। আর বেঁচে আছে দুজন। ত্রিয়ান্ত্রী আর আমি। পৃথিবীর শেষ রাতে শেষ চাঁদ আকাশে উকি দিচ্ছে। শেষ জোছনা নূড়ে পড়ছে, শেষ জোনাক মিটিমিটি আলো দিচ্ছে। আমি বিদ্ধস্ত, রক্তাত্ব, ক্লান্ত। ত্রিয়ান্ত্রী ছাদের কোনে দাড়িয়ে। শেষ বাতাসে ওর উড়না উড়ছে। পরেরদিন সকাল হলেই পৃথিবী ধংস হয়ে যাবে। আলোর প্রথম বিন্দুটা দেখা হবেনা আর কোনদিন।
আমি সেদিনও চিৎকার করে বলবো ত্রিয়ান্ত্রী ভালোবাসি তোমায়!!
©somewhere in net ltd.