নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ত্রিয়ান্ত্রী,

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

আর একটি জোনাকপোকা বেঁচে আছে পৃথিবীতে। ভালোবাসার শেষ চিন্হ হিসেবে আছে শেষ তাজা গোলাপটা। আর বেঁচে আছে দুজন। ত্রিয়ান্ত্রী আর আমি। পৃথিবীর শেষ রাতে শেষ চাঁদ আকাশে উকি দিচ্ছে। শেষ জোছনা নূড়ে পড়ছে, শেষ জোনাক মিটিমিটি আলো দিচ্ছে। আমি বিদ্ধস্ত, রক্তাত্ব, ক্লান্ত। ত্রিয়ান্ত্রী ছাদের কোনে দাড়িয়ে। শেষ বাতাসে ওর উড়না উড়ছে। পরেরদিন সকাল হলেই পৃথিবী ধংস হয়ে যাবে। আলোর প্রথম বিন্দুটা দেখা হবেনা আর কোনদিন।

আমি সেদিনও চিৎকার করে বলবো ত্রিয়ান্ত্রী ভালোবাসি তোমায়!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.